গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা বলতে কী বোঝো

গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা বলতে কী বোঝো

 গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা বলতে কী বোঝো

গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা বলতে কী বোঝো

1985 খ্রিস্টাব্দের সোভিয়েত কমিউনিস্ট পার্টির ২৭ তম অধিবেশনে মিথাইল গর্ভাচেভ তার ভাষণে গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা এই দুই নতুন নীতির কথা ঘোষণা করেন ৷ রুশ শব্দ গ্লাসনস্ত যার ইংরেজি অর্থ করলে তারাই ভয়েস বা বাংলায় গলার আওয়াজ বা স্বর ৷ আর পেরেস্ত্রৈকা শব্দটির আভিধানিক অর্থ হলো পুনর্গঠন বা পুনরনির্মাণ ৷


আসলে ১৯১৭ খ্রিস্টাব্দের রাশিয়ার বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে লেনিনের হাত ধরে যে সমাজতান্ত্রিক রাশিয়ার জন্ম হয়েছিল ৷ পরবর্তীকালে স্ট্যানলি, ক্রুসচেভ সমাজতান্ত্রিক বাতাবরণে রাশিয়াতে এক দীর্ঘ ও সরকার নিয়ন্ত্রিত সর্বব্যাপী ব্যবস্থা গড়ে তোলেন ৷ শিক্ষা অর্থনীতির সহ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অবশ্যই দৃঢ় থেকে দৃঢ়তর হয় ৷ এখানে ব্যক্তিসত্তা বা ব্যক্তি স্বাধীনতাকে পুরোপুরি লংঘন করা হয় ৷ সমাজতান্ত্রিক রাশিয়াতে এক দলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ মানুষের রাজনৈতিক জীবন পুরোপুরি মাত্রায় কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত হয় । রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগকে অস্বীকার করে কেবলমাত্র রাষ্ট্রীয় উদ্যোগ প্রতিষ্ঠা হয় ৷ পুঁজিবাদী অর্থনীতিকে পুরোপুরি অস্বীকার করে সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হয় ৷ ছোটখাটো শিল্প থেকে বৃহৎ শিল্প পুরোটাই রাষ্ট্রের আয়ত্তে আনা হয় ৷ শুধুমাত্র তাই নয় সংবাদপত্রে স্বাধীনতা রাষ্ট্রাধীন করা হয় ৷




কিন্তু এই ব্যবস্থার বিরুদ্ধে জনমানুষে বিভিন্ন প্রশ্ন দানা বাঁধতে থাকে ৷ রাশিয়ার জনগণ ক্রমশ ব্যক্তি সত্তা ও ব্যক্তি স্বাধীনতা লাভে উৎসাহী হয়ে ওঠে ৷ এমন অবস্থা সোভিয়েত প্রেসিডেন্ট মিথাইল গর্ভাচেভ একান্ত কাঙ্ক্ষিত ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তিসত্তাকে পুরোপুরি অস্বীকার না করে কিছুটা হলেও মুক্তিদান দিতে উদ্যোগী হন ৷ সংবাদমাধ্যমকে কিছুটা নিয়ন্ত্রণ মুক্ত করা হয় ৷ অর্থনৈতিক সংস্কার কে গুরুত্ব দেওয়া ,বাজার অর্থনীতির প্রচলন করা, পাশ্চাত্যের উন্নত দেশগুলির সাথে বাণিজ্যিক প্রসার ঘটানো, পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা রচনা করা ইত্যাদি ৷ এক কথায় গর্ভাচেভ রাষ্ট্রের সমস্ত ক্ষেত্র হতে কমিউনিস্ট পার্টির একছত্র নিয়ন্ত্রণের পরিবর্তে কিছুটা স্বাধীনতা এবং স্বতন্ত্রতাকে বিকশিত করার লক্ষ্যে কিছু উদ্রোগ গ্রহণ করেন ৷ আর এই উদ্যোগ গুলির মধ্যে অন্যতম হলে গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা ৷


তবে মিথাইল গর্ভাচেভের যে মহৎ উদ্দেশ্য নিয়ে গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা এই দুটি নীতি গ্রহণ করে সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নতি ঘটাতে সচেষ্ট হয়েছিলেন ৷ দুর্ভাগ্যবশত তার উদ্যোগ শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পথকেই প্রশস্ত করেছিল ৷

🔹Faq

গ্লাসনস্ত কি?

গ্লাসনস্ত, একটি রাশিয়ান শব্দ যার অর্থ "উন্মুক্ততা" বা "প্রচার" 1980 এর দশকে সোভিয়েত ইউনিয়নে বাস্তবায়িত রাজনৈতিক উন্মুক্ততা এবং স্বচ্ছতার নীতিকে বোঝায়। এটি সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ তার সংস্কার ৷ এর দ্বারা সোভিয়েত ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অদক্ষতা এবং স্থবিরতার সমস্যাগুলিকে মোকাবেলা করার জন্য চালু করেছিলেন । গ্লাসনস্ট বাক, সংবাদপত্র এবং রাজনৈতিক উন্মুক্ততার বৃহত্তর স্বাধীনতার জন্য অনুমতি দেন, যার ফলে জনসাধারণের বক্তৃতা বৃদ্ধি পায়, সরকারী নীতির সমালোচনা হয় এবং সংস্কারের আহ্বান জানানো হয় । নীতিটি রাজনৈতিক পরিবর্তনকে উৎসাহিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তিতে অবদান রাখে।

গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা কি?

গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা ছিল সোভিয়েত ইউনিয়নে 1980 এর দশকে মিখাইল গর্বাচেভের নেতৃত্বে বাস্তবায়িত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার। গ্লাসনস্ত উন্মুক্ততা এবং স্বচ্ছতার নীতিকে নির্দেশ করে, যখন পেরেস্ত্রইকা সোভিয়েত অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠনকে বোঝায়।

গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে

সোভিয়েত জেনারেল সেক্রেটারি মিখাইল গর্বাচেভ ৷

গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে

(1986খ্রিঃ) মিখাইল গর্বাচেভ ৷

গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা এর দুটি নীতির প্রবক্তা হলেন

(1986 সাল) মিখাইল গর্বাচেভ ৷

পেরেস্ত্রইকা কথার/শব্দের/কথাটির অর্থ কি?

পেরেস্ত্রইকা মানে হচ্ছে সংস্কার বা পুনর্গঠন ৷

গ্লাসনোস্ট মানে কি?

গ্লাসনোস্ট, একটি রাশিয়ান শব্দ, যার অনুবাদ "উন্মুক্ততা" বা "প্রচার"।

গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল?

সোভিয়েত ইউনিয়ন (অর্থাৎ আধুনিক রাশিয়াতে)।

তোমাকে অনেক ধন্যবাদ গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা বলতে কী বোঝো এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟