১৭ জন অশ্বারোহী দ্বারা বাংলা বিজয়কে মিথ বলা হয় কেন অথবা, ইখতিয়ার উদ্দিন মহম্মদ বখতিয়ার খলজী কি ১৭ জন সৈন্য নিয়ে বাংলা দখল করেছিলেন?
মিনাজ উদ্দিন সিরাজের তহকক-ই- নাসিরিন গ্রন্থ থেকে জানা যায় বক্তিয়ার খলজী বিহার জয় করেন ১৭ জন (মন্বন্তরে ১৮ জন) অস্বারোহী নিয়ে ৷ বাংলা আক্রমণ করেন আনুমানিক ১২০৪ -০৫ খ্রিস্টাব্দে লক্ষণ সেন প্রতিরোধ না করেই প্রাসাদ ছেড়ে পিছনের দরজা দিয়ে পলায়ন করেন ৷ বক্তিয়ার খলজী বিনা বাধায় বাংলা দখল করেন ৷ ইতিমধ্যে বাকি তুর্কি সেনারাও নগরীতে প্রবেশ করে অবাধ লুণ্ঠন শুরু করেন এই কারণে লক্ষণ সেন ভীরু ও কাপুরুষ হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷
তবে ১৭ জন অশ্বারোহী দ্বারা বক্তিয়ার উদ্দিন খলজির বাংলা বিজয় সংক্রান্ত ঘটনাটি আধুনিক ঐতিহাসিকরা স্বীকার করতে রাজি নয় ৷ ডঃ নিহারঞ্জন রায় লিখেছেন লক্ষন সেন নগরদীপে তুর্কি আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা করেছিলেন কিন্তু এই প্রতিরোধ পর্যাপ্ত ছিল না ৷ মিনাজ উদ্দিন সিরাজ লিখেছেন জ্যোতিষিরা লক্ষণ সেন কে বুঝিয়েছিলেন তুরকিরা এদেশে জয় করবে ৷ তবে বহু ঐতিহাসিক বলেন সেদিন লক্ষণ সেনের প্রাসাদ ১৭ জন অশ্বারোহী আক্রমণ করলেও পিছনে আরও তুর্কি সৈনিক রাজধানীতে প্রবেশ করেছিলেন ৷ তা সত্ত্বেও ঐতিহাসিক নিহারঞ্জন রায়,রামপ্রসাদ চন্দ্র প্রমুক ঐতিহাসিক বখতিয়ারের নদীয়া অভিযান ও গৌড় বিজয় সংক্রান্ত মিনহাজের বর্ণনাকে অতিরঞ্জিত হিসাবে চিহ্নিত করেছেন ৷
তোমাকে অনেক ধন্যবাদ ১৭ জন অশ্বারোহী দ্বারা বাংলা বিজয়কে মিথ বলা হয় কেন অথবা, এই নোটটি পড়ার জন্য