ক্যারোলিঞ্জিয় সংস্কৃতি সম্পর্কে কি জানো Carolingian culture

ক্যারোলিঞ্জিয় সংস্কৃতি সম্পর্কে কি জানো

 ক্যারোলিঞ্জিয় সংস্কৃতি সম্পর্কে কি জানো

ক্যারোলিঞ্জিয় সংস্কৃতি সম্পর্কে কি জানো

ক্যারোলিঞ্জিয় সাংস্কৃতিক উৎকর্ষ তাৎপর্যালোচনা করা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিণত হয়ে থাকে ৷ কারন ক্যারিলিঞ্জিয় ও রেনেসাঁস যে আলোক দৃষ্টি তার প্রেক্ষাপট রচিত হয়েছিল সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনের হাত ধরে শিক্ষা, সাহিত্য,শিল্প,স্থাপত্য, যুক্তি বিপাশা সমস্ত কিছুই এক নতুন বর্ণময়তা এবং আলোক চুতিবিচ্যুতি হয়েছিল ৷ আর এই নব সংস্কৃতি উজ্জ্বলতায় ক্যারোলিঞ্জিয় রেনেসাঁর পথ প্রস্তুতকারী হিসেবে বিবেচিত হয়ে থাকে ৷ শাসক শার্লাম্যান মূলত এই নবসংস্কৃতিক বিকাশের অন্যতম প্রাণপুরুষ হিসাবে চিহ্নিত হয়ে থাকে ৷



এই সময় প্রাচীন অতি পুস্তকের পুনঃনির্মাণ ছাড়াও নতুন ধারায় পুস্তক রচিত হতে থাকে যার মধ্যে দিয়ে ল্যাটিন সংস্কৃতির বিকাশ এবং মতাদর্শ এবং মানবতার চর্চা নতুন গতি লাভ করে ৷ এই সময় দর্শন চর্চা জনপ্রিয়তা লাভ করে বহু উৎকৃষ্ট কবিতা সৃষ্টি হয় । যা সাহিত্য জগতকে সমৃদ্ধ করে ৷ বুদ্ধির বিভাষার ক্ষেত্রে রাজকীয় বিদ্যালয়গুলি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও মঠ এবং বিশপদের দ্বারা পরিচালিত স্কুলগুলি ও শিক্ষায় বিস্তারে সহায়ক ভূমিকা নেয় ৷



এই সময় শুধু বিদ্যালয় নয়, পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রেও এক নতুন পরিমণ্ডল সৃষ্টি হয় ৷ এক্ষেত্রে জেরমের ভালবেট এর নাম বিশেষভাবে উল্লেখ্য ৷ শার্লামেন তার রাজসভায় সর্বোত্তম পন্ডিতদের স্থান দিয়েছিলেন , যা থেকে একটি বিষয় সুস্পষ্ট হয়ে ওঠে ওই যুগের জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করার পরিমণ্ডল গড়ে উঠেছিল যা সাংস্কৃতিক উন্নয়নের বিশেষ ভূমিকা নিয়েছিল ৷ আইন হার্ড রচিত জীবনী সে যুগে শ্রেষ্ঠ জীবনী বলে বিবেচিত হয়েছিল ৷ ডেকনের লেখা লম্বারডের ইতিহাস ওই যুগের যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ৷জন-দ্য-স্কট ছিলেন সে যুগের শ্রেষ্ঠ দার্শনিক ৷ তার মত গ্রিক সাহিত্যে পন্ডিত ব্যক্তি সে যুগে খুবই কম ছিলেন । তিনি গ্রিক দর্শন তথ্যগুলিকে ল্যাটিন ভাষায় অনুবাদ করেন ৷



শার্লমানের জীবনীকায় এইন হার্ড ছিলেন রাজকীয় বিদ্যালয় প্রাক্তন ছাত্র, তার লেখা "Vita Karoli" ছিল অন্যতম এই গ্রন্থটি ৷ তাকে শ্রেষ্ঠ গদ্য লেখক রূপে প্রতিষ্ঠা দিয়েছিল ৷ এ সময় কার অপর খ্যাতিমান মনীষী ছিলেন সাঁ রোপেয়ার ৷ আয়ারল্যান্ড থেকে যেসব মনীষীর সালমেরিনের রাজসভা সমৃদ্ধ করেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন রোয়াভবন, ক্লিমেন্স,স্পোটাস,ডুম্বাল,ডিকুইল তারা নবম শতকের ধ্রুপদী সাহিত্যের ধারাকে অব্যাহত রাখতে সক্ষম হয়েছিলেন ৷ অ্যাবাট লিউপাস কর্তৃক রচিত "অন দ্য ডিভিশন অফ নেচার" গভীরতা এই এক মৌলিকত্বের নিরিখে ছিল অনন্য ৷



ক্যারোলিঞ্জিয়যুগের প্রধান বিদ্যালয় গুলিতে পাঠ্য তালিকাতে এর দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল যথা, ট্রিভিয়াম ও কোয়াড্রিটিয়াম ৷ ট্রিভিয়াম এর অন্তগত ছিল, ব্যাকরণ অলংকরণ এবং ন্যায় শাস্ত্র এবং কোয়াড্রিটিয়াম এর অন্তর্গত বিষয়গুলি ছিল পাটিগণিত জ্যামিতি জ্যোতিষবিদ সংগীতশাস্ত্র ৷ সে যুগের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ছিল স্মৃতি ও শ্রুতি নির্ভর ৷ এই যুগে সুন্দর হস্তান্তরে লিখিত অলংকৃত এবং রঙিন চিত্ত সোভিত বহু পুস্তক যেমন ছিল রঞ্জনকারী তেমনি মূল্যবান ৷ এ যুগে জার্মান ভাষায় রচিত কিছু গাঁথার নিদর্শন পাওয়া যায় ৷ হিল্ডিব্রান্ড নামক গ্রন্থে ৮৮১ খ্রিস্টাব্দে পশ্চিম ফ্রাঙ্কদের এক যুদ্ধ জয়ী কে স্মরণীয় করে রাখার জন্য রচিত সাহিত্যে পাশাপাশি ইতিহাসে স্বীকৃতি ও সাফল্য অর্জন করেছিল ৷



সাহিত্যের পাশাপাশি শিল্পের ক্ষেত্রেও পশ্চিম ইউরোপের দুটি ধারার অস্তিত্ব লক্ষ্য করা যায় ৷ একটি পশ্চিম রোমান খ্রিষ্টান ঐতিহ্য ও অপরটি মর্জিত ধারা শিল্প রীতি সঙ্গে মিশিয়ে দিয়েছিল তাদের আদিম সারল্য এবং ঋজুতা, স্বর্ণ,রৌপ ও ব্রোঞ্জ খোদিত প্রাসাদ নির্মাণ পদ্ধতি একাধিক উপাসলয় এবং সেই উপাসনা গৃহে মুজাইক শিল্প কার্যে বাইজেনটাইন রীতির প্রভাব পরিলক্ষিত হয় ৷ প্রথা সর্বস্রতাই কেবল নয় বল্যাহীন কল্পনা ও সৌন্দর্যের আরাধনা অধরা মাধুরীকে স্পর্শ করা ইচ্ছা এই যুগের শিল্প স্বাধনা সমৃদ্ধ করেছিল ৷ তাই বলা যায় ক্যারোলিঞ্জিয় সাংস্কৃতিক তার নিজস্ব এক সংস্কৃত বৈশিষ্ট্য সৃষ্টিতে বহুলাংশ সফল হয়েছিল ৷

তোমাকে অনেক ধন্যবাদ ক্যারোলিঞ্জিয় সংস্কৃতি সম্পর্কে কি জানো Carolingian culture এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟