অষ্টপ্রধান কারা ?/ শিবাজীর অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ

অষ্টপ্রধান কারা ?/ শিবাজীর অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ

 অষ্টপ্রধান কারা ?/ শিবাজীর অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ

অষ্টপ্রধান কারা ?/ শিবাজীর অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ ..


শিবাজি যুদ্ধের দ্বারা ঐক্যবদ্ধ মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করার পর শাসনব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দেন । তিনি রাজাকে সমস্ত ক্ষমতার কেন্দ্রে পরিণত করেন । কিন্তু প্রশাসনের সমস্ত বিষয় এককভাবে পরিচালনা করা অসম্ভব বিবেচনা করে শিবাজি 1660 খ্রিস্টাব্দে অষ্টপ্রধান মন্ত্রীসভার প্রচলন করেন । এই অষ্টপ্রধান শাসনব্যবস্থা ছিল-

  1. শিবাজির মন্ত্রীসভার ৪ টি স্তম্ভের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া । তিনি একাধারে যুদ্ধা পরিচালনা, জনকল্যান, রাজার নির্দেশ কার্যকরী করা প্রকৃতি ছাড়াও সমগ্র প্রশাসনের ওপর নজর রাখতেন।
  2. দেশোয়ার পরে ছিলেন অমাত্য বা রাজস্ব মন্ত্রী । তিনি সরকারী আয়-ব্যয়, হিসাব খরচ রাখা প্রভৃতির দায়িত্বে ছিলেন ৷
  3.  মন্ত্রী বা ওয়াকিয়ানবিসের কাজ ছিল রাজার দলিলপত্র রচনা, বিদেশীদের দেখাশোনা করা প্রভৃতি।
  4. সচিব ছিলেন অষ্টপ্রধান শাসনের অন্যতম মন্ত্রী । তিনি রাজকীয় চিঠিপত্র, দলিল, প্রভৃতি পরীক্ষার কাজ করতেন ।
  5. মন্ত্রীর পরে ছিলেন বিদেশ সচিব । তিনি শিবাজিকে বিদেশি রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন খবর দিতেন ।
  6. অষ্টপ্রধান মন্ত্রীসভার অন্যতম ছিলেন সেনাপতি । তিনি সৈন্য সংগ্রহ, যুদ্ধ পরিচালনা, সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা র‍ক্ষা করা প্রভৃতি কাজ করতেন ।
  7. পুরোহিত, তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান, বিচারকার্য পরিচালনা প্রস্তুতির দায়িত্ব পালন করতেন ।
  8. মুখ্য বিচারপতি, দেশের সমস্ত ধরনের বিচারের কাজ করতেন ।

তবে এই আটজন মন্ত্রী বা অষ্টপ্রধানের কোনো স্বাধীনতা ছিলনা। তারা শিবাজির ইচ্ছা অনুসারে
এই সমস্ত পদে বহাল থাকতেন । অর্থাৎ শিবাজিই হলেন এই অষ্টপ্রধানের নিয়ন্ত্রক আর তিনি এই অষ্টপ্রধান মন্ত্রীদের নিয়ে একটি সুশৃঙ্খল শাসন পরিচালনা করতেন ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟