অষ্টপ্রধান কারা ?/ শিবাজীর অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ
শিবাজি যুদ্ধের দ্বারা ঐক্যবদ্ধ মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করার পর শাসনব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দেন । তিনি রাজাকে সমস্ত ক্ষমতার কেন্দ্রে পরিণত করেন । কিন্তু প্রশাসনের সমস্ত বিষয় এককভাবে পরিচালনা করা অসম্ভব বিবেচনা করে শিবাজি 1660 খ্রিস্টাব্দে অষ্টপ্রধান মন্ত্রীসভার প্রচলন করেন । এই অষ্টপ্রধান শাসনব্যবস্থা ছিল-
- শিবাজির মন্ত্রীসভার ৪ টি স্তম্ভের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া । তিনি একাধারে যুদ্ধা পরিচালনা, জনকল্যান, রাজার নির্দেশ কার্যকরী করা প্রকৃতি ছাড়াও সমগ্র প্রশাসনের ওপর নজর রাখতেন।
- দেশোয়ার পরে ছিলেন অমাত্য বা রাজস্ব মন্ত্রী । তিনি সরকারী আয়-ব্যয়, হিসাব খরচ রাখা প্রভৃতির দায়িত্বে ছিলেন ৷
- মন্ত্রী বা ওয়াকিয়ানবিসের কাজ ছিল রাজার দলিলপত্র রচনা, বিদেশীদের দেখাশোনা করা প্রভৃতি।
- সচিব ছিলেন অষ্টপ্রধান শাসনের অন্যতম মন্ত্রী । তিনি রাজকীয় চিঠিপত্র, দলিল, প্রভৃতি পরীক্ষার কাজ করতেন ।
- মন্ত্রীর পরে ছিলেন বিদেশ সচিব । তিনি শিবাজিকে বিদেশি রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন খবর দিতেন ।
- অষ্টপ্রধান মন্ত্রীসভার অন্যতম ছিলেন সেনাপতি । তিনি সৈন্য সংগ্রহ, যুদ্ধ পরিচালনা, সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা রক্ষা করা প্রভৃতি কাজ করতেন ।
- পুরোহিত, তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান, বিচারকার্য পরিচালনা প্রস্তুতির দায়িত্ব পালন করতেন ।
- মুখ্য বিচারপতি, দেশের সমস্ত ধরনের বিচারের কাজ করতেন ।
তবে এই আটজন মন্ত্রী বা অষ্টপ্রধানের কোনো স্বাধীনতা ছিলনা। তারা শিবাজির ইচ্ছা অনুসারে
এই সমস্ত পদে বহাল থাকতেন । অর্থাৎ শিবাজিই হলেন এই অষ্টপ্রধানের নিয়ন্ত্রক আর তিনি এই অষ্টপ্রধান মন্ত্রীদের নিয়ে একটি সুশৃঙ্খল শাসন পরিচালনা করতেন ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ অষ্টপ্রধান কারা ?/ শিবাজীর অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ এই নোটটি পড়ার জন্য