Posts

সপ্তম হেনরি কি ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল অথবা হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে কি নব্য রাজতন্ত্র বলা যায়

সপ্তম হেনরি কি ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল অথবা হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে কি নব্য রাজতন্ত্র বলা যায়

 সপ্তম হেনরি কি ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল অথবা হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে কি নব্য রাজতন্ত্র বলা যায়

সপ্তম হেনরি কি ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল অথবা হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে কি নব্য রাজতন্ত্র বলা যায়

৪৮৫ খ্রিস্টাব্দে সপ্তম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে নির্বাচিত হন ৷ ইংল্যান্ডে তিনি টিউটর বংশের প্রতিষ্ঠাতা করেন ৷ তার প্রতিষ্ঠিত এই রাজতন্ত্রকে অনেকেই নব্য রাজতন্ত্র বলে অভিহিত করেছেন ৷ জন রিচার্ড গ্রীন সর্বপ্রথম এই নব্য রাজতন্ত্র বিশেষণটি ব্যবহার করেন ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

সপ্তম হেনরির নতুন ধরনের রাজা ছিলেন কিনা বা তার রাজত্বকাল নতুন যুগের সূচনা করেছিল কিনা সে বিষয়ে বহু বিতর্ক রয়েছে ৷ এ প্রসঙ্গে অনেক ঐতিহাসিক বলেন সপ্তম হেনরির মতো দক্ষ রাজা ইংল্যান্ডের ইতিহাসে আগেও এসেছিলেন । যেমন প্রথম এডওয়ার্ড, দ্বিতীয় হেনরি তবে এলটনের মতে অষ্টম হেনরির আমলেই নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল ৷ তিনি এ প্রসঙ্গে অষ্টম হেনরির মন্ত্রী উইলসির উল্লেখ করেছেন ৷ কারণ উলসি ছিলেন আধুনিক প্রশাসনের স্রষ্টা।

রজার লকিয়ার ম্যাকে সমকালীন ইউরোপের পরিপ্রেক্ষিতে টিউটর রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন এবং সেখানে রাজতন্ত্র সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন ৷ প্রথমত, রাজা হবেন একটি জাতীয় রাষ্ট্রের প্রধান ৷ দ্বিতীয়ত, রাজা উদীয়মান ও দক্ষ মধ্যবিত্ত শ্রেণীর সাহায্যে শাসন করবেন ৷ তৃতীয়ত, জাতীয় স্বার্থে তিনি বিদেশ নীতি পরিচালনা করবেন ৷ চতুর্থত, একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করবেন এবং বিভিন্ন প্রশাসনিক সংস্কার সাধন করবেন সর্বোপরি রাজা হবেন উচ্চবিলাসী উদ্যমি ও সুচতুর ৷ উপরিপ্ত বৈশিষ্ট্য গুলি টিউডর রাজবংশের মধ্যেও দেখা যায় । অর্থত এই রাজতন্ত্রকে নব্য রাজতন্ত্র বলে অভিহিত করেছেন

সপ্তম হেনরির দক্ষতা ও সাফল্য সম্পর্কে কোন সন্দেহ নেই ৷ তিনি শক্তিশালী সামন্তদের উপর নিজের আধিপত্য প্রচেষ্টা করেন ৷ মধ্যবিত্তদের প্রশাসনিক কাজে নিয়োগ করেন অর্থনৈতিক ও উপনিবেশিক কার্যকলাপকে উৎসাহী ছিলেন এবং প্রশাসনিক সংস্কার সাধন করেছিলেন ৷ এমনকি পার্লামেন্টের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন ৷ এই যে অর্থের জাতীয় রাজতন্ত্র বিশেষণটি প্রয়োগ করা যায় সপ্তম হেনরির রাজতন্ত্রেও তা পরিলক্ষিত হয়েছিল ৷

কিন্তু সপ্তম হেনরি কে নতুন ধরনের রাজা বা তার প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নব্য রাজতন্ত্র বলে মানতে অনেকে অস্বীকার করেছেন ৷ এই প্রসঙ্গে এলটনের বক্তব্য গুলি হল - প্রথমত, সপ্তম হেনরির প্রশাসন ছিল প্রাচীনপন্থী । তিনি মধ্যযুগীয় রাজাদের মতো প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠনে সচেষ্ট হয়েছিলেন , অর্থনৈতিক, প্রশাসনিক কোন নতুনত্ব ছিল না ৷ দ্বিতীয়তঃ সপ্তম হেনরি অভিজাত বার শক্তিশালী সামন্তদের দমনের জন্য যে নীতি ব্যবস্থা নিয়েছিলেন তাতেও কোন গুরুত্ব ছিল না ৷ তৃতীয়তঃ starchamber আদালতটিতেও কোন নতুনত্ব ছিল না । চতুর্থ হেনরি কোন বিশেষ শ্রেণীকে সুযোগ সুবিধা দেননি । তার কাউন্সিলে বহু অভিজাত শ্রেণীর মানুষ ছিল ৷ বস্তুত হেনরির রাজতন্ত্র বিভিন্ন শ্রেণীর মানুষের সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত ছিল ৷

উপরিপ্ত যুক্তিগুলির পরিপ্রেক্ষিতে এলটন এই সিদ্ধান্তে এসেছিলেন যে টিউটররা নতুন রাজতন্ত্র স্থাপনের পরিবর্তে শক্তিশালী রাজতন্ত্র স্থাপন করেছিল ৷ সপ্তম হেনরি রাজতন্ত্রে পুরানো রাজতন্ত্রই ফিরিয়ে আনা হয়েছিল । সুতরাং বলা যায় সপ্তম হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত নব্য রাজতন্ত্র ছিল না বরং তিনি পুরানো প্রতিষ্ঠান গুলিতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন ৷

পরিশেষে বলা যায় নব্য রাজতন্ত্র নিয়ে বিতর্ক আজও অব্যাহত আছে ৷ সাম্প্রতিক কালের বহু ঐতিহাসিক দেখিয়েছেন যে, সপ্তম হেনরির রাজতন্ত্রে কোন বৈচিত্র ছিল না ৷ এগুলি পূর্ব থেকে বলবৎ ছিল ৷ তবে অনেকেই হেনরির রাজতন্ত্রকে ইংল্যান্ডের ইতিহাসে একদিকে মধ্যযুগের অবসান অন্যদিকে নব্য রাজতন্ত্রের সূচনা মধ্যে যোগসূত্র হিসেবে দেখিয়েছিলেন ৷ এই মত অনুযায়ী নব্য রাজতন্ত্রের প্রকৃত সূচনা সপ্তম হেনরির পরেই এসেছিল ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟