জ্ঞান দীপ্তির উপর একটি টীকা লেখ

জ্ঞান দীপ্তির উপর একটি টীকা লেখ

জ্ঞান দীপ্তির উপর একটি টীকা লেখ

জ্ঞান দীপ্তির উপর একটি টীকা লেখ
ঞ্জানদীপ্তি হল একটি চিন্তার বন্ধন মুক্তি অন্ধ বিশ্বাস ও কুসংস্কার এর পরিবর্তে যুক্তির প্রয়োগ পঞ্চদশ ও ষোড়শ শতকের রেনেসাঁসের ফলে মধ্যযুগীয় কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের পরিবর্তে যুক্তির দ্বারা মানুষ সবকিছু বিচার করতে শেখে ৷ সপ্তদশ ও অষ্টাদশ শতকে আরও জ্ঞানের বিকাশ ঘটে ৷ এই যুগে প্রকৃত বিজ্ঞান, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সকল ক্ষেত্রেই মানুষ যুক্তিবাদী প্রয়োগ দ্বারা অপ্রচলিত ব্যবস্থার সভ্যতার যাচাই করে । এই জন্য অষ্টাদশ শতকে জ্ঞান দীপ্তির যুগ বলে অভিহিত করা হয়ে থাকে ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন

অষ্টাদশ শতক হলো আলোকিত শতক ৷ এই শতকের মানুষের কাছে যুক্তি ও বুদ্ধি ছিল শ্রেষ্ঠ ৷ সপ্তদশ ও অষ্টাদশ শতকের বৈজ্ঞানিক চর্চা ও যুগান্তকারী আবিষ্কার মানুষের ভাব জগতে এক যুগান্তকারী পরিবর্তন সাধন করেছিল ৷ বিজ্ঞানের অগ্রগতি মানুষকে শিখিয়েছিল জ্ঞান দীপ্তি থেকে যুক্তিবাদ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যুক্তিবাদ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিকশিত হয় ৷ জ্ঞান দীপ্তির মধ্যে প্রতিফলিত হয়েছিল কতগুলি আদর্শ যেমন প্রকৃতিবাদ প্রকৃতির রহস্যকে যুক্তির দ্বারা ব্যাখ্যা করা , যুক্তিবাদকে ধর্মের উপর স্থান দেওয়া, মানবতাবাদের দ্বারা মানুষের স্বাভাবিক অধিকারের কথা বলা রাষ্ট্র ব্যবস্থায় মানুষের সম অধিকার ।

জ্ঞান দীপ্তি আধুনিক বিশ্ব চিন্তার ছায়া খুলে দিয়েছিল ৷ বিজ্ঞানের হাত ধরে জ্ঞান দীপ্তির পূরণ হয় ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের পর থেকে ফরাসি বিপ্লবের পূর্ব পর্যন্ত সময়কালকে সাধারণত আলোকিত শতাব্দীর বিস্তৃত কাল বলে ধরা হয় । আবার জেরি বার্নাল ১৬৫০ থেকে ১৬৯০ সাল পর্যন্ত সময়কে বিজ্ঞানের সবালকত্বের সময় বলে বর্ণনা করেছেন ৷ আধুনিক যুগের সূচনায় কোপার্নিকাস, গ্যালিলিও হারভে প্রমুখ ও বৈজ্ঞানিক বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত করেছিলেন ৷ এরপর নিউটন, রবার্ট বয়েল, জোসেফ ব্ল্যাক প্রমুখের হাত ধরে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, চিকিৎসা শাস্ত্র প্রকৃতির উন্নতি ঘটে । জ্ঞান দীপ্তির প্রভাবে মানুষের হৃদয়ের পরিবর্তন সাধিত হয় এবং প্রতিষ্ঠা পাই যুক্তিবাদ ও বিজ্ঞান চর্চা ৷

তোমাকে অনেক ধন্যবাদ জ্ঞান দীপ্তির উপর একটি টীকা লেখ এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟