মেটারনিখ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর অথবা, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এই ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হল কেন?

মেটারনিখ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর অথবা, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এই ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হল কেন

মেটারনিখ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর অথবা, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এই ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হল কেন?

আধুনিক ঐতিহাসিকদের মতে ইতিহাস কোন একক ব্যক্তির বিজয়ীগতা নয়, ইতিহাস কোন ব্যক্তির নায়ক রচিত বীরত্বের বর্ণনাও নয় তা সত্ত্বেও মাঝে মাঝে এমন কিছু ব্যক্তিকে দেখা গেছে যাদেরকে কেন্দ্র করেই ইতিহাসের এক বিরাট অংশ আবর্তিত ও বিবর্তিত হয়েছে ৷ উদাহরণ হিসাবে ১৮১৫ এর পূর্ববর্তী ইউরোপ যেমন ছিল অনেকাংশে নেপোলিয়ান বোনাপার্ট ময় তেমনি ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দে ইউরোপের রাজনীতির ভার কেন্দ্র হয়ে উঠেছিলেন অস্ট্রিয়ার চ্যালেঞ্জার মেটারনিক ৷ যাকে কূটনীতির জাদুকর বলে অভিহিত করা হতো ৷ মেটারনিক ইউরোপের ফরাসি বিপ্লব প্রস্তুত ভাবধারাকে দমন করে রক্ষণশীল বা প্রতিক্রিয়াশীল ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন ৷ ১৭৮৯ এর পূর্ববর্তী ব্যবস্থা পুনর প্রতিষ্ঠাতা তিনি একাধিক উদ্যোগ গ্রহণ করেন ৷ মেটারনিক বলেন,"বৈপ্লবিক ভাবধারা একটি সমষ্টিগত সমস্যা এটি কোন একক রাষ্ট্রের মধ্যে আবদ্ধ থাকতে পারে না কারণ এটি একটি সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে এক রাষ্ট্র হতে অন্য রাষ্ট্রে  " ৷ তিনি আরো বলেন," গণতন্ত্র উজ্জ্বল দিবালোক কে অন্ধকারময় রাত্রিতে পরিণত করে "৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

১৮১৫ থেকে ১৮৪৮ সময়কালকে ইউরোপের রাজনীতিতে যেহেতু মেটানিকে কেন্দ্র করে গঠিত হয়েছিল তাই এই সময় কালকে "এজ অব মেটারনিক " বলে অভিহিত করা হয়ে থাকে তার ব্যবস্থার মূল দুটি সূত্র হলো প্রথমত স্মৃতি বস্তা দ্বিতীয়ত বিভাজন ও শাসন ৷


ভিয়েনা ব্যবস্থা ছিল তার কাছে আদর্শ স্বরূপ কারণ ৷ এই ব্যবস্থার ধারায় ইউরোপের পাপ বিপ্লব যুগে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল মেটানিকের লক্ষ্য ছিল অস্ট্রিয়াকে আদর্শ রক্ষণশীল রাষ্ট্রে পরিণত করা ৷ ইউরোপীয় শাসকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন , "শাসন করুক কিন্তু কোনরূপ পরিবর্তন করবেন না ৷" সেই কারণেই অস্ট্রিয়ার অভ্যন্তরে তিনি সমস্ত প্রকার প্রগতিশীল আন্দোলনকে সম্পন্নভাবে বন্ধ করেন ৷ মুক্ত পার্লামেন্ট, মুক্ত বিশ্ববিদ্যালয়, সংবাদপত্রে স্বাধীনতা তিনি কেড়ে নেন ৷ উদারপন্থী অধ্যাপক এবং ছাত্রদের কারাবদ্ধ করেন ৷ যে সকল বিষয় পাঠ করলে যুক্তি এবং বুদ্ধি বৃদ্ধি পায় যেমন ইতিহাস,রাষ্ট্রবিজ্ঞান,দর্শন এই সমস্ত বিষয়গুলিকে মেটারনিক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন ৷ সরকার নিয়ন্ত্রিত পাঠ্য পুস্তক প্রকাশের ব্যবস্থাও করা হয় দেশের সর্বোচ্চ তিনি গুপ্তচর ব্যবস্থাকে শক্তিশালী করেন ৷


মেটারনিক অস্ট্রিয়ার বিভিন্ন জাতির মধ্যে বিভেদ ঘটিয়ে কেন্দ্রীয় সরকারের আধিপত্যকে দিল করেন ৷ তিনি চেক জাতির ওপর জার্মান পুলিশ, ইতালিদের ওপর হাঙ্গেরি ও পুলিশ লাগিয়ে দেন । মেটারনিক আসলে জীবনের সমস্ত ক্ষেত্রে ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রচেষ্টা করতে আগ্রহী ছিলেন ৷ ক্যাথলিক পুরোহিতদের তিনি বিবেকের নিয়ন্ত্রা বলে মনে করতেন ৷ মেটারনিক কৃষকদের ওপর জমিদারদের , ক্রেতাদের ওপর বিক্রেতাদের ক্ষমতাকে সমর্থন করেন মেটারনিক মানুষের সৃজনশীল উদ্যোগকে নীরুচিত করে মধ্যবিত্ত শ্রেণীর উত্থানকে তিনি নরমাল গ্যাগারিন বলে মনে করেন ৷ মেটারনিক ব্যবস্থার জাতীয়তাবাদী আদর্শকে প্রতিহতকরণের নামে জনজীবনের নিষ্পেষণ নামিয়ে আনে ৷ জ্যাক ড্রপ বলেন," এরি তলায় বয়ে গেছে রক্ত ও অশু স্রোত ।"


মেটারনিক বুঝেছিলেন তা রক্ষণশীল ব্যবস্থা কে টিকিয়ে রাখতে হতে এই ব্যবস্থার কেবল অস্ট্রিয়াতেই সীমাবদ্ধ রাখলে চলবে না তাকে ছড়িয়ে দিতে হবে সমগ্র ইউরোপ জুড়ে ৷ বিপ্লবী এবং জাতীয়তাবাদী ভাবধারাকে ইউরোপজুড়ে দমন করার জন্য তিনি ইউরোপীয় সমবায় কে দীর্ঘ করে তোলেন ৷ ১৮২৯ খ্রিস্টাব্দে কুখ্যাত "কালবার্ট ডিগ্রী" জারি করেন সমস্ত ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় মেটারনিক দমননীতির নির্মম ক্ষেত্র হয়ে ওঠে জার্মান ইটালি সহ ইউরোপের বিভিন্ন অঞ্চল ৷


মেটারনিখ ব্যবস্থার মধ্য দিয়ে ৮১৫ থেকে ১৮৪৮ মেটানিক তন্ত্র আসলে ইউরোপের আন্তর্জাতিক পুলিশের কাজ করেছিলেন ৷ আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে মেটারনিক তত্ত্ব ইউরোপের সাফল্য লাভ করেছিল কারণ তিনি প্রায় 30 বছর ইউরোপের বিপ্লব এবং জাতীয়তাবাদী কার্যকলাপ কে প্রায় স্তব্ধ করে দিয়েছিলেন ৷ কিন্তু একটি কথা মনে রাখা দরকার যে কোন ব্যবস্থা সাফল্য নির্ধারিত হয় তা স্থায়িত্বের ওপর কিন্তু মেটানিক ব্যবস্থা ১৮৪৮ এ ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৷ রক্ষণশীল ব্যবস্থার রাষ্ট্রীয় উদ্যোগ বিপ্লবী ভাবাদর্শের কাছে অসহায়ের মতো পাশ্চাত্য-প্রসারণ করে ইউরোপের দেশে দেশে বিপ্লব সংঘটিত হয় ৷


মেটারনিক ব্যবস্থার পতনের অন্যতম কারণ হলো মেটারনিক আসলে যুগের আবহাওয়া বুঝতে পারেনি ৷ ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক ছিল ইউরোপে জাতীয় জাগরণের সময়কাল আর এই সময় স্বতঃস্ফূর্তভাবে দর্শন অর্থে মেটারনিক হিংস্রতার পথে হাটে ৷ এ কথা ঠিক যে বিপ্লবকে আপাতভাবে মেটারনিক দমন করলেও জনমানুষের সঞ্চারিত বিপ্লবী আদর্শকে দমন করা মেটারনিক এর পক্ষে সম্ভব হয়নি, আর সম্ভব ছিল না ৷ আসলে রক্ষণশীল মেটারনিক যখন জন্মগ্রহণ করেন পৃথিবী তখন এক নব সূর্য উদয়ের স্বাক্ষর হয়েছিল ৷ এক কথায় পৃথিবীর তখন নবজন্ম লাভ করেছিল ৷ তাই মেটারনিক আক্ষেপ করে বলেছেন," আমার পৃথিবীতে হয় অনেক আগে নয় অনেক পরে আসা উচিত ছিল ৷ যদি আগে আসতাম তাহলে আমি তাকে গড়ে তুলতে সাহায্য করতাম, যদি পরে আসতাম তাহলে তা উপভোগ করতে পারতাম ৷ এখন এক ভঙ্গুর ব্যবস্থার জন্য জীবন দিতে হচ্ছে ৷"

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟