সামরিক বিপ্লব টীকা লেখ

সামরিক বিপ্লব টীকা লেখ

সামরিক বিপ্লব টীকা লেখ

সামরিক বিপ্লব টীকা লেখ
খ্রিস্টীয় পঞ্চদশ শতকে মাঝামাঝি সময়ে ইউরোপীয় রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় যে পরিবর্তন আছে তা আনুসঙ্গিক হিসাবে যুদ্ধবিগ্রহ, যুদ্ধ ব্যবস্থার কলাকৌশল, প্রযুক্তির প্রয়োগ ও কামানের ব্যবহার প্রভৃতি সামরিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনে ৷ নতুন ধরনের সামরিক সংগঠন ও যুদ্ধ পরিচালনা কৌশলে রাজনীতি ও সমাজ গভীর প্রভাব বিস্তার করেছিল ৷ আর এই পরিবর্তনের মূলেই ছিল বারুদের ব্যবহার ৷

আগ্নেয়াস্তর ব্যবহার, গোলন্দাজ ও পদাতিক বাহিনীর আধুনিকরণ দুর্গ নির্মাণের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সামরিক সংগঠন ও সৈন্য বাহিনীর শিক্ষা ব্যবস্থা অনেক বেশি আধুনিকরণ লক্ষ্য করা যায় ৷ এই সময় যুদ্ধক্ষেত্রে বারুদে অতিরিক্ত ব্যবহার যুদ্ধের নির্মমতাকে বহু অংশ বাড়িয়ে দেয় । পঞ্চদশ শতকে কামানের ব্যবহার যুদ্ধ রীতিতে ব্যাপক পরিবর্তন আনে । কৃষক শ্রমিকদের নিয়ে গঠিত অস্থায়ী সেনাবাহিনীর পরিবর্তে স্থায়ী বেতনভুক্ত নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত রাষ্ট্রের প্রতি আনুগত সৈন্য সংগঠিত করে ৷ এই পর্বে সামরিক পদ্ধতিতে বারুদের ব্যাপক ব্যবহারের জন্য এই যুগ ইতিহাসে দ্যা এজ অফ গান পাউডার নামে পরিচিতি হয়ে আছে ৷

সামরিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছিল তার দরুণ সমগ্র ইউরোপে রাষ্ট্রগুলির সেনাবাহিনীর আয়তন ক্রমশ বাড়তে থাকে ৷ প্রতিটি রাষ্ট্রে তাদের অস্তিত্ব রক্ষার্থে শক্তি বৃদ্ধির প্রতিযোগিতায় নামে ৷ ভারী কামান,গোলন্দাজ বাহিনী, সুরক্ষিত দুর্গ, অসংখ্য বন্দুকধারী সৈনিক, কামানসহ নৌবাহিনীর সমগ্র ইউরোপ জুড়ে রণ উন্মাদনা সৃষ্টি করে সামরিক ক্ষেত্রে এই বিপুল পরিবর্তনকে ঐতিহাসিকগণ সামরিক বিপ্লব বলে অভিহিত করেছেন ৷

তোমাকে অনেক ধন্যবাদ সামরিক বিপ্লব টীকা লেখ এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟