ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অনিশ্চিত অবস্থা অথবা, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো।
বিপ্লব হঠাৎ করে বা একটি মাত্র কারণে ঘটে না বিপ্লবের পশ্চাতে থাকে ধীরে প্রস্তুতি ও বহুবিক কারণ যেমন যখন শাসকশ্রেণী স্বৈরাচারী হয়ে ওঠে, শোষণের মাত্রা বৃদ্ধি পেয়ে চরম এ পৌঁছায় তখন জনগণ তা প্রতিরোধ করার জন্য বিপ্লবের পথে এগোই এই কথাগুলি ফরাসি বিপ্লবের ক্ষেত্রেই প্রযোজ্য ৷ রাজতন্ত্র চতুর্দশ লুই এর আমল থেকেই ফ্রান্সের যে স্বৈরাচার শুরু হয় তার ফলে ফরাসি বাসি বিপ্লবের রাস্তায় যেতে বাধ্য হয় । আসলে যুগের প্রয়োজনে নিজেদেরকে পরিবর্তন না করাই ইতিহাস ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রকে দায়ী করেছিল । ঐতিহাসিক মেলা ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রকে দায়ী করে বলেছেন ফরাসি রাজতন্ত্র এই বিপ্লব ঘটিয়েছে । ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা এক জটিল পরিস্থিতিতে বিরাজমান ছিল ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অনিশ্চিত অবস্থায় অবদান রাখার প্রাথমিক কারণগুলির মধ্যে একটি ছিল একটি বিলাসবহুল ব্যয় । তাছাড়াও ব্যয়বহুল যুদ্ধ এবং অদক্ষ কর ব্যবস্থা ফরাসি কোষাগারকে শূন্য করে রেখেছিল । রাজতন্ত্র তার আর্থিক বাধ্যবাধকতা পূরণের জন্য সংগ্রাম করেছিল, যার ফলে জাতীয় ঋণ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পায় । রাজস্ব সংস্কারের প্রয়াস সম্ভ্রান্ত এবং যাজকদের প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, সংকটকে আরও বাড়িয়ে তোলে ।
বুরবোঁ রাজবংশের রাজারা অধিকার প্রয়োগে যতটা সক্রিয় ছিলেন কর্তব্য পালনেই ততটা নিষ্ক্রিয় ছিলেন ৷ একচ্ছত্র ক্ষমতা কায়েম করে নিজে বিলাস-ব্যাশনে মগ্ন থাকতেন ৷ পঞ্চদশ লুই রাজকার্যের থেকে বেশি তার উপপত্নী মাদাম পম্পাদুরের প্রেমে আচ্ছন্ন ছিলেন ৷ ষোড়শ লুই ছিলেন অতিমাত্রায় দুর্বল চিত্র ৷ তিনি তার বানি ম্যারি আঁতোয়ানেত এর ওপর বেশি প্রভাবাধীন হয়ে পড়েছিলেন ৷
সিংহাসন লাভের পর রাজা চতুর্দশ লুই নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করেন ৷ নিজেদের ক্ষমতাকে ঈশ্বর প্রদত্ত রূপ নিয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করেন ৷ তারপর চতুর্দশ লুই বলেন আমিই রাষ্ট্র আবার পঞ্চদশ লুই বলেন 'আমার ইচ্ছায় আইন' ৷ এই সকল কারনেই ফরাসি জাতী রাজাকে ঈশ্বরের প্রতিনিধি রূপে মেনে নিতে বাধ্য হয়েছিল ৷ কিন্তু এই স্বৈরাচারী রাজতন্ত্রিক আদর্শ জনগণের কাছে বিভীষিকা ও আতঙ্ক ছাড়া আর কিছু ছিল না ৷
ফরাসি বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের প্রশাসনিক দুর্নীতি অত্যাধিক হাড়ে বেড়ে গিয়েছিল ৷ দুর্নীতি প্রশাসনের সর্বত্র প্রবেশ করার বিশৃঙ্খলা দেখা দেয় ৷ বিচার ব্যবস্থায় কুলসিত হন ৷ 'ইনটেনডেন্ট' নামে একদা সৎ ও দক্ষ রাজস্ব আদায়কারী কর্মচারীরাও দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে ৷ অর্থের বিনিময়ে সরকারি কর্মচারী পদ এমনকি ম্যাজিস্ট্রেটের ও পদ বিক্রি হতে শুরু করে ৷
পঞ্চদশ লুই ও ষোড়শ লুই এর ভ্রান্ত পররাষ্ট্রনীতির ফলে ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে এক দারুন বিপর্যয় নেমে আসে ৷ অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে ও সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে ভারত ও আমেরিকায় উপনিবেশ গুলি ফ্রান্সের হস্তচুত্য হয় ৷ এর ফলে ইউরোপে ফ্রান্সের আধিপত্য বিনষ্ট হয় ৷ রাজকোষ শূন্য হয় এবং ব্যবসা-বাণিজ্য চরম বিপর্যয় ঘটে ৷
ফ্রান্সের রাজস্ব ব্যবস্থা ছিল বৈষম্যপূর্ণ এই ব্যবস্থাই সাজানোর নাগরিকরা করভার থেকে কোনভাবেই রেহাই না পেলেও অভিজাতদের জন্য কর ব্যবস্থা নানা রকম ছাড়ছিল যাজকরাও কর ব্যবস্থা নিয়ন্ত্রণ থেকে অনেকাংশেই মুক্ত ছিল ৷ ফ্রান্সে অস্বাভাবিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায় অথচ সেই তুলনায় উৎপাদনের হার বৃদ্ধি পায়নি কৃষকদের রক্ষণশীল মনোভাব এর ফলে কিছু উৎপাদনে ঘাটতে দেখা দেয় পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ প্রচুর শস্য নষ্ট হওয়ার জন্য সরসের দাম ৬০ থেকে ৬৫% বেড়ে যায় অথচ অর্থ সংকটের জন্য মজুরি বৃদ্ধি করা হয়নি এর পরোক্ষ ছিল দেশে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি, এই পরিস্থিতি যে কোন দেশে বিপ্লব গড়ে ওঠার ক্ষেত্রে অনুকূল ফ্রান্স ও এক্ষেত্রে কোন ব্যতিক্রম ছিল না ৷
এবং সর্বশেষ ফরাসি বিপ্লবের পেছনে ষোড়শ লয়ের ভূমিকা ছিল অনেক অংশে ষোড়শ লুই অত্যন্ত সৎ ব্যাক্তি হলেও তার মধ্যে ব্যক্তিত্বের অভাব ছিল ৷ যার কারণে তিনি অধিকাংশ ক্ষেত্রেই তার রানীর নিয়তাধীন হয়ে উঠেছিল এবং রানী মেরি আঁতোয়ানেত নিজে থেকেই একাধিক পদক্ষেপ গ্রহণ করতে থাকে ৷ তার অদূরদর্শিকতা ও অপরিকল্পিত নীতি রাজ্যের সকল মানুষকেই তার বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলে ৷
উপসংহারে, ফরাসি রাজতন্ত্র ফরাসি বিপ্লবের প্রাক্কালে নড়বড়ে মাটিতে দাঁড়িয়েছিল । আর্থিক সংকট, সামাজিক বৈষম্য, দুর্বল নেতৃত্ব এবং ক্রমবর্ধমান অস্থিরতায় জর্জরিত, জাতির সামনের ক্রমবর্ধমান সমস্যা গুলির মোকাবেলা করার জন্য অযোগ্য ছিল । এবং সর্বোপরি ষোড়শ লুই এই সংকটমোচন এর দায়িত্ব গ্রহণ করলে তার অজান্তেই অভিজাতদের কারণে ফরাসি বিপ্লব সংঘটিত হয়ে ওঠে ৷