ঠান্ডা লড়াই বলতে কী বোঝো বা কোল্ড ওয়ার সম্পর্কে একটি টিকা

ঠান্ডা লড়াই বলতে কী বোঝো বা কোল্ড ওয়ার সম্পর্কে একটি টিকা

ঠান্ডা লড়াই বলতে কী বোঝো বা cold war সম্পর্কে একটি টিকা 

ঠান্ডা লড়াই বলতে কী বোঝো


ঠান্ডা লড়াই কি আদর্শবাদী সংযতি ছিল

Cold war শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বার্নাড বারুজ1945 খ্রিস্টাব্দে ৬ কোটি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরশমাপ্তি পর ইংল্যান্ডের বিশ্ব বিপ্লবী প্রভাব হ্রাস পায় আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পৃথিবীতে ইংল্যান্ডের একক আধিপত্যের অবসান ঘটলে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাশিয়া ইংল্যান্ডের প্রভাব হারানো বিশ্ব ভূখণ্ডের নিজ নিজ আধিপত্য বিস্তারে চরম উদ্যোগী হয়ে ওঠেন এবং এই দ্বন্দ্বের তীব্রতা ভূপৃষ্ঠ ছারিয়ে চন্দ্র অভিযান পর্যন্ত উষ্ণতা ছড়িয়ে পড়ে ৷ তবে এই চরম দন্দ্বের সংঘাত জারি থাকলেও রক্তপাতে সেভাবে ঘটেনি আসলে ৷ এই যুদ্ধটি চলেছিল দুই রাষ্ট্রদের নেতাদের মস্তিষ্কে ৷ এই যুদ্ধ ছিল বহু অংশের স্নায়বিক এবং নতুন ধরনের যুদ্ধ । যা পক্সি ওয়ার বা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার্ড নামে পরিচিত হয়ে আছে যা চলেছিল ১৯৯১ সাল পর্যন্ত ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

এই লড়াইয়ের উদ্ভব ও প্রেক্ষাপট সম্পর্কে নানান ঐতিহাসিক ও গবেষকরা নানা মত প্রকাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডঃ সুরেন্দ্র দাস এই ঠান্ডা লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুঁজিবাদী দুনিয়ার সঙ্গে সমাজতান্ত্রিক দুনিয়ার লড়াই হিসেবে দেখেছেন।

ফ্যাসিবাদের পরাজয় ষাট বছর উক্তি উপলক্ষ হিসেবে পশ্চিমবঙ্গ ইতিহাস কংগ্রেসের অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায় ঠান্ডা লড়াইকে প্রধানত ইংল্যান্ড পরবর্তী বিশ্বে আধিপত্য বিস্তারের একটি সহজাত দ্বন্ধ বলে অভিহিত করেছেন ৷ কুখ্যাত মার্কিন কূটনীতিবিদ ফিনান ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় বলেন স্ট্যালিনের হাত ধরে পূর্ব ইউরোপের রাশিয়ার দ্রুত প্রভাব বিস্তার করে কারণ মার্কিন আর নির স্বার্থ রক্ষার্থে পাল্টা প্রতিরোধ করে তোলে ফলে শীতল যুদ্ধের পথ প্রস্তুত হয় ৷ গবেষক হ্যাল আরো বলেন," the cold what them belong SSL of the sum of international conflict as the napoleons war and the true World wars."

ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটে বিভিন্ন ঐতিহাসিকের পর্যালোচনা থেকে মূলত দুটি মুখ্য বিষয় উঠে আসে একটি হল আদর্শগত এবং অপরটি হল আধিপত্য বিস্তারের মানসিকতা । আসলে আণবিক শক্তিধর আমেরিকা ভেবেছিল রাশিয়া তাদের সমূহ করবে কিন্তু বাস্তবে তা হয়নি, রাশিয়ার নিজ নিরাপত্তা স্বার্থে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ক্রমশ উগ্র মূর্তি ধারণ করতে থাকে, ইংল্যান্ডের ফ্রান্সের নাৎসি ও ফ্যাসিবাদকে তোষণের নীতি রাশিয়াকে ক্ষুদ্ধ করে পূর্বে ইউরোপের ওপর আবার রুস প্রেসিডেন্স স্ট্যালিন এর এই অগ্রাসন ও আধিপত্যের নীতি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেননি ফলে পৃথিবীর দুইটি রাষ্ট্রের মধ্যে সংঘাত চরমে হয়ে ওঠে ৷

বিশ্ব রাজনীতিতে চীনের উত্থান এবং সমাজতান্ত্রিক রাশিয়ার সঙ্গে তার সুসম্পর্ক বিশ্ববাদটি পুঁজিবাদ বিরোধী লড়াইকে শক্তি প্রদান করে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সমাজতন্ত্রের অগ্রগতি রোধক গল্পে একাধিক ব্যবস্থা গ্রহণ করে যার মধ্যে অন্যতম ছিল ট্রুম্যান ড্রপটিন, মার্শাল প্লান্ ইত্যাদি ৷ এইসব পরিকল্পনাগুলির লক্ষ্য ছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ৷ বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্নভাবে সাহায্য করা মার্শাল প্ল্যানের প্রদত্তরে রাশিয়া তার সহযোগী এবং বিভিন্ন সমাজতান্ত্রিক ভাবাদর্শে বিশ্বাসী রাষ্ট্রগুলিকে নিয়ে বিকল্প একটি আর্থিক সং সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করেন ৷ ফলে স্থাপিত হয় কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো এর সদস্য ছিলাবিয়া বুলগেরিয়া, রোমানিয়া হাঙ্গেরিয়া, পোল্যান্ড ,চেকোসলোবিয়া সর্বোপরি রাশিয়া ফলে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে ৷

ফলে ঠান্ডা লড়াই বা কোল্ডওয়ার আদর্শগত সংঘাত হোক বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যই হোক দুই শক্তিধর দেশের শক্তির লড়াই হোক এই দ্বন্দ্ব বিশ্বে উপস্থাপিত হয়েছিল এক সম্পূর্ণ নতুন আঙ্গিকে ৷ এই অভিনব গতি ধারায় একথা সত্য যে ১৯৪৫ থেকে ৮৯ সাল পর্যন্ত হয়তো রক্ত স্নান করাইনি দুই পক্ষ সেনাবাহিনীর অস্তে যুদ্ধবিনদ বিশ্ববাসীকে বিপন্ন করেনি, বোমাবারুদের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠেনি ৷ হিরোশিমা নাগাসাকি ন্যায় মানবতার লজ্জায় মুখ ঢাকেনি কিন্তু, এই যুদ্ধ বিশ্ব রাষ্ট্র নায়কদের স্নায়বিক কার্যকলাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল এই যুদ্ধে সমাজতন্ত্র ও পুঁজিবাদী জোট আদর্শগত সংঘাতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে ৷ তফসত্ব বলা যায় এই দ্বন্দ্ব যতটা আদর্শগত ছিল ঠিক ততটা আধিপত্য জনিত কার্যে পরিচালিত ৷ গবেষক ফিলমন্ট বলেন,"The cold war is not necessary a pripertive safe of a hot what a new technique of war fare."

তোমাকে অনেক ধন্যবাদ ঠান্ডা লড়াই বলতে কী বোঝো বা কোল্ড ওয়ার সম্পর্কে একটি টিকা এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟