প্রাক্-পুনঃস্থাপন জাপানে ডাইমোদের ভূমিকা আলোচনা করো।
সোগান যুগে জাপানী সমাজ কয়েকটি সুনির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত ছিল, যথা সম্রাট বংশ, কুজে বংশ, সোগান শাসকবংশ, ডাইমো সম্প্রদায়, সামুরাই এবং সর্বনিম্নে সাধারণ শ্রেণী। কুজেরা ছিলেন রাজসভার সম্ভ্রান্ত বংশীয় ও উচ্চেপদস্থ সভাদসবর্গ।
কুজেদের নীচে ছিল ডাইমো বা জমিদার শ্রেণী। কুজেরা যেমন ছিলেন রাজদরবারের সম্ভ্রান্ত সভাসদ, ডাইমোরা তেমন ছিলেন আঞ্চলিক অভিজাত সম্প্রদায় বা দেশের বিভিন্ন জমিদারীর ভারপ্রাপ্ত উচ্চপদস্থ জমিদার। এঁরা কারো (Karo) নামক এক শ্রেণীর কর্মচারীর মাধ্যমে জমিদারী শাসন করতেন।
ডাইমোদের মধ্যে উচ্চ-নীচ শ্রেণীভেদ ছিল। ডাইমোদের সংখ্যা ছিল প্রায় তিনশত। এবং তাদের অধীনে ছিল প্রায় চার লক্ষ সশস্ত্র প্রহরী। এরা সামুরাই নামে পরিচিত ছিল। ফুজিয়ারা বংশের প্রশাসনিক দুর্বলতা ও অযোগ্যতার সুযোগ নিয়ে যে সব স্থানীয় উচ্চাকাঙ্ক্ষী নেতা নিষ্কর ভূসম্পত্তি জবরদখল করেন, তাঁরাই ছিলেন টকুগাওয়া যুগের ডাইমোদের পূর্বপুরুষ।
৬৪৫ খ্রিঃ তাইকোয়া সংস্কারের ফলে ধান চাষের উপযোগী জমি শাসক ও শাসিত শ্রেণীর মধ্যে বণ্টন করা হয়। তখন ১৫ শতাংশ জমি ছিল আবাদের উপযোগী, অবশিষ্ট ৮৫ শতাংশ ছিল অনাবাদী। এই অনাবাদী জমি জবরদখলের পরিণামে পরবর্তীকালে ডাইমোদের উদ্ভব হয়। অনাবাদী জমি ছিল নিষ্কর। ফলে অল্প দিনের মধ্যেই ডাইমোগণ অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়ে ওঠেন। ডাইমোগণ শুধুমাত্র জমিদার ছিলেন না, তাঁরা সোগানদের শাসনকার্যে সাহায্য করতেন। কোনো কোনো ক্ষেত্রে তারী প্রাদেশিক শাসনকর্তাও নিযুক্ত হতেন।
ডাইমো ছিলেন ভূস্বামী বা জমিদার, যাঁর ভোগদখলীকৃত জমিদারীর বার্ষিক আয় ছিল দশ হাজার বা তাঁর চেয়ে বেশি কোকু ধান ও অন্যান্য শস্য। এক 'কোকু' হল প্রায় পাঁচ 'বুশেল'। ঐতিহাসিক হল (Hall)-এর বিবরণ থেকে জানা যায় যে, ডাইমোদের মধ্যে মাত্র ২২ জন ছিলেন 'বৃহৎ ডাইমো' যাদের শস্যোৎপাদনের মোট পরিমাণ ছিল দু-লক্ষ কোকু অপেক্ষাও বেশী।
ডাইমোদের মধ্যে অর্ধেকের চেয়েও বেশি সংখ্যকের শস্যোৎপাদনের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার কোকুর কম। সপ্তদশ শতকের গোড়ার দিকে ডাইমোদের মোট সংখ্যা ছিল ২৯৫। পরিবর্তীকালে এই সংখ্যা যথেষ্ট হ্রাস পায়। অষ্টাদশ শতকে ফুডাই নামে পরিচিত ডাইমোদের সংখ্যা ছিল ১৪৫ এবং টোজামা নামে পরিচিত ডাইমোদের সংখ্যা ছিল ৯৭।
১৪৫ জন ফুডাই-এর জমিতে গড়ে প্রতি বছর শস্যোৎপাদনের পরিমাণ ছিল ৬৭ মিলিয়ন কোকু, এবং ৯৭ জন টোজামার জমিতে মোট উৎপন্ন শস্যের পরিমাণ ছিল ৯৮ মিলিয়ন কোকু। ফুডাই ও টোজামার মোট সংখ্যা পরবর্তীকালে কিছু পরিবর্ত হয়। টকুগাওয়া সোগানদের পতনের প্রাক্কালের তাদের সংখ্যা দাঁড়ায় যথাক্রমে ১৭৬ ও ৮৬ অর্থাৎ ২৬২। কিন্তু এই সময় ডাইমোগণ দারুণ অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হন এবং টোজামা ডাইমোগণ সোগানদের বিপক্ষে আন্দোলনকারীর ভূমিকা গ্রহণ করে।