কুষাণদের রাজনৈতিক সংহতিকরণে মুদ্রা কীভাবে সাহায্য করেছিল?
খ্রিস্টপূর্বাব্দ দ্বিতীয় শতাব্দী নাগাদ মধ্য এশিয়া থেকে বেরিয়ে যেসব যাযাবর গোরী পশ্চিমদিকে অভিপ্রয়াণ করে আফগানিস্তান ও উপমহাদেশের উত্তর-পশ্চিম প্রস্তদেশে উপস্থিত হয় তাদের মধ্যে কুষাণরা হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভারত ইতিহাসে তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দীর্ঘতর সময় পর্যন্ত দেখা যায়। তারা এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে এবং প্রাপ্ত লেখ থেকে জানা যায় যে, কুষাণ সাম্রাজ্য মধ্য এশিয়ার অঙ্গু নদী থেকে ভারতের পূর্বদিকে অবস্থিত বিহারের শ্রীচম্পা (ভাগলপুর) পর্যন্ত বিস্তৃত ছিল, আর পশ্চিমে এই সাম্রাজ্য ইরানের সীমান্ত অঞ্চল পর্যন্ত কুষাণদের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল।
বৃহত্তর এই কুষাণ সাম্রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করত যাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। কিন্তু তা সত্ত্বেও সাম্রাজ্যিক ঐক্য কুষাণ আমলে কখনো বিঘ্নিত হয়নি। স্থানীয় ভাবধারা ও বৈচিত্র্যময়তা কখনো উপেক্ষিত হয়নি। কুষাণ সম্রাটগণ এই বিশাল সাম্রাজ্যের ঐক্য ও সংহতি রক্ষার্থে তাদের দ্বারা প্রবর্তিত মুদ্রাকে বিশেষ ৗেশলে ব্যবহার করেছিলেন যা কুষাণদের রাষ্ট্রনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মাছে। কুজুল কদফিসেস থেকে শুরু করে প্রথম বাসুদেব ও পরবর্তী কুষাণ শাসকদের মুদ্রায় ভারতীয় এবং অভারতীয় বহু দেবদেবীর প্রতিকৃতি পরিলক্ষিত হয়। ফলত এই মুদ্রাগুলি সম্রাজ্যে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের প্রজাদের ভাবাবেগকে সন্তুষ্টি দিয়েছিল এবং আটের প্রতি তাদের অনুগত করতে সহায়তা করেছিল।
কুষাণ মুদ্রায় ভারতীয় দেবদেবীর মধ্যে ব্রাহ্মণ্য দেবতাদের পাশাপাশি বৌদ্ধ-বিশেষত গৌতমবৃদ্ধের প্রতিকৃতিও নানা ভঙ্গিমায় উপস্থাপিত হয়েছেন। ব্রাহ্মণ্য দেবতাদের মধ্যে শিব ও বাসুদেব বিশেষ উল্লেখ্য। বিম কলফিসেস-এর এক ধরনের মুদ্রায় একটি ষাঁড়ের সমুখে শিব দন্ডায়মান। তাঁর দুই হাতে যথাক্রমে ত্রিশূল ও জলের পাত্র।
প্রথম কণিদ্ধের একধরনের মুদ্রায় চারহাত বিশিষ্ট শিবকে দেখা যায়। আবার প্রথম বাসুদেবের মুদ্রায় ত্রিমুখবিশিষ্ট শিবের প্রতিকৃতি পরিলক্ষিত হয়। শিব ছাড়াও কণিষ্কের মুদ্রায় মহাসেন, স্বন্দকুমার ও বিশাখ-এর প্রতিকৃতি দেখা যায়। এই নামগুলি কার্তিকের সঙ্গে অভিন্ন। ব্রিটিশ জাদুঘরে সংরক্ষিত হুবিষ্কের মুদ্রায় শিবের সঙ্গ্যে একটি নারীমূর্তি ও খোদিত শব্দ 'ওম্মো' থেকে ঐতিহাসিক ই. জে. র্যাপসন উমাকে শনাক্ত করেছেন। প্রথম বাসুদেবের মুদ্রায় বাসুদেব কৃষ্ণের উপস্থিতিও পরিলক্ষিত হয়।
কুষাণসম্রাট প্রথম কণিষ্ক ছিলেন বৌদ্ধধর্মাবলম্বী। তাঁর স্বর্ণ ও তাম্রমুদ্রায় বুদ্ধের চিত্র বিভিন্নভাবে উৎকীর্ণ হয়েছে। একটি মুদ্রায় দেখা যায়, বুদ্ধ উপবিষ্ট অবস্থায় আছেন, ডান হাত বুকে ও বাম হাতে একটি বোতল ধরে আছেন। অভয় মুদ্রাতে বুদ্ধের অবস্থানও বেশ কয়েকটি মুদ্রায় দেখা যায়। কণিন্ধের কিছু স্বর্ণমুদ্রায় বুদ্ধকে দন্ডায়মান ভঙ্গিতে। দেখা যায়, আবার বামহাত কোলে ও ডান হাত আশীর্বাদের ভঙ্গিতে উত্তোলিত অবস্থায় বুদ্ধের উপবিষ্ট মূর্তিও মুদ্রায় দেখা যায়।
কুষাণ সম্রাটদের মুদ্রায় ভারতীয় বিভিন্ন দেবদেবীর মূর্তির পাশাপাশি বিভিন্ন অভারতীয় দেবদেবী বিশেষত গ্রিক ও ইরানিয় দেবতার উপস্থিতি দেখা যায়। কুজুল কদফিসেস-এর কিছু তাম্রমুদ্রার গৌণদিকে ও হবিষ্কের তাম্রমুদ্রায় গ্রিক দেবতা হেরাক্লেসের প্রতিকৃতি দেখা যায়। আবার গ্রিক দেবতা জিযুসের মূর্তি সম্বলিত কুষাণ মুদ্রা তক্ষশিলা থেকে আবিষ্কৃত হয়েছে। কণিদ্ধের মুদ্রায় গ্রিক দেবতা হেলিয়াস-যিনি সূর্যের দেবতা হিসাবে পূজিত হতেন; চন্দ্রদেবতা সেলিন ও হিফায়েসটাসের মূর্তিও উৎকীর্ণ হয়েছিল। জিয়সের সঙ্গে ভারতীয় দেবতা ইন্দ্রের সাদৃশ্য ও হেরাক্লেসের সঙ্গে বাসুদেব কৃন্ন ছিলেন অভিন্ন-তা সহজেই বোঝা যায়।
ইরানিয় আবেস্তার দেবদেবীর মধ্যে মিহির (মিত্র), অদক্ষ্য, মাও, ওয়েসো, আহুর মাজদা প্রমুখ ছিলেন বিশেষ উল্লেখযোগ্য এবং কুষাণ মুদ্রায় এই সমস্ত দেব-দেবীর উপস্থিতি প্রমাণ করে যে, পারসিক সম্প্রদায়ের মানুষ কুষাণ সাম্রাজ্যে বসবাস করত। কণিষ্ক ও হুবিষ্কের স্বর্ণমুদ্রায় সূর্যদেবতা মিহির, যিনি গ্রিক দেবতা হেলিয়াসের সঙ্গে অভিন্ন। আবার চন্দ্রদেবতা মাও, মুদ্রাতে উৎকীর্ণ কণিদ্ধের মুদ্রাতে ইরানের প্রধান দেবতা আহুর মাজদা ও দেবী অদক্ষ্য যিনি উর্বরতা ও সমৃদ্ধির দেবী ছিলেন তাও পরিলক্ষিত হয়।
সুতরাং, ওপরের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে ওঠে যে, কুষাণ সাম্রাজ্যে ভারতীয়, গ্রিক, ইরানিয়সহ একাধিক সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। কুষাণ মুদ্রায় ভারতীয় দেবদেবীসহ বিভিন্ন অভারতীয় দেবতাদের প্রতিকৃতি অঙ্কন করে কুষাণ সম্রাটরা এই বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করে সাম্রাজিক ঐক্য ও সংহতি বজায় রাখতে চেয়েছিলেন। তাই তারা মুদ্রাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন এবং একাজে তারা যথেষ্ট সফলও হয়েছিলেন। কারণ সমস্ত সম্প্রদায়ের মানুষরা কুষাণদের সমীহ করতেন। ফলত, কুষাণরা ভারতীয় উপমহাদেশে 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য' নীতির সফল রূপকার ছিলেন এবং একাজে তাদের প্রচলিত মুদ্রা বিশেষ ভূমিকা নিয়েছিল।
তোমাকে অনেক ধন্যবাদ কুষাণদের রাজনৈতিক সংহতিকরণে মুদ্রা কীভাবে সাহায্য করেছিল?coins help in the political consolidation of the Kushans এই নোটটি পড়ার জন্য