সাম্যবাদ প্রশমিত করার তত্ত্ব/ অথবা, বেষ্টনী নীতি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ দেখা দেয়। রাশিয়া পূর্ব ইউরোপে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার পর পশ্চিম ইউরোপের দিকে অগ্রসর হলে পশ্চিম ইউরোপের পুজিবাদী রাষ্ট্রগুলি সোভিয়েত আতঙ্ক থেকে মুক্তি পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
পউদ্ভাবন: এই প্রেক্ষাপটে মার্কিন বিদেশনীতির উপদেষ্টা জর্জ কেনান সোভিয়েতের সাম্যবাদী বা সমাজতান্ত্রিক মতাদর্শের প্রসারকে প্রতিরোধ করার জন্য বেষ্টন নীতি (Policy of Containment) বা সাম্যবাদ প্রতিরোধ নীতির উদ্ভাবন ঘটান।
প* উদ্ভাবনেয় কারণ ও ফলাফল: কেনান বুঝেছিলেন সোভিয়েতের বিদেশনীতির মূল চালিকাশক্তি হল সাম্যবাদ। সোভিয়েতের বিদেশনীতির মূল লক্ষ্য হল পুজিবাদী ব্যবস্থাকে নির্মূল করা। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পুজিবাদী রাষ্ট্রকে টিকে থাকতে হলে সোভিয়েতের অশুদ্ধ বিদেশনীতিকে বানচাল করতে হবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজ প্রভাব সম্প্রসারিত করতে এবং সোভিয়েতের সাম্যবাদকে প্রতিরোধ করতে সক্রিয় হয়ে ওঠে। এই নীতির পরবর্তী উন্নত সংস্কার ছিল টুম্যান তত্ত্ব ও মার্শাল পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্যবাদকে প্রতিরোধ করার কৌশল ঠান্ডা যুদ্ধের তীব্রতাকে বৃদ্ধি করেছিল