নয়া উদারনীতিবাদ Neoliberalism.

Neoliberalism.

 নয়া উদারনীতিবাদ।


উত্তর:- দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর পর্বে বিশ শতকের সাতের দশকে নয়া উদারনীতিবাদের সূচনা ঘটে। নয়া উদারনীতিবাদী তত্ত্বের মূল প্রবক্তারা হলেন পিটার হাস, কেওহান,জোসেফ নাই, রোজনাউ প্রমুখ।


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

>(ক) বিশ্বায়ন ও নয়া বিশ্বব্যবস্থা: নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মতে বিশ্বায়নের ফলে সারা বিশ্ব জুড়ে এক নয়া ব্যবস্থার সূচনা হয়েছে। বিশ্বায়নের ফলে মূলত বাণিজ্য নীতি চালু হওয়ায় রাষ্ট্রগুলির মধ্যে পুজি বিনিয়োগ বৃদ্ধি, বিশ্ব বাণিজ্যে তাদের অংশগ্রহণ, আমদানি-রপ্তানি বৃদ্ধি, সম্পদের সদ্ব্যবহার, পণ্য উৎপাদনের মান উন্নয়ন ও আধুনিকীকরণ ইত্যাদির গুরুত্ব বেড়ে গেছে। এছাড়া আধুনিক শিল্প প্রযুক্তির বিকাশ, বিভিন্ন বহুজাতিক শিল্প সংস্থার দ্বারা প্রযুক্তি হস্তান্তর প্রভৃতির ফলে পৃথিবীতে এক নয়া অর্থব্যবস্থার সূচনা হয়েছে।


নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকদের মতে বিশ্বায়ন প্রক্রিয়া বিশ্বের অনেক অনুন্নত রাষ্ট্রকে অর্থনৈতিক উন্নতি অর্জন করতে সহায়তা করেছে। বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সহায়তায় উন্নয়নশীল দেশগুলিরও আর্থিক ঋণ ও সাহায্যের ব্যবস্থা হয়েছে। এর ফলে এই দেশগুলির সামাজিক-রাজনৈতিক উন্নয়ন ঘটবে। বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জাতি-রাষ্ট্রের মধ্যেকার সহযোগিতা ও পারস্পরিক নির্ভরশীলতা অর্জন করা সম্ভব।


মূল্যায়ন: নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার কথা বলে থাকে। কিন্তু বাস্তবে বিভিন্ন রাষ্ট্রের সামর্থ্য ও শক্তির মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। ফলে উন্নত ও অনুন্নত রাষ্ট্রের মধ্যেকার প্রভুত্ব ও অধীনতার সম্পর্ক কখনোই নষ্ট হয়ে যায় না।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ নয়া উদারনীতিবাদ Neoliberalism. এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟