6th Semister history honours cc14 short question answer

6th Semister history honours cc14 short question answer

 6th semester history honours cc14 short question answer 2023 || 2022 || 2021 ||

6th semester history honours cc14 short question answer 2023 || 2022 || 2021 || ছোটো প্রশ্নের উত্তর
2021

পটসড্যাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

১৯৪৫ সালে।

ফালটন বা ফুল্টন বক্তৃতা কে দিয়েছিলেন?

ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

NATO কবে গঠিত হয়?

১৯৪৯ সালের ৪ই এপ্রিল।

কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন?

১৯৬২ সালে সংকটের সময়ের মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি।

আরব লীগ কবে গঠিত হয়?

১৯৪৫ সালে মিশরের রাজধানী কায়রোতে।

ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন?

হো চি মিন।

বেটি ফ্রিডেন রচিত দুটি গ্রন্থের নাম লেখ?

দা সেকেন্ড স্টেজ এবং দা ফেমিনিন মিস্টিক।

নেলসন ম্যান্ডেলা কে ছিলেন?

দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তথা প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি।

SEATO পুরো নাম কী?

South-East Asia Treaty Organisation।

চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল?

১৯৪৯ সালের ১লা অক্টোবর।

কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়?

মাও সে তুং।

SEATO কবে গঠিত হয়?

১৯৫৪ সালে।

আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংঘটিত হয়?

ফ্রান্স।

দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন?

নেলসন ম্যান্ডেলা।

ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়?

১৯৭৩ সালে মিশর, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে।

ইউরোপের কোন দেশ মলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল?

সোভিয়েত ইউনিয়ন।

কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে ১৯৭০ এর দশকে পিং পং কূটনীতি বলা হয়েছিল?

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১৯৭৮ সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে।

The Age of Extreme : The short twentieth Century (1914-1991) লেখক কে?

এরিক হবসবাম।

আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?

১৯৯৩ সালে ওয়াশিংটনে এবং দ্বিতীয়বার ১৯৯৫ সালে মিশরে।


H
কোন বছর বিশ্বব্যাংক গঠিত হয়?

১৯৪৫ সালে।

বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

১৯৬১ সালে।

স্বাধীন ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ড. ওয়াইজম্যান।

কে ভিয়েতমিন দল গঠন করেন?

হো চি মিন (১৯৪১ সালে)।

বাগদাদ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১৯৫৫ সালে।

কত সালে সুয়েজ খাল খনন শুরু হয়?

১৮৫৯ সালে।

NATO পুরো কথা কি?

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (North Atlantic Treaty Organisation)।

The Cold War গ্রন্থের লেখক কে?

ওয়াল্টার লিপম্যান।

কে কোন গ্রন্থে সর্বপ্রথম 'ঠান্ডা লড়াই' কথাটি ব্যবহার করেন?

ওয়ালটার লিফম্যান গ্রন্থ- The Cold War।

ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়?

১৯৪৭ সালের ১২ই মার্চ।

ইজরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়?

১৯৪৮ সালের ১৪ই মে।

গ্লাসনস্ত কথার অর্থ কি?

মুক্ত অবস্থা বা খোলা হাওয়া।

পেরেস্ত্রইকা কথার অর্থ কি?

পুনর্গঠন।

মার্টিন লুথার কিং (জুনিয়র) কে ছিলেন?

তিনি ছিলেন একজন আমেরিকান ব্যাপটিস্ট মন্ত্রী এবং নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা।

সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন?

গামাল আবদেল নাসের।

বরিস ইয়েলৎসিন কে ছিলেন?

রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি (১৯৯১-১৯৯৯)।

গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল?

মাও সে তুং এর নেতৃত্বে ১৯৪৯ সালের ১লা অক্টোবর।

একমেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল?

মার্কিন যুক্তরাষ্ট্রকে।

মার্শাল পরিকল্পনা কবে ঘোষিত হয়?

১৯৪৭ সালের ৫ই জুন।

ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

১৯৪৫ সালে।

হো চি মিন কে ছিলেন?

ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক ও প্রাণপুরুষ।

ওয়ারশ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১৯৫৫ সালের ১৪ই মে।

P.L.O পুরো নাম কি?

Palestine Liberation Organization।

PLO প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ইয়াসির আরাফাত (১৯৬৪)।


g
কঙ্গো কবে স্বাধীন হয়?

১৯৫৮ সালের ২৮ নভেম্বর।

মিথাইল গর্বাচেভ কে ছিলেন?

সোভিয়েত ইউনিয়নের একজন কমিউনিস্ট নেতা ‌৷

সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশতিতম সম্মেলনে কোন নেতার অবদান অস্বীকার করা হয়েছিল?

মিখাইল গর্বাচেভ।

ইয়াসের আরাফত কে ছিলেন?

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) এর প্রধান নেতা।

হাঙ্গেরি কবে নিজেকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে?

১৯৫৬ সালে। এই আন্দোলনে নেতৃত্ব দেন ইমরে নেগী।

কোরিয়ার বিভাজন কত দ্রাঘিমা রেখা বরাবর হয়েছিল?

৩৮° ডিগ্রি রেখা।

The Cold War and it's Origins 1917-1960 গ্রন্থটির লেখক কে?

ডি. এফ. ফ্লেমিং।

MEDO পুরো কথা কী?

Middle East Defence Organization।

CENTO পুরো কথা কী?

Central Treaty Organisation।

ANZUS কবে গঠিত হয়?

১৯৫১ সালে।

কার নেতৃত্বে কবে কমিকন গঠিত হয়?

রাশিয়ার নেতৃত্বে ১৯৪৯ সালে।

COMECON পুরো কথা কী?

Council for Mutual Economic Assistance।

কোন দেশ বার্লিন অবরোধ শুরু করেছিল?

রাশিয়া।

আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প কোন নদীর উপর হয়েছিল?

মিশরের নীলনদ।

কোন চুক্তির মাধ্যমে আমেরিকা কিউবার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার পায়?

প্লাট চুক্তি (১৯০৩)।

কোন অঞ্চলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বলকান বলা হত?

ইন্দোচীন অঞ্চলকে।

কোন যুদ্ধে ফরাসি বাহিনী ভিয়েতনামের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়?

দিয়েন-বিয়েন-ফু র যুদ্ধে।

বেলফোর ঘোষণা কবে হয়েছিল?

১৯১৭ সালে।

ঠান্ডা যুদ্ধের দুটি প্রধান প্রতিপক্ষ কারা ছিল?

মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া।

ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে?

১৯৪৫ সালের ১৭ই আগস্ট।


i

স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ড. সুকার্নো।

কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন?

১৯৬২ সালে সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি।

আরব লীগ কবে গঠিত হয়?

১৯৪৫ সালে মিশরের রাজধানী কায়রোতে।

ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন?

হো চি মিন।

বেটি ফ্রিডেন রচিত দুটি গ্রন্থের নাম লেখ?

দা সেকেন্ড স্টেজ এবং দা ফেমিনিন মিস্টিক।

নেলসন ম্যান্ডেলা কে ছিলেন?

দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তথা প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি।

SEATO পুরো নাম কি?

South-East Asia Treaty Organisation।

চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল?

১৯৪৯ সালের ১লা অক্টোবর।

কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়?

মাও সে তুং।

SEATO কবে গঠিত হয়?

১৯৫৪ সালে।

আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংঘটিত হয়?

ফ্রান্স।

ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়?

১৯৭৩ সালে মিশর, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে।

ইউরোপের কোন দেশ মলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল?

সোভিয়েত ইউনিয়ন।

কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে ১৯৭০ এর দশকে পিং পং কূটনীতি বলা হয়েছিল?

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১৯৭৮ সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে।

The Age of Extreme : The short twentieth Century (1914-1991) লেখক কে?

এরিক হবসবাম।

আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?

১৯৯৩ সালে ওয়াশিংটনে এবং দ্বিতীয়বার ১৯৯৫ সালে মিশরে।

কোন বছর বিশ্বব্যাংক গঠিত হয়?

১৯৪৫ সালে।

বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

১৯৬১ সালে।

স্বাধীন ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ড. ওয়াইজম্যান।

কোরিয়ার বিভাজন কত দ্রাঘিমা রেখা বরাবর হয়েছিল?

৩৮° ডিগ্রি রেখা।

The Cold War and it's Origins 1917-1960 গ্রন্থটির লেখক কে?

ডি. এফ. ফ্লেমিং।

MEDO পুরো কথা কি?

Middle East Defence Organization।

CENTO পুরো কথা কি?

Central Treaty Organisation।

ANZUS কবে গঠিত হয়?

১৯৫১ সালে।

কার নেতৃত্বে কবে কমিকন গঠিত হয়?

রাশিয়ার নেতৃত্বে ১৯৪৯ সালে।

COMECON পুরো কথা কি?

Council for Mutual Economic Assistance।

কোন দেশ বার্লিন অবরোধ শুরু করেছিল?

রাশিয়া।

আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প কোন নদীর উপর হয়েছিল?

মিশরের নীলনদ।

কোন চুক্তির মাধ্যমে আমেরিকা কিউবার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার পায়?

প্লাট চুক্তি (১৯০৩)।

কোন অঞ্চলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বলকান বলা হত?

ইন্দোচীন অঞ্চলকে।

কোন যুদ্ধে ফরাসি বাহিনী ভিয়েতনামের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়?

দিয়েন-বিয়েন-ফু যুদ্ধ।

বেলফোর ঘোষণা কবে হয়েছিল?

১৯১৭ সালে।

ঠান্ডা যুদ্ধের দুটি প্রধান প্রতিপক্ষ কারা ছিল?

মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া।

ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে?

১৯৪৫ সালের ১৭ই আগস্ট।

স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ড. সুকর্ণ।

মহম্মদ হাত্তা কে ছিলেন?

স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী।

তোমাকে অনেক ধন্যবাদ 6th Semister history honours cc14 short question answer এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟