বঙ্গভঙ্গের (1905) প্রকৃত উদ্দেশ্য কি The real purpose of the partition of Bengal

বঙ্গ ভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ?

বঙ্গভঙ্গের (1905) প্রকৃত উদ্দেশ্য কি বা,বঙ্গ ভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ? 

বঙ্গভঙ্গের (1905) প্রকৃত উদ্দেশ্য কি The real purpose of the partition of Bengal
উনিশ শতকের দ্বিতীয় পর্ব থেকে ব্রিটিশ শাসকগোষ্ঠী শিক্ষিত বাঙালির মধ্যে জাতীয়তাবাদী ভাবধরার দ্রুত প্রসার দেখেন ভীত হয়ে পড়ে, সাম্রাজ্যবাদী, স্বৈরাচারী গভর্নর জেনারেল লড কার্জন এই ভীতি থেকেই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন । তিনি বাঙলা প্রেসিডেন্সকে (1905 খ্রিঃ ১৩ অক্টোবর) পূর্ববঙ্গ ও আসাম, ও বঙ্গদেশ নামে দুটি প্রদেশে ভাগ করেন ৷ পরবর্তী বড় লার্ট মেন্টে বঙ্গভঙ্গের স্বপক্ষ্যে বলেছিলেন রাজনৈতিক কৌশল রুপে বঙ্গ ব্যবচ্ছেদ নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল, সরকরের সিদ্ধান্তে ব্রিটিশ প্রকাশ্য উদ্দেশ্য রূপে যা ঘোষণা করা হয়েছিল ৷ তার আড়ালে লুকিয়ে ছিল প্রকৃত কত উদ্দেশ্যে, এই প্রকাশ্য উদ্দেশ্য গুলি হল-


  • ভৌগলিক বিচারের আয়তনে ৪৩ হাজার ৯০০ বর্গ  মাইল এলাকায় প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ লোক সংখ্যা বিশিষ্ট বঙ্গ প্রদেশটিকে  একজন গভর্নরের অধীনে শাসন করা সম্ভব নয় ৷ তাই সরকারি তরফে বঙ্গভঙ্গের পরিকল্পনা নেওয়া হয় ।
  • আসামাকে বাংলা থেকে আলাদা করেছিলে আসামের সার্বিক উন্নয়ন ঘটবে বলে ৷
  • স্বতন্ত্র প্রদেশ রূপে আসাম গঠিত হলেও সেখানে দক্ষ প্রশাসনের অভাব ছিল । আসাম পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হলে সে অভাব পূরণ হবে । 
  • বাংলার যাবতীয় উন্নয়ন কলকাতা কেন্দিক হওয়ার পূর্ববঙ্গ আসাম ওড়িশা সেই অর্থে উন্নতির অভাত ছিল ৷ তাই বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গের ঢাকাকে রাজধানী কারে  উন্নয়ণ ঘটানো সম্ভব হবে।
  • মুসলিম প্রধান পূর্ববঙ্গ ও হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ আলদা অস্তিত্ব রূপে আত্মপ্রকাশ করলে  চাকরি ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে মুসলিমদের সুযোগ সুবিধা অনেক বেড়ে যাবে।

কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য ছিল---


  1. বঙ্গভঙ্গের মাধ্যমে কার্জন চেয়েছিলেন হিন্দু ও মুসলিম দের মধ্যে বিভেদ সৃষ্টিকরে বাঙালির সংহতিকে বিনস্ট করতে চেয়েছিলেন । উনিশ শতক থেকেই বাংলার মণিষিগণ নবজাতীয়তা বোধ ও নবজাগরণের যে সূচনা ঘটিয়ে ছিলেন তার প্রভাব পড়েছিল সারা ভারতেই ৷ বাংলার ঐক্যের বিনাশের প্রয়োজন প্রসঙ্গে রিজলি অফ অফিসিয়াল নোটে লিখোইলেন- ঐক্যে বদ্ধ বাংলা এটা বিরাট শক্তি । বাংলা বিভক্ত হলে এই ঐক্য থাকবেনা । আমাদের লক্ষ্য সংবদ্ধ, শত্রুভাবনাকে খন্ডকরে দুর্বল করে ফোলা। 
  2. ​জাতীয় কংগ্রেসের শ্রোণকেন্দ্র ছিল কলকাতা। তখন কলকাতা থেকেই কংগ্রেস দল সমগ্র ভারতে আন্দোলন পরিচালনা করত। তাই কার্জন চেয়েছিলে বঙ্গবিভাজনের দ্বারা পূর্বকল্প ও পশ্চিমবঙ্গকে আলাদাকরে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসের ওপর আঘাত আনা ।
  3. ​বাংলাদেশ ভাগের মাধ্যমে মুসলমান ও হিন্দু এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটিয়ে পরোক্ষভাবে ভারতীয় জাতীয়তাবাদকে হীনবল ও পঙ্গু করেদিয়ে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত বৃদ্ধিকরতে চেয়েছিলেন কার্জন, জাতীয়তাবাদীদের মতে সাম্রাজ্যবাদী কার্জন ব্রিটিশ শাসন ও বিভাজনের নীতিকে আড়ালে করার জন্যই প্রশাসনিক সুবিধাগত মুক্তি গুলি উপস্থাপিত করে ।
তোমাকে অনেক ধন্যবাদ বঙ্গভঙ্গের (1905) প্রকৃত উদ্দেশ্য কি The real purpose of the partition of Bengal এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟