মরগেন থাউ-এর বাস্তববাদী তত্ত্বের ছয়টি নীতি/বাস্তববাদ
আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ মতবাদ হল বাস্তববাদ। মরগেনথাউ তাঁর 'Politics Among Nations' শীর্ষক গ্রন্থে বাস্তববাদের ছয়টি মূল নীতির কথা বলেছেন। সেগুলি হল-
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
- প্রথম নীতি: সমাজের মতো রাজনীতি ও কতকগুলি বিষয়গত আইন দ্বারা পরিচালিত হয়। এইসব আইনের উৎস হল মানুষের প্রকৃতি। এই আইনের ওপর ভিত্তি করে একটি যুক্তিসংগত তত্ত্ব গড়ে তোলা সম্ভব।
- দ্বিতীয় নীতি: রাজনৈতিক বাস্তববাদের অন্যতম প্রধান উপাদান হল জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের ধারণা যুক্তি ও ঘটনার মধ্যে যোগসূত্র বজায় রাখে। জাতীয় স্বার্থের ধারণা আভ্যন্তরীন ও বৈদেশিক রাজনীতি অনুধাবনে সাহায্য করে। সাস্তববাদ যুক্তিনিষ্ঠ বৈদেশিক নীতির একটা তাত্ত্বিক কাঠামো উপহার দিয়েছে।
- তৃতীয় নীতি: জাতীয় স্বার্থ কখনো স্থায়ী নয়। এটি অত্যন্ত নমনীয়। এটি সময় ও স্থানের দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী জাতীয় স্বার্থের পরিবর্তন ঘটে।
- চতুর্থ নীতি: বাস্তববাদ মনে করে রাজনীতির আলোচনা মূল্যবোধ নিরপেক্ষ। কারণ রাষ্ট্র নেতারা মতাদর্শ ও ন্যায় নীতির স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে না। বাস্তববাদ রাজনীতির শ্রেষ্ঠ গুণ হিসাবে বিচক্ষণতা এবং দুরদর্শিতাকে প্রাধান্য দেয়।
- পঞ্চমত, বাস্তববাদ মনে করে একটি বিশেষ রাষ্ট্রের নৈতিক আশা-আকাঙ্ক্ষা বিশ্বজনীন নৈতিক বিধির সমার্থক। কারণ প্রতিটি রাষ্ট্রই সেইসব নৈতিক বিধিতে গ্রহণ করে যেগুলি তার স্বার্থের পক্ষে বিশেষ উপযোগী। বাস্তববাদ মনে করে একজন যুক্তিবাদী রাজনৈতিক ব্যক্তি হলেন একজন ভালো রাজনৈতিক ব্যক্তি।
- ষষ্ঠ নীতি: বাস্তববাদ মনে করে আন্তর্জাতিক রাজনীতি হল একটি স্বতন্ত্র বিষয়। তাই আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষণ করা হয় স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থেকে।
মূল্যায়ন: তবে সমালোচকরা বলেছেন বাস্তববাদ আন্তর্জাতিক বাস্তবতার সঠিক ব্যাখ্যা দিতে পারে না। বাস্তববাদ স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যকে সমর্থন করেছে। বাস্তববাদী তত্ত্বের কার্যকারিতা খুবই সীমিত। এই তত্ত্ব শুধু ক্ষমতার সঙ্গে যুক্ত কাজকর্মের আলোচনা করে।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ মরগেন থাউ-এর বাস্তববাদী তত্ত্বের ছয়টি নীতি/বাস্তববাদ Six principles of Morgenthau's realist theory/realism এই নোটটি পড়ার জন্য