চিনের ম্যান্ডারিন ব্যবস্থার সম্পর্কে আলোচনা কর।
প্রাচীনকাল থেকে চীনে শক্তিশালী রাজতান্ত্রিক প্রশাসন প্রতিষ্ঠাতে সেখানকার ম্যান্ডারিন নামক আমলাশ্রেণির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি'ম্যান্ডারিন' শব্দের উৎপত্তি হয়েছে পর্তুগিজ 'ম্যান্ডারিম থেকে।'ম্যান্ডারিন' শব্দের দ্বারা মূলত উচ্চ প্রশাসনিক কর্তা বা অফিসারদের বোঝানো হত। তাই ম্যান্ডারিন বলতে চীন কোরিয়া ও ভিয়েতনামের পন্ডিত আমলাদের বোঝানো হত, যারা প্রশাসনের কার্যসম্পাদনের পাশাপাশি কাব্য সাহিত্য ও কনফুসীয় দর্শন চর্চা করেন।
ম্যান্ডারিন ব্যবস্থার বৈশিষ্ট্য:-
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ম্যান্ডারিনদের নিযুক্ত করা হত। নিযুক্ত হওয়ার আগে ম্যান্ডারিন পদপ্রার্থী দের শিক্ষাদীক্ষা বিচার করা হত। অপরাধী, পাহারাদার, ভিক্ষুক, গায়ক ক্রীতদাসরা এই পদের যোগ্য ছিল না। ম্যান্ডারিন পদপ্রার্থীকে রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা, চীনা ঐতিহ্য তথা কনফুসীয় আদর্শ উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে পরীক্ষায় ম্যান্ডারিনদের নিযুক্ত করা হত। তারা কাজে অবহেলা করলে বা দুর্নীতিতে জড়িয়ে পড়লে প্রমাণ সাপেক্ষে চিনা সম্রাট তাদেরকে পদ থেকে সরিয়ে দিতেন।
চীনা সমাজের যে কোন স্তর ও গোষ্ঠীর পুরুষরাই ম্যান্ডারিন নির্বাচনের এই পরীক্ষায় অংশ নিতে পারতেন। মেধাই ছিল নিয়োগের মূল শর্ত। এর মাধ্যমে এক মেধাভিত্তিক কর্মচারী শ্রেণী গড়ে উঠেছিল যা দীর্ঘ মেয়াদে রাষ্ট্রকে সুরক্ষিত রাখা এবং রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে বিশেষ সহায়ক হয়েছিল।
পদমর্যাদা অনুযায়ী ম্যান্ডারিনরা উচ্চপদস্থ ও সাধারণ এই দু ভাগে বিভক্ত ছিল। উচ্চপদস্থরা সম্রাটের প্রধানমন্ত্রীর সমগোত্রীয় তারা চিনা সম্রাটকে প্রত্যক্ষভাবে সাহায্য করতেন এবং পরামর্শ দিতেন। অপরদিকে উচ্চপদস্থদের অধীনে থাকতেন সাধারণ ম্যান্ডারিন।
ম্যান্ডারিনদের মূলত রাজস্ব সংগ্রহ, আইনশৃঙ্খলা রক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করা, রাজাকে বিভিন্ন কাজে পরামর্শ দেওয়া, অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য তদারকি করা, অর্থনৈতিক ক্ষেত্রকে সচল রাখা, সাহিত্য সংস্কৃতি উন্নতি করা ইত্যাদি যাবতীয় দায়িত্ব পালন করতে হত।
পন্ডিত আমলা ম্যান্ডারিনরা দীর্ঘদিন চীনের প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিলেও 1911 খ্রিস্টাব্দে কিংবা চিং শাসনের পতনের পর ম্যান্ডারিন ব্যবস্থার অবসান ঘটে। এই ব্যবস্থা অষ্টাদশ শতাব্দী থেকেই দুর্বল হতে শুরু করেছিল এবং ক্রমে 1905 খ্রিস্টাব্দে ম্যান্ডারিনদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বন্ধ হয়ে যায়।