ডিগার সম্পর্কে টীকা লেখ

ডিগার সম্পর্কে টীকা লেখ

 ডিগার সম্পর্কে টীকা লেখ

ডিগার সম্পর্কে টীকা লেখ

ডিগাররা ছিল একটি বিপ্লবী গোষ্ঠী এরা আদিম সাম্যবাদে বিশ্বাসী ছিল ৷ এই বিশ্বাস থেকে এরা দাবি করত ইংল্যান্ডের ভূমিতে ইংল্যান্ডের সকল মানুষের সমান অধিকার ৷ এই দলের প্রধান নেতা ছিলেন জিলাড উইনস্ট্যানলি ৷ লেভেলার গোষ্ঠীর উগ্র বামপন্থী অংশ থেকে ডিগারদের উদ্ভব হয়েছিল ৷ লেভেলাররা যেমন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে থেকে এসেছে তেমনি ডিগাররা এসেছিল নিপীড়ত,শোষিত একেবারে বিত্তহীন মানুষের মধ্যে থেকে এরা প্রথাগত ধ্যান ধারণা ধর্ম বিশ্বাস এবং জমির ব্যক্তিগত মালিকানা ধারণার অবিশ্বাসী ছিল ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

১৬৪৯ খ্রিস্টাব্দে কোন একটি রবিবারে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ হয়ে ওঠে ঘটনাকে কেন্দ্র করে ক্রমস্য সঙ্ঘবদ্ধ হয়ে উঠেছিল ঘটনাটি ঘটে ওয়াল্টন অন টেমস এর ধর্মপালনীয় গির্জাঘরে ওই গির্জার মাস্টার ফোচেৎ সততার ভাষণ শেষ করেছেন, এমন সময় সেখানে ছয় জন সৈন্য নিয়ে এসে উপস্থিত হন ৷ তারা বয়সও ছিল তরুণ ৷ তারা বলেন বিশ্রাম কর অবান্তকর কারণ এটি নিছক আনুষ্ঠানিক এবং ইহুদি আচরন ৷ ধর্ম কর ও ইহুদি পন দিত ঈশ্বরের সন্তানের উপর একটি বোঝা ছাড়া আর কিছু নয় ৷ যাজকরা খ্রিষ্ঠ বিরোধী কারণ যে শুধু নিজেই তার ভক্তের হৃদয়ে আছে অতএব জাজগরা অবান্তর একই সঙ্গে ওই ধর্ম পালনের কিছু গরীব মানুষ অনাবাদি জমি খুলতে থাকে ৷ প্রথাগতভাবে রবিবার খননকার্য ধর্মীয়ভাবে নিষিদ্ধ ছিল ৷ এই খননকারীরা ডিগার গোষ্ঠী নামে পরিচিত হয় । এই অর্থের ডিগার হলো খননকারী ৷

খননকারী জায়গাটি চাষাবাদ এর পক্ষে একেবারে অনুপযুক্ত ৷ উইন স্ট্যানলি বলেছেন জায়গাটা জীবন ধারণের পক্ষে অনুর্বর ছিল ৷ ডিগাররা সাংবিধানগত প্রশ্নের চেয়ে অর্থনৈতিক সমস্যা সম্পর্কে বেশি আগ্রহী ছিল । ডিগাররা মনে করত গোটা পৃথিবী সাধু-সন্তদের, তাই সমস্ত দ্রব্যই সকলের জন্য এবং সমস্ত জমি জায়গা সকলের মধ্যে ভাগ করে দেয়া উচিত । ডিগারদের এই সাম্যবাদ অর্থনৈতিক চিন্তাভাবনাকে বিশ্বাস ভাবে প্রভাবিত করেছিল এবং সাম্যবাদী মানসিকতার জন্ম দিয়েছিল ইংল্যান্ডের কৃষি জমিতে ৷

তোমাকে অনেক ধন্যবাদ ডিগার সম্পর্কে টীকা লেখ এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟