উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা সংগীত সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর Advances in painting, music, literature, and science in the first half of the 19th century

উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা সংগীত সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর Advances in painting, music, literature, and science in the first

উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা,সংগীত, সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর

উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা,সংগীত, সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর


সাহিত্য ও চিত্রকলা 
উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা সংগীত সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর Advances in painting, music, literature, and science in the first half of the 19th century
উইলিয়াম ব্লেক , দ্য লিটল গার্ল ফাউন্ড , সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে , ১৭৯৪


বিজ্ঞানে রোমান্টিকতাঃ

উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা সংগীত সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর Advances in painting, music, literature, and science in the first half of the 19th century
জন উইলিয়াম ওয়াটারহাউস , দ্য লেডি অফ শ্যালট , ১৮৮৮, টেনিসনের একটি কবিতার পর

উনিশ শতকের বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায়, চার্লস ডারউইনের বিবর্তনবাদ এর তথ্য এক গভীর চিন্তার প্রকাশ ৷ তিনি প্রচার করেন যে জগতের প্রত্যক্ষ স্থানের প্রানী বা উদ্ভিদ অভিযোজনের ফলে স্থান উপযোগী বৈশিষ্ট্যের অধিকারী হয় । অভিযোজন ক্ষমতার গুণ বা দোষের উপর কোন প্রজাতির অস্তিত্ব বা বিলুপ্তি নির্ভর করে ৷

জার্মান বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিক বস্তুবাদ তত্ত্বের দ্বারা পদার্থবিজ্ঞানী বৈপ্লবিক ঘটিয়েছিলেন ৷ এই তথ্যের মূল কথা হলো প্রকৃতিতে যা নির্দিষ্ট ও অপরিবর্তনীয় বলে মনে হয় তা বাস্তবে নাও হতে পারে ৷ যে যেটিকে যেমনভাবে দেখে তার উপর নির্ভর করে সে বিষয়ে নির্দিষ্ট রূপ ৷

অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছেন মানুষের মনে তিনটি স্তর আছে যথা সংজ্ঞান,অন্ত জ্ঞান,মীর জ্ঞান ৷ আমাদের অতিরিক্ত কামনা-বাসনের স্বপ্নের মধ্যে পরিতৃপ্ত লাভের চেষ্টা করে ৷ তিনি স্বপ্নকে দুই ভাগে ভাগ করেছেন শিশুদের স্বপ্ন এবং পরিণত ব্যক্তির স্বপ্ন ৷


সংগীতে রোমান্টিকতাঃ

উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা সংগীত সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর Advances in painting, music, literature, and science in the first half of the 19th century
লুডভিগ ভ্যান বিথোভেন , ১৮২০

সংগীতেও রোমান্টিকতার প্রভাব লক্ষ্য করা ৷
জার্মান সঙ্গীতজ্ঞ ও সূরোশ্রষটার লুডউইক বিথোপেন পুরানো ক্লাসিক সংগীতের বাঁধন ছেড়ে আবেগ অনুভূতির দ্বারা অনুরঞ্জিত নতুন ধারার সংগীত প্রবর্তন করেন ৷ বিথোভেন  সাতটি সিম্ফনি রচনা করেন ৷ সংগীতের মাধ্যমে মানুষের ব্যক্তিগত ভাবাবেগ কিভাবে প্রকাশ করা যায় বিথোভেন তা সুরের মাধ্যমে দেখিয়েছেন ।


জার্মান রোমান্টিক সঙ্গীতজ্ঞ সুবাট সংগীতকে  মনের নানা ভাব প্রকাশের একটি বিশেষ ভাষা বলে মনে করেন ৷ তার সিম্ফনি ও কোয়াট্রের্ড গুলি সবই গীতিকাব্যের ধর্মী সুর সৃষ্টি ছাড়া কাব্যময় সংগীত রচনাতে তিনি ছিলেন সিদ্ধহস্ত ৷ জার্মান রোমান্টিক সংগীত ভাগনার সংগীতে সিন্থেনিসের অবতারণা করেন ৷ ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমিতে রচিত তার অবরোধ ভূমি উপস্থাপনা ছিলেন অনবদ্য । ভাগনারের সঙ্গীতে একধারে কল্পনা হাওয়ারে দার্শনিকতা মেলোডির ঝংকার প্রভৃতি উপলব্ধি লাভ স্তোত্র ঘটে ৷


স্থাপত্য রোমান্টিকতাঃ

উনিশ শতকের প্রথমার্থে চিত্রকলা সংগীত সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর Advances in painting, music, literature, and science in the first half of the 19th century
চার্লস গার্নিয়ার (১৮৬১-১৮৭৫) -এর প্যারিস অপেরার গ্র্যান্ড সিঁড়ি

ঊনবিংশ শতকে ইংল্যান্ডের স্থাপত্য করার ক্ষেত্রে ঐতিহ্যগত বাধা বর্জন করে চৌনিক ও তথাকথিত গঠিত শিল্পশৈলীর গ্রহণের চেষ্টা হয় । হোরেস ওয়ালপোল তার,"কাসল অব ওট্রানাটায়" সর্বপ্রথম গথিত স্থাপত্যের প্রতি আগ্রহ দেখান ৷ ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার প্রাসাদ পার্লামেন্ট ভবনের নির্মাণের রোমান্টিক শৈলী ও গথিত শৈলির প্রভাব লক্ষ্য করা যায় ৷ ফ্রান্সের ভয়োলেট লে-ডাক গথিত রীতিতে বিখ্যাত নটরডাম গির্জার পুনঃনির্মাণ করে ৷

রোমান্টিকতার যুগে ইউরোপের ভাস্কর্যের ও বিকাশ ঘটেছিল ৷ এই যুগের প্রখ্যাত ভাস্কর্যদের মধ্যে একটি মানসিক পরিবর্তন ঘটেছিল ৷ সুন্দরী নগ্ন রমনী দেহের মডেল মন্ডিত ভাস্কর্যকে ক্লাসিক ধর্মী বলে এরা পরিত্যাগ করেন ৷ তার জায়গায় দরিদ্র শ্রমজীবীর জীবন যাপন,গৃহহীন কোয়সারদের বাসস্থানকে এরা ভাস্কর্যের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেন ৷


মৌলিক প্রতিভার উপর গুরুত্ব আরোপ করে রোমান্টিকতা বাদ সমাজ অপেক্ষা মানুষের ব্যক্তিত্বকে শ্রেষ্ঠ আসন দেয় ৷ মানুষের স্বাধীন চিন্তা ধারার ওপর বিধি-নিষেধ রোম্যান্টিক কতাবাদের নিন্দিত হয়েছিল ৷ প্রকৃতপক্ষে রোমান্টিক আন্দোলনের মূলে এই গ্রিকদের স্বাধীনতা সংগ্রামের অবদান ছিল অনস্বীকার্য ৷


ছবির সূত্রঃ- উইকিপিডিয়া

ইতিহাসের কন্ঠস্বর /itihasherkonthoshor

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟