অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝ? অথবা, বাংলার ইতিহাসে বিনয়-বাদল-দীনেশ স্মরণীয় কেন?
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের অভিযান বাংলার বিপ্লবীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত করে তোলে । ঢাকায় বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই দলের তিন তরুন সদস্য বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কলকাতার মহাকরণ অভিযান করে এক দুঃসাহসিক অবদান স্থাপন করেছিলেন । ইহা কলকাতার অলিন্দ যুদ্ধ নামে পরিচিত ।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
১৯৩০ সালের ২৯ আগস্ট বাংলা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান কর্তা মিস্টার লোম্যান ও ঢাকার পুলিশ সুপারিন্টেন্ডেট হাডসন সাহেব ঢাকায় মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করতে এলে বিনয় বসু তাদেরকে গুলি করেন । এতে লোম্যান নিহত হন এবং হাডসন সাহেব আহত হলেও বেঁচে যান । এরপর বিনয় বসু কলকাতায় আসেন এবং বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের সাথে তাঁর পরিচয় হয় ।
১৯৩০ সালে ৮ ডিসেম্বর বিনয়-বাদল দীনেশ এই তিন জন একত্রে কলকাতার রাইটার্স বিল্ডিং-এ এক দুঃসাহসিক অভিযান চালান । বিনয়, বাদল ও দীনেশ ছদদ্মবেশে রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করে কারা বিভাগের অধিকর্তা ইন্সপেক্টর জেনারেল সিম্পসন সাহেব ও অপর একজন উচ্চপদস্থ কর্মচারী ক্রেগকে গুলি করে হত্যা করেন । এরপর তাঁদের সাথে উচ্চপদস্থ পুলিশ কর্মচারলেন খন্ডযুদ্ধ যুদ্ধ শুরু হয় । কিছুক্ষণের মধ্যে লালবাজার থেকে আগত বিশাল পুলিশ বাহিনীর সাথে তাদের মহাকরণ তথা রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে এক অসম লড়াই শুরু হয় । এই লড়াই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত।
রাইটার্স বিল্ডিং থেকে পালানো অসম্ভব বুঝে তিন জনেই আত্মহত্যার চেষ্টা করে। বাদল গুপ্ত বিষ খেয়ে আত্মাহত্যা করে। বিনয় ও দীনেশ নিজেদের বন্দুকের গুলিতে আত্মহত্যার চেষ্টা করলে বিনয় মারা যান কিন্তু দীনেশ ডাক্তারদের চেষ্টায় বেঁচে উঠলেও বিচারে তাঁকে ১৯৩১ সালের ৭ জুলাই ফাঁসি দেওয়া হয় ।
বিনয়, বাদল ও দীনেশের এই দুঃসাহসিক অভিযান ব্রিটিশ শাসকদের সন্ত্রস্ত ও উদ্বিগ্ন করে তোলে । তাঁদের মহান আত্মত্যাগ বাংলা তথা ভারতীয় বিপ্লবীদের আত্মত্যাগে অনুপ্রেরণা জোগায় । বাঙালি যুবসমাজকে এক নতুন পথের দিশা দেখিয়েছিল তাঁদের এই আত্মত্যাগ । এই তিন দুঃসাহসী বিপ্লবীর নামানুসারে বর্তমান কলকাতার ডালহৌসি স্কোয়ারের নাম রাখা হয়েছে 'বিনয়-বাদল-দীনেশ বাগ' বা 'বি-বা- দী বাগ' ।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
অলিন্দ যুদ্ধ সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তরঃ
অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো?
অলিন্দ যুদ্ধ বলতে বোঝায় ১৯৩০ সালের ৮ ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং-এ সংঘটিত ব্রিটিশ বিরোধী বিপ্লবী আক্রমণ, যেখানে তিন তরুণ বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশ ব্রিটিশ অফিসারদের হত্যা করেন।
অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল?
১৯৩০ সালের ৮ ডিসেম্বর।
অলিন্দ যুদ্ধ কোথায় হয়েছিল?
কলকাতার রাইটার্স বিল্ডিং-এ, যা তৎকালীন ব্রিটিশ সরকারের প্রশাসনিক কার্যালয় ছিল।
অলিন্দ যুদ্ধের নায়ক কে ছিলেন?
বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত—এই তিন বিপ্লবী ছিলেন অলিন্দ যুদ্ধের প্রধান নায়ক।
অলিন্দ যুদ্ধ কাকে বলে?
রাইটার্স বিল্ডিং-এ ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে সংগঠিত সশস্ত্র বিপ্লবী অভিযানকেই অলিন্দ যুদ্ধ বলা হয়।