ইউরোপের কৃষি বিপ্লব বলতে কি বোঝো

ইউরোপের কৃষি বিপ্লব বলতে কি বোঝো

 ইউরোপের কৃষি বিপ্লব বলতে কি বোঝো

ইউরোপের কৃষি বিপ্লব বলতে কি বোঝো

প্রাক শিল্প বিপ্লবকালীন ইউরোপে সমাজ ও অর্থনীতির সম্পর্কিত আলোচনার প্রথমে যে বিষয়টি স্মরণে রাখা প্রয়োজন তা হল এই পর্বের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক । শিল্পের ক্রমশ ও বিকাশ ঘটতে শুরু হলেও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা মূলত নিহিত ছিল গ্রামীণ কৃষির ওপর ৷ আসলে শিল্পের দ্রুত বিকাশ একান্তভাবে নির্ভরশীল ছিল কৃষির উন্নয়নের ওপর ৷ শিল্প অর্থনীতি ও কৃষি অর্থনীতির মধ্যে একটা বিভাজনরেখা থাকলেও প্রাক আধুনিক ইউরোপের এইরূপ শহুরে শিল্প অর্থনীতি ও গ্রামীণ কৃষি অর্থনীতির মধ্যে সুস্পষ্ট বিভাজন রেখা নির্ধারণ করা সব সময় সম্ভব হয়নি ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

প্রাক আধুনিক পর্বে ইউরোপের কৃষির বিকাশের জন্য শহর ভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীলতা সেভাবে লক্ষ্য করা যায়নি ৷ কারণ এই পর্বে ইউরোপীয় কৃষি ক্ষেত্রে কিছু প্রযুক্তির প্রয়োগ ঘটলেও শ্রম নিবিড়তা এই ছিল প্রধান । মধ্যযুগীয় সময়কালে ইউরোপীয় অর্থনীতির স্থানীয় বাজার ও তার পশ্চাৎ ভূমির প্রয়োজনীয়তার দ্বারা ইউরোপীয় অর্থনীতির গতিপ্রকৃতি নির্ধারিত হয়েছিল ৷

মধ্যযুগে ইউরোপের শহর ও নগরের উদ্ভব ঘটতে থাকলেও পার্শ্ববর্তী এলাকার ৫০ থেকে ১০০ মাইল এলাকা জুড়ে একাধিক পশ্চাৎ ভূমি গড়ে উঠেছিল ৷ কৃষি ক্ষেত্রে উৎব্ত্ত উৎপাদনের একটি বড় অংশ এই সমস্ত অঞ্চলে বিক্রয় করা হতো । কৃষিজ উৎপাদনের একটি অংশ অবশ্য তারা আঞ্চলিক বা সীমারেখার বাইরেও গমন করত যা কৃষি উন্নয়নকে যথেষ্ট সহায়তা প্রদান করেছিল ৷ কেননা এগুলি বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা এবং বাণিজ্যিক স্বার্থের সঙ্গে সম্পৃক্তি ছিল ৷ এই কারণে এই পর্যায়ে শিল্প অর্থনীতির বিকাশের জন্য কৃষিজ সম্পদকে ব্যবহার করার প্রয়োজনীয়তা যথেষ্ট মাত্রায় ছিল ।

কৃষি অর্থনীতির সঙ্গে শিল্প অর্থনীতির সম্পর্কের বিষয়টি কিছুটা পরিমাণে প্রযুক্তিগত ও রাজনৈতিকত বিষয় দ্বারা নির্ধারিত ছিল ৷ কৃষি ক্ষেত্রে উদবৃত্ত উৎপাদন বাণিজ্যিক সমৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল ৷ আর এই ভাবেই কৃষির উদ্বুদ্ধ সম্পদ ইউরোপীয় অর্থনীতি, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রগুলিকে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল ৷ মধ্যযুগে ইউরোপের বিশেষীকরণ এবং রোটেশন পদ্ধতি কৃষি উৎপাদনকে বৃদ্ধি করেছিল ৷ ফলে জার্মানি পোল্যান্ড সহ বহু রাজ্যের শস্য উৎপাদন বৃদ্ধি পায় ৷

কৃষির অগ্রগতির ক্ষেত্রে পশুর প্রজনন ব্যবস্থা সম্প্রসারণ ইউরোপীয় অর্থনীতির এক নতুন দিক নির্ণয় করে ৷ পশু প্রজনন অর্থনৈতিক ব্যবস্থার মেষ পালকের গ্রীষ্মকালে পশুগুলিকে পর্বতের উচ্চতম অংশ নিয়ে যেতেন এবং শীতের আগে পশুগুলিকে আবার পরবর্তী নিচের দিকে নিয়ে আসতেন ৷ এর ফলে পশু প্রজনন একটি গুরুত্বপূর্ণ পেশায় পরিণত হয় ৷ পাশাপাশি এই দীর্ঘ পথ পরিক্রমণের দরুণ পথের বিভিন্ন স্থানে বৃহৎ ক্ষুদ্র একাধিক বাজার গড়ে উঠতে থাকে, উদাহরণস্বরূপ লন্ডন,প্যারিস ছাড়াও রাইনল্যান্ড ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে একাধিক বাজার গড়ে উঠেছিল ৷ এই বাজারগুলিকে কেন্দ্র করে কৃষি দ্রব্য সরবরাহের সুযোগ তৈরি হয় । যা কৃষি ক্ষেত্রের বিকাশ ঘটায় ৷

দেখা যায় যে ইউরোপ জুড়ে পরবর্তীকালে যে দ্রুত শিল্পায়ন ঘটেছিল তার মূল সম্ভাবনা নিহিত ছিল ইউরোপীয় কৃষির সমৃদ্ধির উপর ৷ কৃষি ক্ষেত্রে নানা পদ্ধতির প্রয়োগ বিশেষীকরণ,রোটেশন সিস্টেম ইত্যাদির মধ্য দিয়ে কৃষির যে অগ্রগতি ঘটেছিল তাকে পাথেয় করেই শিল্পায়ন ত্বরান্বিত হয় । এই প্রসঙ্গে বলা যায় ইউরোপের শিল্প বিপ্লব ছিল পূর্বতন কৃষি বিপ্লবের উপর প্রতিষ্ঠিত ৷ আলোচনা শেষে বলা যায় ইউরোপে কৃষিই ছিল তাদের অর্থনীতির ভিত্তি আর শিল্প ছিল তাদের ভবিষ্যৎ ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
সম্ভাব্য প্রশ্নঃ -
  • ষোড়শ শতকে ইউরোপে কৃষিক্ষেত্রে কি পরিবর্তন দেখা দিয়েছিল?
  • ষোড়শ শতকের ইউরোপের কৃষিবিপ্লব সম্পর্কে আলোচনা করো।
  • ইউরোপের কৃষি বিপ্লব
তোমাকে অনেক ধন্যবাদ ইউরোপের কৃষি বিপ্লব বলতে কি বোঝো এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟