পার্ল হারবার ঘটনার তাৎপর্য লেখো? পার্ল হারবার ঘটনা সম্পর্কে টীকা লেখো

পার্ল হারবার ঘটনার তাৎপর্য লেখো? পার্ল হারবার ঘটনা সম্পর্কে টীকা লেখো

 পার্ল হারবার ঘটনার তাৎপর্য লেখো? পার্ল হারবার ঘটনা সম্পর্কে টীকা লেখো

পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান ৷ জাপান ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই ডিসেম্বর সকালে বিশাল নৌবহর ও ৩৩৫টি যুদ্ধবিমান নিয়ে ভাইস এডমিরাল নগুচির নেতৃত্বে আমেরিকার নোঘাঁটি পাল হারবারে বোমাবর্ষণ শুরু করে এবং এখানকার মার্কিন নৌঘাটি ধ্বংস করে দেয় ৷ এটি পাল হারবারের ঘটনা নামে পরিচিত ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

জাপানের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই তিক্ততা ছিল । বিংশ শতকের শুরু থেকে এই তিক্ততা আরো বৃদ্ধি পেতে থাকে । বিভিন্ন ঘটনার মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি জাপানের ক্ষোভ বাড়তে থাকে। আর এরই বহি প্রকাশ ঘটেছিল পার্ল হারবার ঘটনার মাধ্যমে । পার্ল হারবার ঘটনার পশ্চাতে বেশ কিছু কারনকে দায়ী করা হয় ।


যেমন -

[১] ১৯১১ খ্রীস্টাব্দে সম্পাদিত জাপান মার্কিন বানিজ্য চুক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র একতরফা ভাবে বাতিল বারে দিলে জাপান তীর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় । এমনকি আমেরিকায় অবস্থিত জাপানি সম্পত্তি বাজেয়াপ্ত করে এইসব ঘটনায় জাপান ক্ষুদ্ধ হয় ।


[২] ১৯২২ খ্রীষ্টাব্দে ওয়াশিংটন চুক্তির মাধ্যমে আমেরিকা জাপানকে কোলঠাসা করতে সফল হয়েছিল ।


[৩]. ১৯৩৭ খ্রীষ্টাব্দে জাপান চিন আক্রমন করলে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানকে পেট্রোলিয়াম জাত পণ্যসহ বেশ কয়েকটি পণ্য সরবরাহ বন্ধ করে দেয় এবং গোপনে চিনকে সাহায্য বারতে থাকে ।


[৪] এইরকম পরিস্থিতিতে উভয় দেশের সম্পর্ককে স্বাভাবিকে করার উদ্দেশ্যে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিদেকি তোজো 1941 খ্রিস্টাব্দের শেষার্ধে আমেরিকার কাছে একটি চুক্তির প্রস্তাব দেয় । এই প্রস্তার পেয়ে আমেরিকা প্রথমেই জাপানি সেনাকে চিন ও ইন্দোচিন থেকে প্রত্যাহার করার দাবি জানায় । জাপান এই দাবির প্রতি অসম্মতি প্রকাশ করলে উভয় পক্ষের মধ্যে পুদ্ধ অনিবার্য হয়ে ওঠে ।


[৫] এই পরিস্পিতিতে যুদ্ধ এড়ানোর জন্য উভয়পক্ষ আলাপ আলোচনায় বসতে সম্মত হয়। এই উদ্দেশ্যে আমেরিকার ওয়াশিংটনে দুপক্ষের মধ্যে বৈঠক শুরু হয় । এই বৈঠক চলাকালীন 1941 খ্রীঃ 7 ডিসেম্বর রবিবার সকাল আটটা নগাৎ উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত হাওয়াই দল দ্বীপপুঞ্জে মার্কিন নৈঘাটি পার্ল হারবারে জাপান আক্রমন শুরু করে ১৫ টি সাবমেরিন সহ, ১২ টি যুদ্ধজাহাজ এবং 335 টি যুদ্ধ বিমান একযোগে পার্ল হারবারে বোমাবর্ষণ করে তা ধ্বংস করে দেয় । এই আক্রমনে ২০ টি মার্কিন জাহাজ, ১২০টি বিমান ধ্বংস হয় ও প্রায় ২,৫০০ জন মার্কিন বাসী প্রাণ হারান ৷


পাল হারবারের ঘটনার পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা নীতি ত্যাগ করে সক্রিয়ভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় ফলে পাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟