ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল

ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল

 ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল

ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল

ষ্টাদশ শতকে ইংল্যান্ডে পার্লামেন্টারি বা সাংবিধানিক রাজতন্ত্র উদ্ভব ও প্রসার কোন আকস্মিক ঘটনা ছিল না ৷ পঞ্চদশ শতকের অন্তিম পর্ব থেকে সপ্তদশ শতকের সূচনা পর্যন্ত পার্লামেন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রশাসনের এবং জাতীয় জীবনে রাজধানীর প্রাধান্য প্রায় অক্ষুন্ন রেখেছিল ৷ ঐতিহাসিকরা একে নব্য রাজতন্ত্র বলে আখ্যা দিয়েছেন ৷ ঐতিহাসিক এলটন দেখিয়েছেন যে সংস্কার আন্দোলন কে কেন্দ্র করে ইংল্যান্ডের যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তাতে রাজা ও পার্লামেন্টের ২ এর পক্ষে সম্মিলিত প্রচেষ্টায় প্রাধান্য পেয়েছিল । এলিজাবেথের যুগেও পার্লামেন্টের সদস্যরা বাক-স্বাধীনতা বহু ধর্মীয় অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মতামত পেশ করতে পারতেন ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

টিউডর যুগের পর স্টুয়ার্ট রাজারা সপ্তদশ শতকে রাজতন্ত্র এবং পার্লামেন্টের মধ্যে প্রতিষ্ঠিত তার ভারসাম্যকে বিনষ্ট করে স্বৈরতান্ত্রিক প্রশাসন এবং রোমান ক্যাথলিক মতবাদ উপর থেকে জোর করে চাপিয়ে দিয়েছিলেন ৷ এর ফলে সংখ্যাগরিষ্ঠ প্রজা সাধারণ পার্লামেন্টের বিরাগভাজমান হারিয়েছিল ৷ বস্তুত গৃহযুদ্ধ এবং সপ্তদশ শতকের বিপ্লব ছিল তাদের ভ্রান্ত এবং অদূরদর্শনীতির ফলশ্রুতি ৷


ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্রের উদ্ভব ঘটেছিল ১৬৮৮ খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের ফলশ্রুতি হিসাবে ৷ ১৬৮৮-১৭০১ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল ব্রিটিশ সংবিধানের গঠনমূলক পর্ব ৷ ১৬৮৮ খ্রিস্টাব্দে বিপ্লবী সংসদীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কারণ ইতিপূর্বেই স্বৈরাতান্ত্রিক রাজশক্তি ও পার্লামেন্টের মধ্যে যে তীব্র ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা চলছিল গৌরবময় বিপ্লবের সঙ্গে সঙ্গে তার অবসান ঘটে ৷


রাজতন্ত্র ও পার্লামেন্টের যোগসূত্র হিসেবে ক্যাবিনেট ব্যবস্থার উদ্ভব ঘটতে থাকে ৷ অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণে রাজা তার মন্ত্রী পরিষদ রাজকর্মচারীদের কর্তব্য ও কার্যকলাপ পার্লামেন্টের দ্বারা সমর্থিত ও নিয়ন্ত্রিত রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও রাজা আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের যোগ প্রতিনিধিদের মন্ত্রী হিসাবে মনোনীত করেন এবং তারা পার্লামেন্টের অবস্থা আস্থাভাজন কিনা তাও লক্ষ্য রাখতে ৷


প্রথম দুজন হ্যানোভেরিয়া রাজা প্রথম জর্জ এবং দ্বিতীয় জর্জ কমন সভার নেতৃত্বে স্থানীয় মন্ত্রী হিসেবে মনোনীত করতেন ৷ এরা ছিলেন হুইক সম্প্রদায় হুইকদের মন্ত্রী হিসাবে মনোনীত করতেন ৷ এরা প্রায় নির্দ্বিধায় সিংহাসনে হ্যানোভেরিয়া উত্তরাধিকার মেনে নিয়েছিলেন ৷ এই রীতির সঙ্গে সঙ্গতি রেখে তৃতীয় জর্জ অপছন্দের মন্ত্রিসভা কে একাধিক বার ভেঙ্গে দিয়েছিলেন ৷


প্রশাসন পরিচালনার ক্ষেত্রে হ্যানোভেরিয়া রাজন্য বর্গ প্রধানত হুইগদের পরামর্শদাতা বিভাগের উপর নির্ভর করতেন ৷ রাজার অনুপস্থিতিতেই এরাই দেশ শাসন করত ৷ অষ্টাদশ শতকের মন্ত্রিসভা গুলি ছিল বিশাল আয়তন অসাধ্য বদ্ধ এবং শিথিল বন্ধনেও আবদ্ধ ৷ ১৭১৪ খ্রিস্টাব্দের পর থেকে যে সমস্ত মন্ত্রিসভা গঠিত হয়েছিল তার সঙ্গে এক বা একাধিক বিশিষ্ট মন্ত্রীদের নাম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল এবং বিশিষ্ট মন্ত্রীদের নামেই মন্ত্রিসভা পরিচিত ছিল ৷


মন্ত্রী সভার বৈঠকে রাজা প্রথম জর্জের অনুপস্থিত ইংল্যান্ডের সাংবিধানিক পরিক্রমা কে গভীরভাবে প্রভাবিত করেছিলেন ৷ তারা অনুপস্থিতিতেই একজন প্রধান সদস্য মন্ত্রীমন্ডলীর বৈঠকে সভাপতিত্ব করতে থাকে ৷ এই ভাবেই তাকে কেন্দ্র করে ধীরে ধীরে প্রধানমন্ত্রী পদে উদ্ভব করতে থাকে এবং নিয়ন্ত্রিত সাংবিধানিক রাজতন্ত্রের বিকাশ ঘটতে থাকে ৷


পরিশেষে বলা যায় ব্রিটেনে ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লব একটি সাংবিধানিক রাজতন্ত্রের দিকে পরিচালিত করেছিল ৷ যেমন 'বিল অফ রাইটস' এবং 'অ্যাক্ট অফ সেটেলমেন্টের' মতো আইন দ্বারা সীমাবদ্ধ যদিও রাজার ক্ষমতার সীমা এর চেয়ে অনেক বেশি পুরনো ৷ যেমনটি আমাদের ম্যাগনকাটাই দেখা গেছে প্রকৃত অর্থে ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্র ছিল না, আবার প্রকৃত অর্থে প্রতিনিধিমূলক সভা হিসেবে গড়ে উঠতে পারেনি ৷

তোমাকে অনেক ধন্যবাদ ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟