বঙ্গভঙ্গের (1905) প্রকৃত উদ্দেশ্য কি বা,বঙ্গ ভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ?
উনিশ শতকের দ্বিতীয় পর্ব থেকে ব্রিটিশ শাসকগোষ্ঠী শিক্ষিত বাঙালির মধ্যে জাতীয়তাবাদী ভাবধরার দ্রুত প্রসার দেখেন ভীত হয়ে পড়ে, সাম্রাজ্যবাদী, স্বৈরাচারী গভর্নর জেনারেল লড কার্জন এই ভীতি থেকেই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন । তিনি বাঙলা প্রেসিডেন্সকে (1905 খ্রিঃ ১৩ অক্টোবর) পূর্ববঙ্গ ও আসাম, ও বঙ্গদেশ নামে দুটি প্রদেশে ভাগ করেন ৷ পরবর্তী বড় লার্ট মেন্টে বঙ্গভঙ্গের স্বপক্ষ্যে বলেছিলেন রাজনৈতিক কৌশল রুপে বঙ্গ ব্যবচ্ছেদ নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল, সরকরের সিদ্ধান্তে ব্রিটিশ প্রকাশ্য উদ্দেশ্য রূপে যা ঘোষণা করা হয়েছিল ৷ তার আড়ালে লুকিয়ে ছিল প্রকৃত কত উদ্দেশ্যে, এই প্রকাশ্য উদ্দেশ্য গুলি হল-
- ভৌগলিক বিচারের আয়তনে ৪৩ হাজার ৯০০ বর্গ মাইল এলাকায় প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ লোক সংখ্যা বিশিষ্ট বঙ্গ প্রদেশটিকে একজন গভর্নরের অধীনে শাসন করা সম্ভব নয় ৷ তাই সরকারি তরফে বঙ্গভঙ্গের পরিকল্পনা নেওয়া হয় ।
- আসামাকে বাংলা থেকে আলাদা করেছিলে আসামের সার্বিক উন্নয়ন ঘটবে বলে ৷
- স্বতন্ত্র প্রদেশ রূপে আসাম গঠিত হলেও সেখানে দক্ষ প্রশাসনের অভাব ছিল । আসাম পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হলে সে অভাব পূরণ হবে ।
- বাংলার যাবতীয় উন্নয়ন কলকাতা কেন্দিক হওয়ার পূর্ববঙ্গ আসাম ওড়িশা সেই অর্থে উন্নতির অভাত ছিল ৷ তাই বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গের ঢাকাকে রাজধানী কারে উন্নয়ণ ঘটানো সম্ভব হবে।
- মুসলিম প্রধান পূর্ববঙ্গ ও হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ আলদা অস্তিত্ব রূপে আত্মপ্রকাশ করলে চাকরি ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে মুসলিমদের সুযোগ সুবিধা অনেক বেড়ে যাবে।
কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য ছিল---
- বঙ্গভঙ্গের মাধ্যমে কার্জন চেয়েছিলেন হিন্দু ও মুসলিম দের মধ্যে বিভেদ সৃষ্টিকরে বাঙালির সংহতিকে বিনস্ট করতে চেয়েছিলেন । উনিশ শতক থেকেই বাংলার মণিষিগণ নবজাতীয়তা বোধ ও নবজাগরণের যে সূচনা ঘটিয়ে ছিলেন তার প্রভাব পড়েছিল সারা ভারতেই ৷ বাংলার ঐক্যের বিনাশের প্রয়োজন প্রসঙ্গে রিজলি অফ অফিসিয়াল নোটে লিখোইলেন- ঐক্যে বদ্ধ বাংলা এটা বিরাট শক্তি । বাংলা বিভক্ত হলে এই ঐক্য থাকবেনা । আমাদের লক্ষ্য সংবদ্ধ, শত্রুভাবনাকে খন্ডকরে দুর্বল করে ফোলা।
- জাতীয় কংগ্রেসের শ্রোণকেন্দ্র ছিল কলকাতা। তখন কলকাতা থেকেই কংগ্রেস দল সমগ্র ভারতে আন্দোলন পরিচালনা করত। তাই কার্জন চেয়েছিলে বঙ্গবিভাজনের দ্বারা পূর্বকল্প ও পশ্চিমবঙ্গকে আলাদাকরে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসের ওপর আঘাত আনা ।
- বাংলাদেশ ভাগের মাধ্যমে মুসলমান ও হিন্দু এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটিয়ে পরোক্ষভাবে ভারতীয় জাতীয়তাবাদকে হীনবল ও পঙ্গু করেদিয়ে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত বৃদ্ধিকরতে চেয়েছিলেন কার্জন, জাতীয়তাবাদীদের মতে সাম্রাজ্যবাদী কার্জন ব্রিটিশ শাসন ও বিভাজনের নীতিকে আড়ালে করার জন্যই প্রশাসনিক সুবিধাগত মুক্তি গুলি উপস্থাপিত করে ।
তোমাকে অনেক ধন্যবাদ বঙ্গভঙ্গের (1905) প্রকৃত উদ্দেশ্য কি The real purpose of the partition of Bengal এই নোটটি পড়ার জন্য