জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা কর অথবা প্রাক-পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণী ভূমিকা কি ছিল

জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা কর অথবা প্রাক-পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণী ভূমিকা কি ছিল

জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা কর অথবা প্রাক-পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণী ভূমিকা কি ছিল

জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা কর অথবা প্রাক-পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণী ভূমিকা কি ছিল


সোগান যুগে জাপানের সমাজ কয়েকটি সুনির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত ছিল ৷ যেমন- সম্রাট বংশ,কুজে বংশ ,সোগান শাসক বংশ,ডাইনো সম্প্রদায়িক সামুরাই সম্প্রদায় এবং সর্বনিম্ন ছিলেন সাধারণ শ্রেণী ৷ এই সামাজিক কাঠামোর অবিচ্ছেদ অঙ্গ ছিল সামুরাই শ্রেণী ৷ আধুনিক জাপানের এরাই ছিল যুদ্ধ ব্যবসায়ী জাপানি ক্ষত্রিয় সোগান ও ডায়মোদের বেতনভুক্তি সশস্ত্র অনুচর ৷ আদিতে সামুরাইগন ছিল কৃষক সম্প্রদায় ভুক্ত ৷ তারা শান্তি সহ প্রভুর জমিতে চাষ করতেন এবং যুদ্ধের সময় প্রভুর পক্ষ নিয়ে যুদ্ধ করতেন ৷ কিন্তু তাদের অস্ত ধরনের কোন অধিকার ছিল না ৷ কিন্তু পঞ্চদশ ও ষোড়শ শতকে জাপানের সমর কৌশল ক্রমশ জটিল আকার ধারণ করলে কৃষক যোদ্ধা ব্যাপারটি আর থাকে না ৷ সামুরাইরা কেবলমাত্র পেশাদার যোদ্ধা হিসাবেই যোগদান করে ৷ প্রভুর সেবায় নিযুক্ত, নিসর্গ,নির্ভীক আত্ম বলিদান সদা প্রস্তুত সামুরাই শ্রেণী জাপানি সমাজ ও সংস্কৃতিকে অন্যান্য বৈশিষ্ট্য দান করেছেন এবং পরবর্তীকালে সামুরাই সম্প্রদায় সম্পূর্ণ একটি সামরিক শ্রেণীতে পরিণত হয় ৷


জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা কর অথবা প্রাক-পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণী ভূমিকা কি ছিল
নোহ নাটকে সঞ্জো কোকাজি , 10 শতকের কামার মুনেচিকা, একটি কিটসুনের (শেয়ালের আত্মা) দ্বারা সহায়তায়, তাচি (সামুরাই তলোয়ার) কো-গিটসুনে মারু নকল করে ।


প্রভূর কাছাকাছি সব সময় থাকার জন্য কৃষি সঙ্গে সংযোগবিহীন হয়ে পড়েন সামুরাইরা ৷ প্রভুর এলাকা সুরক্ষিত করার প্রতিদান হিসেবে সামুরায়রা দ্রব্যের মাধ্যমে বা কখনো অর্থের মাধ্যমে পারিশ্রমিক পেতেন ৷ সামুরাই শ্রেনীর মধ্যে আবার অভ্যন্তরের স্তরবিন্যাস ছিল ৷ উচ্চ পর্যায়ভূক্ত সামুরাই গ্রামীণ শাসনের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত করতেন , অন্যান্য স্তরভুক্ত সামুরাই সংবাদ সরবরাহ,দুর্গ রক্ষা প্রভৃতি দায়িত্ব পালন করতে ৷ শোগান যুগের সামরিক নীতি অনুসারে সামুরায়িকগণকে দিবারাত্রি দুটি তরবারি ধারণ করে থাকতে হতো ৷ সামুরাই গন ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ ৷ কোন কারণে প্রভুর বিরাজভাজন হলে তারা আত্মহত্যা করে আত্মসম্মান রক্ষা করতেন ৷ যে পদ্ধতিতে তারা আত্মহত্যা করতেন তাকে বলা হয় হারিকিরি অর্থাৎ উদার কর্তন ৷ কোন সামুরাই নিজের কর্ম দোষ সামুরাই সম্প্রদায়ের কলঙ্কের কারণ হয়ে উঠলে তিনি স্বেচ্ছায় হারিকিরি সম্পন্ন করে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেন ৷


জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা কর অথবা প্রাক-পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণী ভূমিকা কি ছিল
তাইরা নো মাসাকাডো ঘোড়ার পিঠে প্রতিপক্ষকে আক্রমণ করছে ( ইয়োশিতোশি )



টোকুগাওয়া যুগের সামুরাই শ্রেণী নিজেদের শিক্ষিত সংস্কৃতি উচ্চনৈতিক আদর্শ সম্পন্ন শ্রেণী হিসেবে গড়ে তুলেছিলেন ৷ নৈতিক নিষ্ঠার জন্য সামুরাই শ্রেণী তাদের নিজস্ব নীতি সংহিতা রচনা করেছিলেন যা 'বুশিদো' নামে পরিচিত ছিল ৷ 'বুশিদো' তো কথার অর্থ হল যোদ্ধার পথ ৷ কনফুসিয়াস আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা বুশিদো একজন শাসক ও সৈনিকদের জীবন নির্দেশিকা ছিল ৷ টোকুগাওয়া শাসকদের শাসনকালে জাপান প্রায় দুইশত বছরের অধিকাংশ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে ৷ এই দীর্ঘ দুই শতাব্দি কাল ধরে মধ্যযুগে জাপানের ইতিহাসে শান্তির যুগ ৷ তখন যুদ্ধ ব্যবসায়ী সামুরাই শ্রেণী সমাজের চোখে নিজ প্রয়োজনীয় হয়ে পড়ে ৷ তাদের ভরণপোষণের দায়িত্ব যথারীতি ডাইমোদের ওপরে ন্যস্ত হয় ৷ ফলে তারা সমাজের প্রয়োজনীয় তথা নির্ভরশীল শ্রেণি হিসেবে পরিচিত হয় । কালক্রমে দেশের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে জীবনধারণ প্রণালী পরিবর্তিত করতে বাধ্য করেন ৷ তাই যুদ্ধ বন্ধ হয়ে গেলে অনেক সামুরাই তখন অকর্মণ্য ভাতাভোগী শ্রেণীতে পরিণত হয় ৷


জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা কর অথবা প্রাক-পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণী ভূমিকা কি ছিল
তাইরা নো শিগেমোরি এবং মিনামোটো নো ইয়োশিহিরা ঘোড়ার পিঠে, ও-ইয়োরোই বর্ম পরিহিত, একটি ধনুক ( ইউমি ) বহন করে এবং একটি ইয়েবিরা কাঁপে 

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟