ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর Mazzini, Cavour and Garibaldi in establishing the unity of Italy

ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর

ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর

ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর

উনবিংশ শতাব্দীর ত্রিরিশ এর দশকে শুরুতে ইতালির ঐক্য আন্দোলন এক ধ্রুবতারার আবির্ভাব হয় তিনি ছিলেন জোসেফ মাৎসিনি ৷ তিনি ছিলেন সুলেখক, চিন্তাবিদ ও দেশপ্রেমিক ৷ ঐতিহাসিক হ্যাডেনের মতে ,"মাৎসিনি ছিলেন ইতালির পুনর্জাগরণের আধ্যাত্মিক শক্তি ৷"
ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর Mazzini, Cavour and Garibaldi in establishing the unity of Italy
ইতালীয় বিপ্লবী আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী নেতা জিউসেপ্পে মাজিনি । তাঁর চিন্তাভাবনা পরবর্তী সময়ের অনেক রাজনীতিবিদকে প্রভাবিত করেছিল, যাদের মধ্যে উড্রো উইলসন , ডেভিড লয়েড জর্জ , মহাত্মা গান্ধী , গোল্ডা মেয়ার এবং জওহরলাল নেহেরু উল্লেখযোগ্য।


দেশবাসীকে স্বাধীনতা অর্জনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য মাৎসিনি ১৮৩১ সালে ইয়ং ইতালি নামে একটি দল গঠন করেন ৷ এই দলের আদর্শ ছিল স্বাধীনতা ঐক্য গণতন্ত্র সাম্য ও মানবতা অখন্ড ও ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠা এই দলের মূল লক্ষ্য ছিল ৷ তার বাণী ছিল"Never rise in any other name than that of italy and all of italy ৷" তিনি ছিলেন গভীরভাবে জাতীয়তাবাদী ৷ তিনি উপলব্ধি করেছিলেন স্বাধীনতা ও ঐক্যবদ্ধ ইতালীয় প্রজাতন্ত্র স্থাপনের পথে প্রধান বাধা হল অস্ট্রিয়ার সাম্রাজ্যবাদ। সুতরাং ইতালির উপর থেকে অস্ট্রিও কর্তৃত্বের বিলোপ ঘটালেই ঐক্যবদ্ধ ইতালি গঠনে সম্ভব হবে ৷ এর ফলে অস্ট্রিও উপনিবেশ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে ৷  ইতালি দলের নেতৃত্বে এই গন আন্দোলন"Risorgigimento" নামে বিখ্যাত ৷ মাৎসিনির আদর্শের দ্বারা পরিচালিত এই গণনা আন্দোলন পূর্ণতা পায় ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ৷
ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর Mazzini, Cavour and Garibaldi in establishing the unity of Italy
মিলানের পাঁচ দিন , ১৮-২২ মার্চ ১৮৪৮

১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে তার ঢেউ ইতালিতে এসে পৌঁছায় ৷ ইতালির সর্বোচ্চ গণ আন্দোলন ছড়িয়ে পড়ে ৷ মাৎসিনির নেতৃত্বে ইয়ং ইতালি দল ইতালির ঐক্য আন্দোলনে চালিকাশক্তি হয়ে ওঠে ৷ রোমে গণঅভ্যুত্থান শুরু হলে পোপ পলায়ন করে ৷ মাৎসিনির নেতৃত্বে রোম ও টাস্কনিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় । কিন্তু ইতালীয় মানুষের এই বিদ্রোহর সাফল্য ছিল সামরিক কিছুদিনের মধ্যে অস্ট্রিয়া ও ফ্রান্সের সেনাবাহিনী বিদ্রোহী দমন করে ৷ পোপকে তার হৃত ক্ষমতা ফিরিয়ে দেয়, ক্রমে প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেয়া হয় ৷ মাৎসিনি লন্ডনে আশ্রয় নেয় ৷


স্বাধীনতা অর্জনের ব্যর্থ হলেও ইতালির ঐক্য আন্দোলনের মাঝখানের অবদান কখনো অস্বীকার করা যায় না । ইতালির মানুষের মনে দেশপ্রেম ও জাতীয়তা বোধের সঞ্চার করে তিনি ইতালির স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেন ।

ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর Mazzini, Cavour and Garibaldi in establishing the unity of Italy
সান মার্কো প্রজাতন্ত্রের ঘোষণার পরে ড্যানিয়েল মানিন এবং নিকোলো টমাসেও

ক্যাভুর


 ইতালির ঐক্য আন্দোলনের রক্ষণশীল গোষ্ঠীর অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন কাউন্ট ক্যাভুর ৷ ১৮৫২ সালে তিনি শ্যাডিনিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হলে ইতালির রাজনীতিতে তার প্রভাব সামগ্রিকভাবে বৃদ্ধি পায় ৷ ক্যাভুর কার্য পদ্ধতির প্রথম ধাপ ছিল স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে পিডমন্ড শার্টেনিয়ার রাজ্যকে গড়ে তোলা ৷ তিনি কৃষি শিল্প বাণিজ্যের আধুনিকরণ, রেলপথ নির্মাণ, সামরিক বাহিনীর পুনর্গঠন প্রভৃতি নানা সংস্কারের মাধ্যমে পিডমন্ড শার্ট ইনিয়ার শক্তি বৃদ্ধি করেন ৷


পিডমন সাডেনিয়াকে পুনগঠিত করার পর ক্যাভুর অস্ট্রিয়ার হাত থেকে ইতালিকে মুক্ত করতে তৎপর হন ৷ ১৮৫৪ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয় ৷ এই যুদ্ধে ক্যাভুর রাশিয়ার বিপক্ষে ইংল্যান্ড ও ফ্রান্স ও তুরস্কের পক্ষে যোগদান করেন ৷ ১৮৫৬ সালে যুদ্ধের অবসান ঘটলে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ ক্যাভুর প্যারিসে শান্তি সম্মেলনে ইতালির অনৈক্য সমস্যাকে আন্তর্জাতিক সমস্যার পরিণত করে ৷


সন্ধি স্বাক্ষর করে দেশে ফিরে ক্যাভুর নানাভাবে অস্ট্রিয়াকে যুদ্ধের জন্য প্ররোচনা দিতে থাকে, উত্তেজিত অস্ট্রিয়া ১৮৫৯ সালে পিডমন্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৷ এই যুদ্ধে ফ্রান্স পিডমন্ডের পক্ষে নেয় ৷ শেষ পর্যন্ত ফরাসি রাজা তৃতীয় নেপোলিয়ান হঠাৎ ক্যাভুরকে গোপন করে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লাফ্রাঙ্ক সন্ধি স্বাক্ষর করে যুদ্ধ থেকে সরে আসেন ৷ এই যুদ্ধ শেষ পর্যন্ত পিডমন্ড,লম্বার্ডি ও মিলান উদ্ধার সফল হয় ৷ তবে ভেনিস অস্ট্রিয়া দখলে চলে যায় ৷ অস্ট্রিয়া ও পিঠমন্ড যুদ্ধ চলাকালে ইতালি তাসকানি, মোজনা,পার্মা ও রোমে ব্যাপক গণ আন্দোলন শুরু হয় ৷ এই রাজ্যগুলি সঙ্গে সংযুক্তির ইচ্ছা প্রকাশ করলে ফ্রান্স ও অস্ট্রিয়া আপত্তি জানায় । কিন্তু ক্যাভুর ফ্রান্সকে স্যাভায় ও নিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে ফ্রান্স আপত্তি প্রত্যাহার করে নেয় ৷ ফলে উত্তর ভেনিস ও পোপের রোম ব্যতীত সমগ্র উত্তর ও মধ্য ইতালি পিডমন্ডের পতাকা তলে ঐক্যবদ্ধ হয় ৷


ক্যাভুর তার মৃত্যুর আগে প্রায় সমগ্র ইতালিকে ঐক্যবদ্ধ করতে সফল হয় ৷ তার মৃত্যুর কিছুকালের মধ্যেই ভেনিসিয়া ও রোম ইতালির অধিকার আছে ৷ তার সুযোগে নেতৃত্বকেই ইতালীয় ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয় । 


গ্যারিবল্ডিঃ

ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মাৎসিনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা কর Mazzini, Cavour and Garibaldi in establishing the unity of Italy
১৮৩৩ সালে ইয়ং ইতালির সদর দপ্তরে গ্যারিবাল্ডি এবং মাজিনির মধ্যে প্রথম সাক্ষাৎ

ইতালির ঐক্য আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা হলেন গ্যারিবল্ডি ৷ বুরবো রাজা দ্বিতীয় ফ্রান্সের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন শুরু করে ও সিসিলি প্রদেশের মানুষজন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তারা দেশপ্রেমিক বীর গ্যারিবল্ডির কাছে আবেদন জানায় ৷


গ্যারিবল্ডি মাত্র ১০৯০ জন লাল কুর্তা বাহিনীর গরিলা সদস্যদের নিয়ে দক্ষিণ ইতালিত অভিযান চালায় ৷ এই যুদ্ধে ২৫ হাজার পূর্ব সেনাকে হারিয়ে তিনি শিশিলি জয় করেন ৷ এরপর তিনি নিজেকে সিসিলির ডিটেক্টর রূপে ঘোষণা করেন ৷ গ্যারিবল্ডি তোরিনা ও ফ্রাঙ্কলিন নামক দুটি জাহাজ করে তার গরিলা বাহিনীর দ্বারা নেপলস জয়ের প্রচেষ্টা চালান । গ্যারিবল্ডির উদ্দেশ্য ছিল পোপের কাছ থেকে সাম্রাজ্য উদ্ধার করা এবং দক্ষিণ ইতালিকে স্বাধীন প্রজাতন্ত্র রূপে প্রতিষ্ঠা করা ৷



গ্যারিবল্ডি পপের কাছ থেকে সাম্রাজ্য উদ্ধার করেননি বা দক্ষিণ ইতালিতে স্বাধীন প্রজাতন্ত্র গড়ে তোলেনি ৷ ক্যাভুরের পরামর্শ অনুযায়ী ইমানুয়েল গ্যারিবল্ডির বশ্যতা মেনে নিলে তিনি সিসিলি ও নেপালস এর অধিকার ত্যাগ করেন ৷ আর এই আত্মত্যাগের জন্যই ইতালি এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি পায় । গ্যারিবল্ডির মতো খাঁটি দেশ প্রেমিকের কাছে নিজের স্বার্থ ও ক্ষমতা অপেক্ষা মাতৃভূমির স্বাধীনতা ও ঐক্যের মূল্য ছিল অনেক বেশি ।

ছবির সূত্রঃ- উইকিপিডিয়া

ইতিহাসের কন্ঠস্বর /itihasherkonthoshor

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟