জন লকের রাষ্ট্রতত্ত্ব ও উদারনৈতিক বাদ সম্পর্কে আলোচনা কর অথবা জন লকের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন কর

জন লকের রাষ্ট্রতত্ত্ব ও উদারনৈতিক বাদ সম্পর্কে আলোচনা কর অথবা জন লকের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন কর

 জন লকের রাষ্ট্রতত্ত্ব ও উদারনৈতিক বাদ সম্পর্কে আলোচনা কর অথবা জন লকের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন কর

৬৮৮ খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের বহুবিধ তাৎপর্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ইংল্যান্ড তথা বহিঃশ্বের উদারনৈতিক রাষ্ট্র সৃষ্টির এক চেতনা বোধ । এই বিপ্লবের প্রায় ১০০ বছর পর ফরাসি বিপ্লবের রুশো মন্তেস্কু ভলতেয়ার প্রমুখরা যে ভূমিকা নিয়েছিল তার পূর্বসূরী হিসাবে জন লকের নাম নেওয়া যাই ৷ ইংল্যান্ডের আবার জন লোকের পূর্বসূরী টমাস হবস্ সুসমবদ্ধ ও অতি নিপুণভাবে রাষ্ট্রের এক স্বৈরতান্ত্রিক তত্ত্ব খাড়া করে যান । জন লক পরে সামাজিক চুক্তির মতবাদের রাজার ক্ষমতাকে প্রতিরোধ করার যুক্তি প্রতি প্রতিষ্ঠা করেন ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

জন লকের বহুমুখী দর্শন চিন্তা সম্পর্কে অবগত হতে গেলে আমাদের তার রচিত যে সকল আকর গ্রন্থ গুলির ওপর দেশটি নিক্ষেপ করতে হয় তার মধ্যে অন্যতম হল "Two treaties on civil goverments", 'Letters concerning tolaration', 'Essay Concerning human understanding' ৷

লক ব্যক্তিগত সম্পত্তি উদ্ভবের বিষয়টিকে যেভাবে বিশ্লেষণ করেছেন তা থেকে দেখা যায় লক সাম্যবাদী মত প্রদান করেছেন ৷ কেননা লোকের বক্তব্য অনুযায়ী আদি পর্বে ব্যক্তিগত সম্পত্তি বলতে কোন কিছুই ছিল না । ঈশ্বর সৃষ্টি সমস্ত কিছুর উপরেই সকলের ছিল সমান অধিকার ৷ ফলে প্রকৃতির সমস্ত কিছুই ভোগ করার সমান অধিকার সকলের ছিল ৷ গবেষক ম্যাককারসন অবশ্যই লকের রচনার উদ্ধৃত দিয়ে দেখিয়েছেন যে," জন্মগ্রহণ করার পর প্রতিটি মানুষের অধিকার রয়েছে আত্মরক্ষার এই পর্যায়ে ব্যক্তিগত কোন সম্পত্তি না থাকলেও প্রত্যেককেই তার একান্ত নিজস্ব সম্পত্তি বা সম্পদ ব্যবহারের অধিকারী ৷"

লক কতটা সাম্যবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন তা নির্ধারণ করতে হলে লকের সরকারের উদ্ভব সম্পর্কিত বিষয় আলোচনা করা প্রয়োজন ৷ যে সময় তার রচনার শুরু করেছিলেন সেই সময় ইংল্যান্ডের রাজনীতি ছিল অত্যন্ত জটিল এই অবস্থায় রবার্ট ফিল্মার স্বৈরাচারী রাজতান্ত্রিক ব্যবস্থার স্বপক্ষে বক্তব্য রাখেন ৷ তবে ফিল্মারের বিরুদ্ধে গিয়ে লক রাজতন্ত্রের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন তার "Two treties on civil goverment, গ্রন্থে লক নিয়ম তান্ত্রিক রাজতন্ত্রের সমর্থনের বক্তব্য রাখেন এবং পরিস্থিতি অনুযায়ী লক স্বর্গীয় রাজতন্ত্রের বিরোধিতা হিসেবে সামাজিক চুক্তির মতবাদের প্রবর্তন করেন ।

লক দুটি পৃথক চুক্তির কথা বলেছেন একটি চুক্তি দ্বারা জনগণ একত্রিত হয়ে 'civil society'-র সূত্রপাত করেন এবং অপরটির মাধ্যমে সরকার সম্পর্কিত ধারণার উদ্ভব ঘটে ৷ লকের মধ্যে জনসাধারণ তাদের স্বার্থ ও সম্পদের নিরাপত্তার জন্য সরকারকে নিযুক্ত করেন ৷ সরকার যদি কোন কারণে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন জনসাধারণ সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারেন ৷

লক প্রজা সাধারণকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার দিয়েছেন ৷ এ প্রসঙ্গে এবং লক contract ইত্যাদি শব্দ গুলি ব্যবহার করেছেন অর্থাৎ লকের বক্তব্য অনুযায়ী সরকার ও প্রজা সাধারণের মধ্যে সম্পর্কটি চুক্তিভিত্তিক ৷ সরকার চুক্তি ভঙ্গের দায় অভিযুক্ত হলে জনগণের অধিকার আছে সরকারের বিদ্রোহ করা ৷ লকের তথ্যের জনসাধারণের যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে লক্ষ্যে প্রগতিশীল চিন্তাবিদ হিসেবেও গণ্য করা যেতে পারে ৷

তবে লোকের রাজনৈতিক চিন্তাভাবনা পুরোপুরি ত্রুটিমুক্ত ছিল না তিনি যে রাজনৈতিক পেক্ষাপটে সাম্যের ধারণাটি প্রযুক্ত করেছিলেন তা নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট সঞ্চয় অবকাশ রয়েছে ৷ লক জনগণের সমান অধিকারের সংক্রান্ত বিষয় পরিষ্কারভাবে উপস্থিত করেননি । তিনি চুক্তি তত্ত্বের পরিপ্রেক্ষিতে জনসাধারণের প্রতিরোধের কথা বললেও তার সকলকে প্রতিরোধের অধিকার দেননি । কাজেই লকের বক্তব্যের মধ্যে ঐক্যের বিষয়টি নিহিত রয়েছে বলে মনে করা যেতে পারে ৷

লকের রাষ্ট্রচিন্তা বিভিন্নভাবে সমালোচিত হলেও জনগণের স্বাধীনতার অধিকার,রাষ্ট্রের বিরোধিতা করার ক্ষমতা,সাম্য প্রতিষ্ঠার যে আদর্শ লক উপস্থাপন করেছেন তা পরবর্তীকালে রাষ্ট্রচিন্তা কে প্রভাবিত করেছেন ৷ লকের আদর্শ কেবল ইংল্যান্ডে নয় আমেরিকা ও ফ্রান্সেও ছড়িয়ে পড়েছিল ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟