১৭ জন অশ্বারোহী দ্বারা বাংলা বিজয়কে মিথ বলা হয় কেন অথবা,

১৭ জন অশ্বারোহী দ্বারা বাংলা বিজয়কে মিথ বলা হয় কেন অথবা,

১৭ জন অশ্বারোহী দ্বারা বাংলা বিজয়কে মিথ বলা হয় কেন অথবা, ইখতিয়ার উদ্দিন মহম্মদ বখতিয়ার খলজী কি ১৭ জন সৈন্য নিয়ে বাংলা দখল করেছিলেন?

১৭ জন অস্বারোহী দ্বারা বাংলা বিজয়কে মিথ বলা হয় কেন

বাংলার ইতিহাসে সেন বংশের রাজত্বকাল একাধিক কারণে গুরুত্বপূর্ণ ৷ সেন আমলে বাংলায় যেমন সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটেছিল তেমনি এই বংশের শাসক লক্ষণ সেন সম্ভবত যিনি ১১৮৯ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহন করেন ৷ যার রাজত্বকালে তুর্কি নায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী বাংলা আক্রমণ ও দখল করেন ৷ মিনাজ উদ্দীন সিরাজের 'তহকক-ই- নাসিরি' গ্রন্থ থেকে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের বিবরণ ঐতিহাসিক মহলে প্রচন্ড ভাবে আলোড়িত করেন ৷


মিনাজ উদ্দিন সিরাজের তহকক-ই- নাসিরিন গ্রন্থ থেকে জানা যায় বক্তিয়ার খলজী বিহার জয় করেন ১৭ জন (মন্বন্তরে ১৮ জন) অস্বারোহী নিয়ে ৷ বাংলা আক্রমণ করেন আনুমানিক ১২০৪ -০৫ খ্রিস্টাব্দে লক্ষণ সেন প্রতিরোধ না করেই প্রাসাদ ছেড়ে পিছনের দরজা দিয়ে পলায়ন করেন ৷ বক্তিয়ার খলজী বিনা বাধায় বাংলা দখল করেন ৷ ইতিমধ্যে বাকি তুর্কি সেনারাও নগরীতে প্রবেশ করে অবাধ লুণ্ঠন শুরু করেন এই কারণে লক্ষণ সেন ভীরু ও কাপুরুষ হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷

তবে ১৭ জন অশ্বারোহী দ্বারা বক্তিয়ার উদ্দিন খলজির বাংলা বিজয় সংক্রান্ত ঘটনাটি আধুনিক ঐতিহাসিকরা স্বীকার করতে রাজি নয় ৷ ডঃ নিহারঞ্জন রায় লিখেছেন লক্ষন সেন নগরদীপে তুর্কি আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা করেছিলেন কিন্তু এই প্রতিরোধ পর্যাপ্ত ছিল না ৷ মিনাজ উদ্দিন সিরাজ লিখেছেন জ্যোতিষিরা লক্ষণ সেন কে বুঝিয়েছিলেন তুরকিরা এদেশে জয় করবে ৷ তবে বহু ঐতিহাসিক বলেন সেদিন লক্ষণ সেনের প্রাসাদ ১৭ জন অশ্বারোহী আক্রমণ করলেও পিছনে আরও তুর্কি সৈনিক রাজধানীতে প্রবেশ করেছিলেন ৷ তা সত্ত্বেও ঐতিহাসিক নিহারঞ্জন রায়,রামপ্রসাদ চন্দ্র প্রমুক ঐতিহাসিক বখতিয়ারের নদীয়া অভিযান ও গৌড় বিজয় সংক্রান্ত মিনহাজের বর্ণনাকে অতিরঞ্জিত হিসাবে চিহ্নিত করেছেন ৷
তোমাকে অনেক ধন্যবাদ ১৭ জন অশ্বারোহী দ্বারা বাংলা বিজয়কে মিথ বলা হয় কেন অথবা, এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟