ত্রিশক্তি সংগ্রামের কারণ আলোচনা কর বা, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ কী ছিল? বা, কনৌজের অধিকারকে কেন্দ্র করে প্রতিহার, পাল ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও।
ভারতবর্ষের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রে ৮০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ অত্যন্ত গোলযোগ ও সংঘাতের যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে ৷ এই সময় উত্তর ভারতে অবস্থিত কনৌজকে কেন্দ্র করে ভারতের ৩ প্রান্তে তিন শক্তি যথা উত্তরের প্রতিহার পূর্বে বাংলা ও দক্ষিণের রাষ্ট্রকূট এরা নিজেদের মধ্যে চরম রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় । যা ইতিহাসের ত্রিপাক্ষিক সংগ্রাম নামে পরিচিত ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
দীর্ঘস্থায়ী ত্রিশক্তি সংঘর্ষের কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন তবে সম্ভবত কনৌজকে কেন্দ্র করে প্রথমে পাল ও প্রতিহার শক্তির যুদ্ধ শুরু হয়। পাল রাজা ধর্মপাল নিজ ক্ষমতা সুপরিচিত করার পর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেন একই সময়ে প্রতিহার রাজ বৎস্য মধ্য ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করে পূর্বে দিকে অগ্রসর হতে শুরু করেন ফলে উভয়ের মধ্যে যুদ্ধ অবসম্ভাবি হয়ে পড়ে ৷ গাঙ্গেয় দোয়াব অঞ্চলে যুদ্ধে ধর্মপাল প্রতিহার রাজ বৎসের নিকট পরাজিত হন । অন্যদিকে রাষ্ট্রকূট রাজ ধ্রুব উত্তর ভারত অভিযান করেন অতঃপর তিনটি শক্তির লক্ষ্য ছিল কনৌজ দখল করা ৷ তাই এই তিন শক্তির মধ্যে দীর্ঘস্থায়ী ২০০ বছরের ত্রিশক্তি সংগ্রাম চলেছিল ৷
দীর্ঘস্থায়ী এই ত্রিশক্তি সংগ্রামের ফলে ভারতের তিনটি রাষ্ট্র শক্তি দুর্বল হয়ে পড়ে ,রাষ্ট্রের ঐক্য বিন্যস্ত হয় ৷ সর্বোপরি দুর্বল ভারতবর্ষে বিদেশি শক্তির আগমনের লক্ষ্য হয়ে ওঠে একটি সময় কনস্ট্যন্টিনোপল যেমন পশ্চিমী বর্গের কাছে মর্যাদার প্রতীক হয়ে দাঁড়ায় সেই রকম কনৌজ হয়ে দাঁড়ায় ভারতীয় শক্তি গুলির মর্যাদার প্রতীক ৷ মর্যাদার রক্ষার উদ্দেশ্যে পাল পতিহার ও রাষ্ট্রপতি কেন্দ্র করে দীর্ঘস্থায়ী ২০০ বছর সংগ্রামে লিখতে হয় ।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
সম্ভাব্য প্রশ্ন :-
- ত্রিশক্তি দ্বন্দ্ব কি?
- ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল
- এই সংগ্রামের মূল কারণ কি ছিল ত্রিশক্তি সংগ্রাম কি?
- ত্রিশক্তি সংগ্রাম এর কারণ ও ফলাফল আলোচনা করো
- ত্রিশক্তি সংগ্রাম কত বছর চলেছিল?
- ত্রিশক্তি সংগ্রাম এর মূল কারণ কি?
- ত্রিশক্তি সংগ্রাম কোন স্থানকে কেন্দ্র করে ঘটে?
- ত্রিপাক্ষিক সংগ্রাম এর কারণ ও ফলাফল?
- ত্রিশক্তি সংগ্রাম এর কারণ ও ফলাফল
- ত্রিশক্তি সংগ্রাম এর প্রধান তিনটি শক্তি কারা ছিল?