স্পেনের গৃহযুদ্ধে ইতালির মুসোলিনি এবং জার্মানির হিটলারের ভূমিকা আলোচনা কর?
যেসব ঘটনাগুলির মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল স্পেনের গৃহযুদ্ধ হল তাদের মধ্যে অন্যতম ৷ ১৯৩৬ সালে জুলাই মাসে স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়ে ১৯৩৯ সালের এপ্রিল মাসের শেষ হয়েছিল ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে সংঘটিত স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে অভিহিত করা হয়ে থাকে ৷
১৯২৩ সালের স্পেনের একনায়কতন্ত্র স্থাপিত হয় এবং ১৯৩০ সালে এই একনায়কতন্ত্রের পতন ঘটে ৷ 1931 সালে গণবিক্ষণের জন্য রাজা ত্রয়োদশ আলফানসো পদত্যাগ করেন এবং স্পেনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় । ১৯৩৬ সালে সাধারণ নির্বাচনের ফলশ্রুতি রুপে স্পেনে একটি জনপ্রিয় ফ্রন্ট সরকার গঠিত হয় ৷ এই সরকারের কাজকর্ম দক্ষিণপন্থী যাজক ভূস্বামী শিল্পপতি, বণিক ও সামরিক বাহিনীর অফিসাররা পছন্দ করেনি ৷ এরা জুন মাসে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেনি ৷ ফ্যাসিস্টপন্থী জেনারেল ফ্রাঙ্ক ও বিদ্রোহী নেতৃত্ব গ্রহণ করেন ৷
স্পেনের গৃহযুদ্ধ তিন দিন বছর চলেছিল ৷ এই সময় গণতান্ত্রিক সরকার স্পেনের ফ্যাসিস্ট বাহিনীর সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত হয়, এই গৃহযুদ্ধের দেশপ্রেমিক স্পেনীয় গণতন্ত্রের পক্ষে অস্ত্রধারন করে এই গৃহযুদ্ধের সোভিয়েত ইউনিয়ন ও বিভিন্ন গণতান্ত্রিক দেশের জনগণ স্পেনের গণতান্ত্রিক সরকারকে সমর্থন করে ও সাহায্য করে ৷ অন্যদিকে এই গৃহযুদ্ধের বিদ্রোহীদের সমর্থন করে জার্মানি ও ইতালি ৷ এই গৃহযুদ্ধের স্পেনের বিদ্রোহীদের সমর্থনে জার্মান ও ইতালি প্রথম থেকেই দলে দলে স্বেচ্ছাসেবক যুদ্ধাস্ত এবং সামরিক বিমান পাঠায় ৷ এর ফলে স্পেনে গৃহযুদ্ধ পরস্পর বিরোধী ২ মতবাদের চূড়ান্ত লড়াইয়ের পরিণত হয় । শেষ পর্যন্ত ১৯৪৯ সালের মার্চ মাসের স্পেনের গৃহযুদ্ধে অবসান ঘটে, এই গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্ক ও বিদ্রোহীরা জয়লাভ করেন ৷
জার্মানি ও ইতালির নিজেদের স্বার্থে স্পেনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জার্মানির রাইনল্যান্ড দখল করে ৷ ফ্রান্সের উত্তর দিকে সত্য বেষ্টনী তৈরি করেন ৷ হেডলার মনে করেন যে স্পেনের গৃহযুদ্ধে ফ্রান্স বিজয়ী হলে ৷ ফ্রান্সে দক্ষিণ-পশ্চিমে একটি ফ্রাসেস সরকার গড়ে উঠবে । ফলে ফ্রান্স অধিকতর দুর্বল হয়ে পড়বে, স্পেনের প্রভাব বিস্তার করতে পারলে জার্মানির পক্ষে ভূমধ্যসাগরের আধিপত্য স্থাপন করা সহজ হবে ৷ অবশ্য এ ব্যাপারে জার্মানির চেয়ে ইতালি বেশি আগ্রহী ছিল ৷ একই কারণে ইতালি স্পেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছিলেন এমনকি মুসোলিনী ফ্রাঙ্ককে সাহায্য করার জন্য সৈন্যদল পাঠান ।
সোভিয়ত রাশিয়া নিজের স্বার্থে স্পেনের গৃহযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন ৷ সোভিয়েত রাশিয়া মনে করেছিলেন স্পেনে ফ্যাসিস্টরা ক্ষমতা লাভ করলে ভবিষ্যতে ফ্রান্সের শক্তিগুলির পক্ষে অন্যান্য দেশে গণতন্ত্র ও সাম্যবাদের উপর অনাক্রমণ করা সহজসাধ্য হবে ৷ ফ্যাসিস্টদের তীব্র সাম্রবাদ বিরোধী মনোভাব সোভিয়েত ইউনিয়নকে স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের পক্ষে সাহায্য পাঠাতে বাধ্য করে ৷
স্পেনীয় গণতান্ত্রিক সরকারের অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা ব্রিটেনের স্বার্থে পরিপন্থী ছিল ৷ তাই স্পেনের গৃহযুদ্ধের ব্রিটিশ সরকার গণতান্ত্রিক সরকারকে কোন প্রকার সাহায্য করতে রাজি ছিল না ৷ তবে ব্রিটেনের শ্রমিক দল, শ্রমিক ও গণতান্ত্রিক সংস্থা গুলি স্পেনের গণতান্ত্রিক সরকারকে সমর্থন জানান ৷
আশা করা হয়েছিল ফরাসি সরকার স্পেনের গণতান্ত্রিক সরকারের প্রতি সহানুভূতিশীল হবেন ৷ ফরাসি প্রধানমন্ত্রী ব্লুম স্বদেশের রক্ষণশীলদের সমালোচনা ও প্রতিবাদের আশঙ্কায় ভীত ছিলেন । সেই কারণে তিনি গণতান্ত্রিক সরকারকে সমর্থন করতে পারেনি ৷ গৃহযুদ্ধ চলাকালে স্পেনের গণতান্ত্রিক সরকারের অস্ত্রশস্ত্রের প্রয়োজন ছিল ৷ ফ্রান্সের সরকার স্পেনকে অস্ত্র পাঠাতে অস্বীকার করেন ৷
সুতরাং স্পষ্ট যে স্পেনের গৃহযুদ্ধ একটি ক্ষুদ্র বিশ্বযুদ্ধের আকৃতি ধারণ করেছিলেন ৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই যুদ্ধে বহু রাষ্ট্র জড়িয়ে পড়ে ৷ স্পেনের গৃহযুদ্ধ লীগের ব্যর্থতা কে স্পষ্ট করে দিয়েছিলেন ৷ প্রকৃতপক্ষে স্পেনের গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল ৷