ওয়ান বেল্ট ও ওয়ান রোড।
বর্তমান বিশ্বে চীন অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। শিল্পায়ন, শিক্ষা, সংস্কৃতি, সামরিক, অর্থনৈতিক, চিকিৎসা, বিজ্ঞান, যোগাযোগ, মহাকাশ গবেষণা এমনকি বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক ও সামাজিক সেতুবন্ধন প্রতিষ্ঠা করেছে চীন। শিল্পায়ন এমন পর্যায়ে গেছে যে বিশ্বের প্রতিটি দেশের প্রায় প্রতিটি পরিবারে এখন চীনের তৈরি পণ্যসামগ্রী ব্যবহৃত হয়।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
ওয়ান বেল্ট ও ওয়ান রোড: প্রায় দুই হাজার বছর আগে চীনে হান সাম্রাজ্যকালে প্রতিষ্ঠিত হয় 'সিল্ক রুট' নামের ঐঐতিহাসিক বাণিজ্যপথ। ঐ রুট দিয়ে চীনের তৈরি সিল্ক পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হত বলেই রোডের নামকরণ করা হয় সিল্করুট।
ঐ সড়ক পথে শুধু চীন ব্যবসায়ীরাই নয় আরব, তুরস্ক, আর্মেনিয়াসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করত। এত বছর পর সেই ধারণাকে সামনে রেখে ৬৫টি দেশকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' নির্মাণের মহাপরিকল্পনা নিয়েছে চীন সরকার। উদ্দেশ্য সড়ক পথে অল্প খরচে এবং কম সময়ে চীনের পণ্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেওয়া।
মূল্যায়ন: পরিশেষে বলা যায় যে, অর্থনৈতিক উন্নতির কারণে চীন বিশ্বমন্ডলে কার্যত টর্নেডোর গতিতে অগ্রসর হচ্ছে। উদ্দেশ্য সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব প্রদান। সামরিক ও অর্থনৈতিক বুনিয়াদির কারণে এখন চীন এককভাবে যে সিদ্ধান্ত নিতে পারে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো প্রভাবশালী সংস্থার পক্ষেও তা সম্ভব নয়।