6th Semister history honours cc13 short question answer

6th semester history honours cc13 short question answer

6th semester history honours cc13 short question answer -- 2023 || 2022 || 2021 || ছোটো প্রশ্নের উত্তর

6th semester history honours cc14 short question answer -- 2023 || 2022 || 2021 || ছোটো প্রশ্নের উত্তর

2021

আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?

স্বামী দয়ানন্দ সরস্বতী।

মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়?

১৮৮৪ সালে।

সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?

জ্যোতিরাও ফুলে (১৮৭৩)।

আলীগড় 'মহামেডান এংলো ওরিয়েন্টাল' কলেজ কে প্রতিষ্ঠা করেন?

স্যার সৈয়দ আহমেদ খান।

বালগঙ্গাধর তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ?

কেশোরী ও মারাঠা।

ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়?

অ্যালান অক্টাভিয়ান হিউম।

মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?

ঢাকার নবাব সলিম উল্লাহ (১৯০৬)।

হিন্দুস্তান গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

১৯১৩ সালে লালা হরদয়াল।

বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখ?

অনুশীলন সমিতি, যুগান্তর দল।

বঙ্গভঙ্গ কবে রদ হয়?

১৯১১ সালের ১২ই ডিসেম্বর।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

অ্যানি বেসান্ত।

'হিন্দ স্বরাজ' এর রচয়িতা কে?

গান্ধীজি।

কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়?

১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন।

স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

লর্ড মাউন্টব্যাটেন।

'দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া' গ্রন্থের রচয়িতা কে?

জওহরলাল নেহেরু।



2022
ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চায় একজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম লেখ?

রজনীপাম দত্ত, ভূপেন্দনাথ দত্ত।

নীলদর্পণ বইটির লেখক কে?

দীনবন্ধু মিত্র।

মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন?

বিরসা মুন্ডা।

কত সালে ইলবার্ট বিল পাস হয়?

১৮৮৩ সালে।

হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখ?

জেরেমি বেন্থাম।

আনন্দমঠ গ্রন্থের লেখক কে?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

যেকোনো একজন নরমপন্থী কংগ্রেসী নেতার নাম লেখ?

উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি।

ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?

পুলিন বিহারী দাস (১৯০৫)।

'দা ইন্ডিয়ান মুসলমান' গ্রন্থটির রচয়িতা কে?

উইলিয়াম হান্টার।

ইয়ং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকায় কার আদর্শ ফুটে উঠেছিল?

গান্ধীজীর।

কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়?

১৯২৯ সালে লাহোের অধিবেশনে।

পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?

১৯৩২ সালে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে।

তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন?

সতীশ চন্দ্র সামন্ত।

India Wins Freedom গ্রন্থটির লেখক কে?

মৌলানা আবুল কালাম আজাদ।


2023 
প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?

আত্মারাম পান্ডু রঙ্গ।

পুনা সার্বজনীক সভা কবে প্রতিষ্ঠিত হয়?

১৮৭০ সালে।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?

১৯০৬ সালে ৩০শে ডিসেম্বর।

স্বরাজ্য দলের দুজন নেতার নাম লেখ?

চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু।

পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়?

১৯৪০ সালে।

কবে ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়?

১৯৪৭ সালে।

ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?

লর্ড মাউন্টব্যাটেন।

ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়?

ড. আম্বেদকর কে।


Extra
শিবাজী উৎসবের সূচনা করেন কে?

বালগঙ্গাধর তিলক (১৮৯৫)।

লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১৯১৬ সালে।

রাওলাট আইন কবে জারি হয়?

১৯১৯ সালে।

সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন?

র‍্যামসে ম্যাকডোনাল্ড।

আলী ভারত ও বর্তমান বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে?

স্বামী বিবেকানন্দ।

ভারতের লৌহ মানব কাকে বলা হয়?

সরদার বল্লভ ভাই প্যাটেল কে।

ভারতে কোথায় কবে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল?

মুম্বাইয়ে ১৯৪৬ সালে।

ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে?

১৯৪৬ সালে।

কে কত সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন?

সুভাষচন্দ্র বসু ১৯৩৯ সালে।

ভারত ছাড়ো আন্দোলনের তারিখ লেখ।

১৯৪২ সালের ৮ই আগস্ট।

ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেন?

পট্টভি সীতারামাইয়া কে।

মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়?

১৯২৯ সালে।

সাইমন কমিশন কবে গঠিত হয়?

১৯২৭ সালে।

মন্টেগু-জেমসফোর্ড রিপোের্ট কবে প্রকাশিত হয়?

১৯১৯ সালে।

কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার?

বালগঙ্গাধর তিলক।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়?

১৯১৯ সালে ১৩ই এপ্রিল।

গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১৯৩১ সালে।

দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে?

সৈয়দ আহমেদ।

কংগ্রেসের দুজন চরমপন্থী নেতার নাম লেখ?

লালা লাজপৎ রায়, বিবিনচন্দ্র পাল।

থিওডোর বেক কে ছিলেন?

আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ।

কাকে সীমান্ত গান্ধী বলা হয়?

খান আব্দুল গফফার খানকে।

কে কবে ১৪ দফা দাবি পেশ করেন?

১৯২৯ সালে মহম্মদ আলী জিন্না।

ডান্ডি অভিযান কবে শুরু হয়?

১৯৩০ সালে ১২ই মার্চ।

নব্য বঙ্গ দলের প্রকাশিত একটি পত্রিকার নাম লেখ?

জ্ঞানান্বেষণ।

কবে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

উইলিয়াম জোন্স ১৭৮৪।

ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি?

হিকিস গেজেট।

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে?

হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

একাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেন?

ডিরোজিও।

ফোর্ট উইলিয়াম কলেজ কে নির্মাণ করেন?

লর্ড ওয়েলেসলি (১৮০০)।

উডের নির্দেশ নামা কত সালে ঘোষিত হয়?

১৮৫৪ সালে।

ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন?

রাজা রামমোহন রায় (১৮২৮)।

আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

রাজা রামমোহন রায় (১৮১৫)।

হান্টার কমিশন কবে গঠিত হয়?

১৮৮২ সালে।

ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়?

১৮৭৬ সালে।

স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয়?

১৮১৭ সালে।

তোমাকে অনেক ধন্যবাদ 6th Semister history honours cc13 short question answer এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟