ত্রিশক্তি আতাঁত গঠনের বিবরন দাও।

ত্রিশক্তি আতাঁত গঠনের বিবরন দাও।

 ত্রিশক্তি আতাঁত গঠনের বিবরন দাও।

প্রথম বিশ্বযুদ্ধের পর্বে ইউরোপে যে দুটি শক্তিশিবির গঠিত হয়েছিল তার একটি ছিল ত্রিশক্তি মৈত্রী এবং অন্যটি হল ত্রিশক্তি আঁতাত । বিসমার্কের উদ্যোগে অস্ট্রিয়া জার্মানি ও ইতালির মধ্যে গঠিত হয়েছিল ত্রিশক্তি মৈত্রী (1882 খ্রিষ্টাব্দ)। কিন্তু বিসমার্ক ছিলেন অসাধারন বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন কূটনীতিবিদ। ফলে তার নেতৃত্বে ত্রিশক্তি মৈত্রী এমন একটি বস্তাবরণ সৃষ্টি করে রেখে ছিল যে অন্য কোন দেশ নতুনভাবে জোটবদ্ধ হবার বা এর বিরোধিতা করা প্রয়োজন অনুভব করেনি। কিন্তু বিসমার্কের পদত্যাগের সঙ্গে সঙ্গেই তার সৃষ্ট সেই বাতাবরণ ভেঙে পড়ে। উগ্র কাইজার দ্বিতীয় উইলিয়ামের হঠকারী ক্রিয়াকলাপ ত্রিশক্তি মৈত্রীর পাশাপাশি ট্রিপল আঁতাত গঠনের পথ প্রস্তুত করে দেয়। জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়ামের বিসমার্কের পরব্রাষ্ট নীতির প্রতি মাস্তা ছলনা তাই বিসমার্কের পদত্যাগের পর কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের পররাষ্ট্র নীতি বাতিল করে দেন। বিসমার্কের ফ্রান্সকে এক ঘরে করে রাখার গুরুত্ব তিনি উপলব্ধি করেননি উপরন্ত কাইজারের লক্ষ্য ছিল পৃথিবীব্যাপী জার্মান সাম্রাজ্যের বিস্তৃতি অর্থাৎ তার লক্ষ্য ছিল বিশ্ব রাজনীতিতে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা।


জার্মানির ক্ষমতা সম্বন্ধে তার অবাস্তব ধারণা ছিল। তাই তিনি রুশ মিত্রতার গুরুত্ব স্বীকার করতে চাননি। বিসমার্ক ফ্রান্সকে আলাদা করার উদ্দেশ্যে গোপনে রাশিয়ার সাথে রি-ইনসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু উইলিয়াম বিসমার্কের পদত্যাগের সঙ্গে সঙ্গে এই চুক্তি বাতিল করে দেয় যদিও আরো দুই একটি কারণ ছিল এই সম্পর্ক বিনাশে।1) ওই সময় ইঙ্গ জার্মান মৈত্রী সম্পর্ক স্থাপিত হয়েছিল কিন্তু ইংল্যান্ডের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো ছিল না তাই রুশ-জার্মান মৈত্রী ইঙ্গ-জার্মান মৈত্রী কে ক্ষুন্ন করতে পারে এই আশঙ্কা কাইজারের ছিল2) হলস্টিন ছিলেন ভীষণভাবে রাশিয়া বিরোধী তার পরামর্শে কাইজার এমন একটা নীতি চালু করেন যাতে রাশিয়ার বিরোধিতা করা যায় এবং ( বিসমার্কের প্রভাব থেকে জার্মানিকে মুক্ত করে সম্রাট হিসেবে নিজের ভাবমূর্তি জাহির করা যায়।


: কোইজারের এই ভ্রান্ত নীতি ফ্রান্সের সামনে সূযোগ এনে দেয়। জার্মানির মিত্রতা লাভে ব্যর্থ হয়ে রাশিয়া নতুন মৈত্ররূপে ফ্রান্সকে বরণ করতে এগিয়ে আসে। ১৮৯১ খ্রিস্টাব্দে উভয়ের মূধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় এবং স্থির হয় যে উভয় রাষ্ট্রের কেউ জার্মানি কর্তৃক আক্রান্ত হলে একে অন্যকে সাহায্য করবে। এই চুক্তি ট্রিপিল আতাতের ভিত্তি স্থাপন করে।


কাইজার দ্বিতীয় উইলিয়াম নৌশক্তি উন্নয়নে নিতী ঘোষণা করেন। তিনি বারবার বলেন যে, জার্মানীর ভবিষ্যৎ সমুদ্রবক্ষে নহিত আছে। কাইজারের বিশ্ব রাজনীতি, সমুদ্রশক্তি বৃদ্ধি ও জার্মান প্রাধান্য স্থাপনের নীতি ইংল্যান্ডকে অসন্তুষ্ট করে তোলে ৷ এমন অবস্থায় ইংল্যান্ড জোট বদ্ধ হওয়ার কথা চিন্তা করতে থাকে কিন্তু তখন ফ্রান্স ও রাশিয়ার সাথে ইংল্যান্ডের শত্রুতা ছিল তাই ইংল্যান্ড প্রথম জাপানের সাথে এক মৈত্রী চুক্তি স্বাক্ষর করে এদিকে ফ্রান্সও উপলব্ধি করে যে ইংল্যান্ডের থেকে জার্মানি তার বড় শত্রু তাই ফ্রান্স ইংল্যান্ডের মৈত্রী লাভের জন্য সচেষ্ট হয়। ইংল্যান্ড রাজা সপ্তম এডওয়ার্ড জার্মানির অভ্যুত্থানের বিপদ বুঝতে পেরে ফ্রান্সের সাথে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী হয় শেষমেষ ১৯০৪ খ্রিস্টাব্দে ইঙ্গ ফরাসি চুক্তি হয়। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ইংল্যান্ড ও রাশিয়া নিকটে আসে। রুশ-জাপান যুদ্ধে ক্ষুদ্র দেশ জাপানের হাতে রাশিয়া পরাজিত হলে রাশিয়ার দুর্বলতা প্রকাশ হয়ে পড়ে এই অবস্থায় রাশিয়াও বিচলিত হয়ে পড়ে অভ্যন্তরীণ বিক্ষোভ চাপা দেওয়ার জন্য তখন রাশের পক্ষে জরুরি ছিল সঠিক পররাষ্ট্রনীতি গ্রহণ করা সেক্ষেত্রে ইংল্যান্ডের বন্ধুত্ব ছিল জরুরি এরূপ পরিস্থিতিতে ১৯০৭ খ্রিস্টাব্দে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয় এই ইঙ্গ-রুশ ও ইঙ্গ-ফ্রান্স কনভেনশন মিলিতভাবে ট্রিপল আতাঁত গঠন সম্পূর্ণ করে।


সম্ভাব্য প্রশ্নঃ -

(১). ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি আঁতাত কি

(২). ত্রিশক্তি আঁতাত টিকা

(৩).ত্রিশক্তি আঁতাত কবে হয়

(৪). ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে হয়

(৫). ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠার কারণ

(৬). ত্রিশক্তি আঁতাত কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল

(৭). ত্রিশক্তি আঁতাত কোন কোন দেশের মধ্যে হয়

(৮). ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে হয়

(৯). ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়

(১০). Triple Alliance

(১১). তিন সম্রাটের চুক্তি কি

তোমাকে অনেক ধন্যবাদ ত্রিশক্তি আতাঁত গঠনের বিবরন দাও। এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟