ছয় দিনের যুদ্ধ বলতে কী বোঝ ? অথবা, তৃতীয় আরব ইজরায়েলের যুদ্ধ সংক্ষেপে আলোচনা কর

ছয় দিনের যুদ্ধ বলতে কী বোঝ ? অথবা, তৃতীয় আরব ইজরায়েলের যুদ্ধ সংক্ষেপে আলোচনা কর

 ছয় দিনের যুদ্ধ বলতে কী বোঝ ? অথবা, তৃতীয় আরব ইজরায়েলের যুদ্ধ সংক্ষেপে আলোচনা কর

ছয় দিনের যুদ্ধ বলতে কী বোঝ ? অথবা, তৃতীয় আরব ইজরায়েলের যুদ্ধ সংক্ষেপে আলোচনা কর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনিতীতে যতগুলি সংঘর্ষ হয়েছে তার মধ্যে আবর ইজরায়েলে সংঘর্ষ ছিল সর্বাপেক্ষা ব্যাপক ও দীর্ঘস্থায়ী, আরব জাতীয়তাবাদ ও ইহুদি জিওনবাদের পারস্পারিক সংঘাতের ফলে মোট 4 বার আরব ইজরায়েলের মধ্যে সংঘর্ষ হয়েছে । এর মধ্যে তৃতীয় আরব ইজরায়েলের যুদ্ধ ছিল অন্যতম, যা ৬ দিন পর্যন্ত স্থায়ী ছিল, [১৯৬৭ খ্রি. ৫ জুন-থেকে ১০ জন পর্যন্ত] । এই কারণে একে ৬ দিনের যুদ্ধ ও বলা হয়ে থাকে ৷ তবে এযুদ্ধ হবার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল, যথা -


প্রথমতঃ - মার্কিন যুক্তরাষ্ট মারফত আইজেন নীতি ঘোষিত হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় ৷ সুয়েজ সংকটকে ঘিরে প্রসারিত ঠান্ডা লড়াই বিশ্ব রাজনিতীকে গভীরভাবে প্রভাবিত করে ৷ ঠান্ডা লড়াইয়ের সূত্র ধরে সোভিয়েত রাশিয়া মিশরের সঙ্গে ঘনিষ্টতা বাড়ালে, সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নেয় ।


দ্বিতীয়তঃ ইজরায়েল চেয়েছিল ১টি কৃত্রিম খাল খনন করে জর্ডন নদীর গতিপথকে অন্যদিকে প্রবাহিত করতে, কিন্তু সিরিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো শুরু করে ৷ ইজরায়েল সিরিয়া, সংঘর্ষ যা আরব-ইজরায়েল যুদ্ধের পটভূমি রচনায় সহায়ক ভূমিকা পালন করেন ৷


পঞ্চমতঃ - প্যালেস্টাইনের ইসরাইল অঞ্চল থেকে আরবদের বিতাড়িত করা হয় ৷ এক্ষেত্রে ইসরাইলের বক্তব্য হল আরবরা ইহুদি রাষ্ট্র তারা ইসরাইলের অস্তিত্ব বিনাশের সচেষ্ট, অপরদিকে আরবদের বক্তব্য হল প্যালেস্টাইনের ইহুদিদের সুরক্ষিত করার অজুহাতে আরবদের প্যালেস্টাইন থেকে গৃহচুত্য করা হচ্ছে ৷


চতুর্থতঃ - মার্কিন যুক্তরাষ্ট্র নিজের আর্থরাজনৈতিক স্বার্থ চরিতার্থের লক্ষ্যে এবং পশ্চিম এশিয়ার সোভিয়াত রাশিয়া বা সাম্যবাদের প্রসার রোধের উদ্দেশ্যে ইসরাইলকে তার প্রতিবেশী আরোব রাষ্ট্রগুলির বিরুদ্ধে পড়েছ না দেয় ৷ তাছাড়া এর পাশাপাশি ইজরাইলকে যাবতীয় আর্থিক ও সামরিক সাহায্যের অঙ্গীকার করেন মার্কিন প্রশাসন ৷


আরবরা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ইজরাইলের বিমান বাহিনী আরব প্রজাতন্ত্রের উপর আক্রমণ শুরু করে ৷ ফলস্বরূপ আরব-ইসরাইল যুদ্ধ শুরু হয় ‌৷ এই যুদ্ধে ইজরাইল মাত্র ছয় দিনের মধ্যে আরব রাষ্ট্রগুলিকে বিধ্বস্ত করে এবং আরব ভূখণ্ডে এক বিস্তৃত অঞ্চলকে ইসরাইলরা দখল করেন এবং জাতিপুঞ্জের নির্দেশ অমান্য করে তা ফেরত দিতেও অস্বীকার করেন ৷ এই যুদ্ধে বিধ্বস্ত হওয়ায় আরব রাষ্ট্রগুলির এরপর থেকে অধিক মাত্রায় রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে ৷ অর্থাৎ যুদ্ধবিরতি ঘটলেও মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয় ৷

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟