আধুনিক যুগ কাকে বলে? এই যুগের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর। Modern era

আধুনিক যুগে কাকে বলে? এই যুগের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর। বা, ইতিহাসে একটি যুগকে আর একটি যুগ থেকে কীভাবে পথেক করা যায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও

  আধুনিক যুগ কাকে বলে? এই যুগের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর। বা, ইতিহাসে একটি যুগকে আর একটি যুগ থেকে কীভাবে পথেক করা যায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও  

আধুনিক যুগে কাকে বলে? এই যুগের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর। বা, ইতিহাসে একটি যুগকে আর একটি যুগ থেকে কীভাবে পথেক করা যায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও



 মানব সভ্যতার ইতিহাস সদা পরিবর্তনশীল। আমরা এর আগে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস পড়েছি। এখন আমাদের জানতে হবে আধুনিক যুগের ইতিহাস। কিন্তু সে ইতিহাস জানার আগে আমাদের জানতে হবে 'আধুনিক যুগ' কথাটির অর্থ কী।


আমরা জেনেছি, ১৪৫৩ খ্রিষ্টাব্দে তুর্কীদের হাতে কনস্টান্টিনোপলের পতনের সঙ্গে সঙ্গে ইতিহাসের মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা হয়। কিন্তু মনে রাখতে হবে, ইতিহাসের এই যুগ পরিবর্তন একদিনে হয় নি বা এ কোনো আকস্মিক ঘটনা নয়। এই পরিবর্তন ঘটেছে ধীরে ধীরে, সকলের অলক্ষ্যে। যতদিন না আমাদের জীবনধারায়, চিন্তা-ভাবনায়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় ততদিন আমরা বুঝতে পারি না একটি যুগের সঙ্গে আর একটি যুগের পার্থক্য কী।


সুতরাং ১৪৫৩ খ্রিষ্টাব্দকে ইতিহাসের আধুনিক যুগের সূচনা কাল বলা হলেও এই যুগের প্রভাব অনুভব করতে সময় লেগেছে। তাই ঐতিহাসিকদের মত হল, ১৪৫৩ খ্রিষ্টাব্দ থেকে শুরু করে ১৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়সীমাকে আধুনিক যুগের সূচনা-কাল এবং ঐ সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে আধুনিক যুগে বলা হয়।


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟