দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝ?

দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝ?

দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝ?

দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝ?

ধ্যযুগের ভারতের ইতিহাসে ঔরঙ্গজেব একটি ব্যতিক্রমী চরিত্র ৷ ঔরঙ্গজেব তার দাক্ষিণাত্য নীতি অনুসরণ করতে যথেষ্ট সময় ও উদ্যোগ নিয়েছিলেন ৷ শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির উত্থান দাক্ষিণাত্যে এক নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করে ৷ এছাড়াও দাক্ষিণাত্যে শিয়া সুলতানি রাজ্য বিজাপুর ও গোলকোন্ডার স্বাধীন উপস্থিতি ওরঙ্গজেবের পছন্দ ছিল না । সর্বোপরি পুত্র শাহজাদা আকবর বিদ্রোহী হয়ে মারাঠাদের সঙ্গে যোগ দানের উদ্দেশ্যে শমুজীর কাছে উপস্থিত হলে ওরঙ্গজেবের সমস্যা আরও জটিলতার হয় ‌৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

দাক্ষিণাত্যে মারাঠাদের উত্থানকে ঔরঙ্গজে বিশেষ গুরুত্ব দেননি । সুবাদার দ্বারা তিনি এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন ৷ শিবাজীর ক্ষমতার বৃদ্ধির ফলে মারাঠার অগ্রগতি রোধ করা মুঘলদের পক্ষে সম্ভব হয়নি ৷ ঔরঙ্গজেব বিজাপুরও গোলকুন্ডার সহযোগিতায় মারাঠা অগ্রগতি রোধ করতে চেয়েছিলেন ৷ অভ্যন্তরীণ গোলযোগ ও সমকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে গোলকন্ডা ও বিজাপুরের পক্ষে কোন সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা সম্ভব হয়নি ৷ মুঘল সেনাপতি মোয়াজ্জেম ও যশবন্ত সিংহ শিবাজী কে স্বীকার করার পরামর্শ দেন ৷ শিবাজী রাজা স্বীকৃতি লাভের পর মুঘল অধিকৃত পদে যা প্রদেশের চৌথ আদায় করেন ৷

ঔরঙ্গজে বিজাপুরও গোলকুণ্ডা কে মারাঠাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেও ব্যর্থ হয় ৷ বিজাপুর, গোলকোন্ডার সম্মিলিত বাহিনীর সাথে মুঘলদের হাতে পরাজিত হয় । ১৬৮৬ খ্রিস্টাব্দে বিজাপুরের পতন হয় বিজাপুর অধিকার করে ওরঙ্গজেব গোলকুন্ডা আক্রমণ করেন ১৬৮৭ খ্রিস্টাব্দে গোলকুন্ডা আত্মসমর্পণ করে ৷

বিজাপুরও গোলকুন্ডার পতনের পর ঔরঙ্গজেব পূর্ণ মারাঠাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় ৷ শিবাজীর মৃত্যুর পর মারাঠা শক্তি হ্রাস পায়নি ৷ উপরন্ত বিদ্রোহী শাহজাদা আকবর শম্ভুজির আশ্রয়প্রার্থী হলে ঔরঙ্গজেব শঙ্কিত হন ৷ কয়েকটি দুর্গ অধিকার ছাড়াও তিনি মারাঠা শক্তিকে পরাস্ত করতে ব্যর্থ হন ৷ ১৬৮৩ খ্রিস্টাব্দে শম্ভুজি ঔরঙ্গজেবের সাথে সন্ধি করলে তথাপি মারাঠা সরদার রা লুটোতরাজ অব্যাহত রাখে ৷ মুঘল সেনাবাহিনী এই কার্যকলাপ বন্ধ করতে পারেনি ৷

ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আপতো দৃষ্টিতে সফল মনে হলেও এই নীতি ছিল নৈরাশঙ্কিত ও ব্যর্থ ৷ তিনি মারাঠা অগ্রগতি রোধ করতে ব্যর্থ হয়েছিলেন ৷ দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে শিবাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারেনি ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝ? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟