সামরিক বিপ্লব টীকা লেখ

আগ্নেয়াস্তর ব্যবহার, গোলন্দাজ ও পদাতিক বাহিনীর আধুনিকরণ দুর্গ নির্মাণের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সামরিক সংগঠন ও সৈন্য বাহিনীর শিক্ষা ব্যবস্থা অনেক বেশি আধুনিকরণ লক্ষ্য করা যায় ৷ এই সময় যুদ্ধক্ষেত্রে বারুদে অতিরিক্ত ব্যবহার যুদ্ধের নির্মমতাকে বহু অংশ বাড়িয়ে দেয় । পঞ্চদশ শতকে কামানের ব্যবহার যুদ্ধ রীতিতে ব্যাপক পরিবর্তন আনে । কৃষক শ্রমিকদের নিয়ে গঠিত অস্থায়ী সেনাবাহিনীর পরিবর্তে স্থায়ী বেতনভুক্ত নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত রাষ্ট্রের প্রতি আনুগত সৈন্য সংগঠিত করে ৷ এই পর্বে সামরিক পদ্ধতিতে বারুদের ব্যাপক ব্যবহারের জন্য এই যুগ ইতিহাসে দ্যা এজ অফ গান পাউডার নামে পরিচিতি হয়ে আছে ৷
সামরিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছিল তার দরুণ সমগ্র ইউরোপে রাষ্ট্রগুলির সেনাবাহিনীর আয়তন ক্রমশ বাড়তে থাকে ৷ প্রতিটি রাষ্ট্রে তাদের অস্তিত্ব রক্ষার্থে শক্তি বৃদ্ধির প্রতিযোগিতায় নামে ৷ ভারী কামান,গোলন্দাজ বাহিনী, সুরক্ষিত দুর্গ, অসংখ্য বন্দুকধারী সৈনিক, কামানসহ নৌবাহিনীর সমগ্র ইউরোপ জুড়ে রণ উন্মাদনা সৃষ্টি করে সামরিক ক্ষেত্রে এই বিপুল পরিবর্তনকে ঐতিহাসিকগণ সামরিক বিপ্লব বলে অভিহিত করেছেন ৷