সপ্তম হেনরি কি ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল অথবা হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে কি নব্য রাজতন্ত্র বলা যায়
১৪৮৫ খ্রিস্টাব্দে সপ্তম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে নির্বাচিত হন ৷ ইংল্যান্ডে তিনি টিউটর বংশের প্রতিষ্ঠাতা করেন ৷ তার প্রতিষ্ঠিত এই রাজতন্ত্রকে অনেকেই নব্য রাজতন্ত্র বলে অভিহিত করেছেন ৷ জন রিচার্ড গ্রীন সর্বপ্রথম এই নব্য রাজতন্ত্র বিশেষণটি ব্যবহার করেন ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
সপ্তম হেনরির নতুন ধরনের রাজা ছিলেন কিনা বা তার রাজত্বকাল নতুন যুগের সূচনা করেছিল কিনা সে বিষয়ে বহু বিতর্ক রয়েছে ৷ এ প্রসঙ্গে অনেক ঐতিহাসিক বলেন সপ্তম হেনরির মতো দক্ষ রাজা ইংল্যান্ডের ইতিহাসে আগেও এসেছিলেন । যেমন প্রথম এডওয়ার্ড, দ্বিতীয় হেনরি তবে এলটনের মতে অষ্টম হেনরির আমলেই নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল ৷ তিনি এ প্রসঙ্গে অষ্টম হেনরির মন্ত্রী উইলসির উল্লেখ করেছেন ৷ কারণ উলসি ছিলেন আধুনিক প্রশাসনের স্রষ্টা।
রজার লকিয়ার ম্যাকে সমকালীন ইউরোপের পরিপ্রেক্ষিতে টিউটর রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন এবং সেখানে রাজতন্ত্র সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন ৷ প্রথমত, রাজা হবেন একটি জাতীয় রাষ্ট্রের প্রধান ৷ দ্বিতীয়ত, রাজা উদীয়মান ও দক্ষ মধ্যবিত্ত শ্রেণীর সাহায্যে শাসন করবেন ৷ তৃতীয়ত, জাতীয় স্বার্থে তিনি বিদেশ নীতি পরিচালনা করবেন ৷ চতুর্থত, একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করবেন এবং বিভিন্ন প্রশাসনিক সংস্কার সাধন করবেন সর্বোপরি রাজা হবেন উচ্চবিলাসী উদ্যমি ও সুচতুর ৷ উপরিপ্ত বৈশিষ্ট্য গুলি টিউডর রাজবংশের মধ্যেও দেখা যায় । অর্থত এই রাজতন্ত্রকে নব্য রাজতন্ত্র বলে অভিহিত করেছেন
সপ্তম হেনরির দক্ষতা ও সাফল্য সম্পর্কে কোন সন্দেহ নেই ৷ তিনি শক্তিশালী সামন্তদের উপর নিজের আধিপত্য প্রচেষ্টা করেন ৷ মধ্যবিত্তদের প্রশাসনিক কাজে নিয়োগ করেন অর্থনৈতিক ও উপনিবেশিক কার্যকলাপকে উৎসাহী ছিলেন এবং প্রশাসনিক সংস্কার সাধন করেছিলেন ৷ এমনকি পার্লামেন্টের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন ৷ এই যে অর্থের জাতীয় রাজতন্ত্র বিশেষণটি প্রয়োগ করা যায় সপ্তম হেনরির রাজতন্ত্রেও তা পরিলক্ষিত হয়েছিল ৷
কিন্তু সপ্তম হেনরি কে নতুন ধরনের রাজা বা তার প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নব্য রাজতন্ত্র বলে মানতে অনেকে অস্বীকার করেছেন ৷ এই প্রসঙ্গে এলটনের বক্তব্য গুলি হল - প্রথমত, সপ্তম হেনরির প্রশাসন ছিল প্রাচীনপন্থী । তিনি মধ্যযুগীয় রাজাদের মতো প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠনে সচেষ্ট হয়েছিলেন , অর্থনৈতিক, প্রশাসনিক কোন নতুনত্ব ছিল না ৷ দ্বিতীয়তঃ সপ্তম হেনরি অভিজাত বার শক্তিশালী সামন্তদের দমনের জন্য যে নীতি ব্যবস্থা নিয়েছিলেন তাতেও কোন গুরুত্ব ছিল না ৷ তৃতীয়তঃ starchamber আদালতটিতেও কোন নতুনত্ব ছিল না । চতুর্থ হেনরি কোন বিশেষ শ্রেণীকে সুযোগ সুবিধা দেননি । তার কাউন্সিলে বহু অভিজাত শ্রেণীর মানুষ ছিল ৷ বস্তুত হেনরির রাজতন্ত্র বিভিন্ন শ্রেণীর মানুষের সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত ছিল ৷
উপরিপ্ত যুক্তিগুলির পরিপ্রেক্ষিতে এলটন এই সিদ্ধান্তে এসেছিলেন যে টিউটররা নতুন রাজতন্ত্র স্থাপনের পরিবর্তে শক্তিশালী রাজতন্ত্র স্থাপন করেছিল ৷ সপ্তম হেনরি রাজতন্ত্রে পুরানো রাজতন্ত্রই ফিরিয়ে আনা হয়েছিল । সুতরাং বলা যায় সপ্তম হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত নব্য রাজতন্ত্র ছিল না বরং তিনি পুরানো প্রতিষ্ঠান গুলিতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন ৷
পরিশেষে বলা যায় নব্য রাজতন্ত্র নিয়ে বিতর্ক আজও অব্যাহত আছে ৷ সাম্প্রতিক কালের বহু ঐতিহাসিক দেখিয়েছেন যে, সপ্তম হেনরির রাজতন্ত্রে কোন বৈচিত্র ছিল না ৷ এগুলি পূর্ব থেকে বলবৎ ছিল ৷ তবে অনেকেই হেনরির রাজতন্ত্রকে ইংল্যান্ডের ইতিহাসে একদিকে মধ্যযুগের অবসান অন্যদিকে নব্য রাজতন্ত্রের সূচনা মধ্যে যোগসূত্র হিসেবে দেখিয়েছিলেন ৷ এই মত অনুযায়ী নব্য রাজতন্ত্রের প্রকৃত সূচনা সপ্তম হেনরির পরেই এসেছিল ৷