ভারতের পূর্বে তাকাও নীতি (Look East Policy)
ঠাণ্ডা যুদ্ধের পর্বে ভারতের বিদেশ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল 'পূর্বে তাকাও নীতি'। ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও এই নীতিটি প্রবর্তন করেন। নরসিংহ রাওয়ের মন্ত্রীসভা পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নতির গতি দেখে ভারতের অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করতে পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়। এর ফলস্বরূপ পূর্বে তাকাও নীতি (Look East Policy) প্রণীত হয়।
বাস্তব প্রয়োগ: ১৯৯০ এর দশকে ভারতের সঙ্গে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া,সিঙ্গাপুরের সঙ্গে অর্থনৈতিক আদান প্রদান শুরু হয়। ১৯৯৭ সালে 'BIMSTEC' চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় হয়। ২০০৩ সালে বালিতে আসিয়ান শীর্ষ সম্মেলনে ভারতের পূবে তাকাও নীতির প্রেক্ষাপটে এক নতুন নজির সৃষ্টি হয়। ভারত ও আসিয়ানের মধ্যে 'মুক্ত বাণিজ্য অঞ্চল' গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১১ সালে বালি সম্মেলনে ভারত আসিয়ানের দেশগুলিকে প্রতিশ্রুতি দিয়েছে যে ২০১৮ সালের মধ্যে ভারত ৫০% শুল্ক হ্রাস করবে।
মূল্যায়ন: তবে ভারতের পূর্বে তাকাও নীতির সাফল্যের পথে বড় বাধা হল চীন ও পাকিস্তান। ভারতের উন্নয়নমুখী অর্থনীডিকে আরো শক্তিশালী করতে হলে পূর্বে তাকাও নীতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।