মনট্রিল চুক্তি বা মনট্রিল প্রোটোকল (Montreal Protocol) কী?

মনট্রিল চুক্তি বা মনট্রিল প্রোটোকল (Montreal Protocol) কী?

মন্ট্রিল প্রোটোকল কি? উদ্দেশ্য গুলি লেখ

মন্ট্রিল প্রোটোকল কি? উদ্দেশ্য গুলি লেখ
মনট্রিল প্রোটোকল (Montreal Protocol) হল ১৯৮৭ সালে সম্পাদিক সেই আন্তর্জাতিক চুক্তি যার উদ্দেশ্য হল ওজোন স্তরের পক্ষে ক্ষতিকর বস্তুর উৎপাদন ও বাজার ধীরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া । প্রসঙ্গত, ১৯৮৫ সালে ভিয়েনাতে এ-ব্যাপারে আন্তর্জাতিক বোঝাপড়ার কাজ শুরু হয়, যা ভিয়েনা কনভেনশন (Vienna Convention) নামে পরিচিত ৷

 

মনট্রিল চুক্তিতে কী সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হয়েছে? 

১৯৮৪ সালের ১৬ সেপ্টেম্বর মনট্রিল চুক্তি সম্পাদিত হয়েছে । ১৯৮৯ সালের থেকে ১ জানুয়ারি এই চুক্তি কার্যকর হয়েছে । এই চুক্তির মাধ্যমে স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তরকে রক্ষা করা হয়েছে । আলোচ্য চুক্তিতে গৃহীত সিদ্ধান্তগুলি হল-


২০০৬ সালের সেপ্টেম্বরে দক্ষিণ মেরুর সবচেয়ে বড় ওজন গর্ত রেকর্ড করা হয়েছে
Image- Wikipedia


১) উন্নতদেশগুলির মাধ্যমে পাঁচটি CFC (CFC-11, 12, 113, 114, 115)-র বায়ুমণ্ডলে ২০০০ সালের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে।

(২। যে সমস্ত উন্নয়নশীল দেশে CFC ব্যবহারের পরিমাণ মাথাপিছু প্রতি বছর ০.৩ কিলোগ্রামের  কম, সেই দেশগুলিকে এই চুক্তির বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হবে ৷

(৩) তিনটি হ্যালন (Halon-1211, 1301, 2402)-এর বায়ুমণ্ডলে উদ্গিরণ ২০০০ সালের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে।

(৪) ২০০০ সালের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড-এর উদগিরণ নিয়ন্ত্রণ করা হয়েছে।

(৫ ) ২০০৫ সালের মধ্যে মিথাইল ক্লোরোফর্ম-এর নিঃসরণও নিয়ন্ত্রণ করা হয়েছে ৷

তোমাকে অনেক ধন্যবাদ মনট্রিল চুক্তি বা মনট্রিল প্রোটোকল (Montreal Protocol) কী? এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟