উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো

উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো

 উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো অথবা,উত্তরের মানবতাবাদের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো

রেনেসা শুধু তার পৃষ্ঠ স্থান ইতালিতেই সীমাবদ্ধ ছিল না। তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগত ইউরোপীয় বণিকদের প্রভাব এবং শিল্পশৈলীর ব্যক্ত করতে আগত বিভিন্ন শিল্পীদের মাধ্যমে ইটালির রেনেসাঁ ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড ও স্পেনে ছড়িয়ে পড়েছিল ৷ এই সকল স্থানের বিশ্ববিদ্যালয় গুলিতে ল্যাটিন ও গ্রিক ভাষা চর্চা সঙ্গে সঙ্গে ধর্মতত্ত্ব ,দর্শন, শিল্প, বিজ্ঞান ও সাহিত্য শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয় ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

উত্তরের রেনেসাঁ প্রাচীন সাহিত্যচর্চার সঙ্গে ধর্মতত্ত্ব দর্শন ও ভাষাতত্ত্বের ওপর গুরুত্ব আরোপ করে ৷ এখানকার শ্রেষ্ঠ মানবতাবাদের মধ্যেও অন্যতম হলেন ফ্রান্সের বুঁদে, জার্মানির এগ্নিকোলা,বিউটালিন ও হার্টেন স্পেনের যাজক জিমনিশ উল্লেখযোগ্য ৷ এদের মধ্যে উত্তরের শ্রেষ্ঠ রেনেসাপন্থি মানবতাবাদী ছিলেন পন্ডিত ইরাসমাস ৷ পিয়ের গ্লাইলসের মতে," কবিরা ধ্রুপদী ভাবধারায় রপ্ত করে কাব্য রচনা করেছিলেন ৷ এই সকল কাব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা যে সকল সাহিত্যচর্চা করতেন তা ধর্মনিরপেক্ষ হলেও ধর্মের বিরুদ্ধে চারণ করা হয়নি । তারা মনে করতেন নিজস্ব ধর্ম পালন করা একজন আদর্শ নাগরিকের কর্তব্য ।

এক্ষেত্রে ইরাসমাস ও হার্টেন নতুন শিক্ষার আলো দেখান ৷ তাদের এই শিক্ষা হলো মানুষের চারিত্রিক দৃঢ়তার পরিপূর্ণ বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষের জীবন যাপনের পথকে সহজ করে তোলা ৷ ইরাসমাসের অন্যতম লক্ষ্য ছিল খ্রিস্টান ধর্মের সন্ন্যাস জীবন, ব্রহ্মচর্য জীবন ও বিভিন্ন অবাঞ্ছিত পূজার বিরোধী করে ধর্মের প্রকৃত রূপটি তুলে ধরা ৷

এই ধরনের দর্শনের সঙ্গে তৎকালীন বিখ্যাত আইনজ্ঞ রবার্ট গ্যাগুয়িন ঘনিষ্ঠ ছিলেন ৷ ফরাসি ভাষায় লিভির রোমের ইতিহাস অনুবাদ করেন ৷ ১৬ শতকের প্রথম দিকে ইংরেজ মানবতাবাদীদের অন্যতম জন কোলটের সঙ্গে ইরাসমাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ৷

তিনি প্রচলিত ধর্মের বিরোধিতা করেন এবং চার্চ যাজকদের দুর্নীতিকে আক্রমণ করেন ৷ তার মধ্যে বাইবেলে যে খ্রিস্টধর্মের পরিচয় পাওয়া যায় তার সঙ্গে প্রচলিত খ্রিস্টাধর্ম ব্যবস্থা কোনরূপ মিল ছিল না ৷ তাই তিনি তার রচিত "inpresent of folly" গ্রন্থে প্রচলিত খ্রিস্টধর্ম ও চার্চের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে তীব্র নিন্দা করেন ৷ তিনি শুধুমাত্র দার্শনিকই নয়, তিনি ছিলেন কবি ও সাহিত্যিক ৷ এই বহুমুখী প্রতিভার জন্যই তিনি মানবতাবাদী যুবরাজ হিসেবে ইতিহাসে খ্যাতি হয়ে আছেন ।

এইসব দিক থেকে বিচার করলে দেখা যায় মানবতাবাদী দার্শনিক ইরাসমাস একজন সমাজ সংস্কারও ছিলেন ৷ তিনি সারা জীবন তার জ্ঞানের ও প্রতিভার বলে মানুষকে ও সমাজকে সুপথের দিকে পরিচালিত করেছেন ৷ উত্তরের রেনেসাঁসের অন্যতম পুনরুত্থান পরবর্তী পর্যায়ে মানবিক মানবতার উজ্জ্বল উদাহরণ রূপে শ্রদ্ধেয় ‌৷‍

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟