CU 2nd Semester ENVS marks2 question ans Suggestion 2024 || 2nd semester ENVS Suggestion 2024

CU 2nd Semester ENVS marks2 question ans Suggestion 2024 || 2nd semester ENVS Suggestion 2024

CU 2nd Semester ENVS marks2 question ans Suggestion 2024 || 2nd semester ENVS Suggestion 2024

CU 2nd Semester ENVS marks2 question ans Suggestion 2024 || 2nd semester ENVS Suggestion 2024

CU 2nd Semester ENVS marks2 question ans Suggestion 2024 || 2nd semester ENVS Suggestion 2024


🛑অতিমারি বা প্যানডেমিক কী?

🔹অতিমারি বা প্যানডেমিক (pandemic) বলতে সেই ধরনের মহামারিকে বোঝায়, যে রোগের সংক্রমণ ও বিস্তার কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে কখনই সীমাবদ্ধ থাকে না এবং এই সংক্রমণ বিশাল এলাকা জুড়ে পৃথিবীর নানা দেশে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যেমন রোগটিকে মহামারি বা এপিডেমিক (epidemic) হয়। যেমন, ভারতে ১৯১৮ সালে ঘটেছিল ফু (Flu), ১৯৭৪ সালে বসন্ত বা স্মল পক্স (small pox)  ইত্যাদি।


🛑মন্ট্রিল প্রোটোকল (Montreal Protocol) কী? 

🔹মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল হল ১৯৮৭ সালে সম্পাদিত একটি আন্তর্জাতিক চুক্তি যার উদ্দেশ্য হল ওজোন স্তরের পক্ষে ক্ষতিকর বস্তুর উৎপাদন ও ব্যবহার ধীরে ধীরে পূর্ণ  বন্ধ করে দেওয়া।

🛑পরিবেশ আইন বলতে কী বোঝায়? 

🔹পরিবেশ সংক্রান্ত আইন বলতে সেই বিধিবদ্ধ আচর ব্যবস্থাকে বোঝায় যার সুষ্ঠ প্রয়োগের মাধ্যমে পরিবেশকে স্বল্প এবং দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়, পরিবেশেকে কলুষমুক্ত করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়।

🛑জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনের তাৎপর্য কী?

🔹১৯৭২ সাল থেকে প্রতি দশ বছর অন্তর অনুষ্ঠিত আর্থ সামিট (Earth Summit) বা বসুন্ধরা সম্মেলনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলির উৎপাদন ও বায়ুমণ্ডলে ওই গ্যাসগুলির অনিয়ন্ত্রিত নিঃসরণ রোধ করা, এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২১ শতকের কর্মসূচি হিসেবে এই প্রকল্পগুলি অ্যাজেন্ডা ২১ (Agenda 21) নামে পরিচিত। আর্থ সামিট-এ অংশ গ্রহণকারী দেশের সংখ্যা ১৯৭ টি।

🛑বিপন্নতা কী?

🔹 বিপন্নতা হল দুর্যোগ বা বিপর্যয়ের ফলে মানুষের অসহায়তা ও অক্ষমতা। সব ধরনের দুর্যোগ বা বিপর্যয়ে বিপন্নতার মাত্রা সমান নয়। আবার পৃথিবীর সব জায়গায় মানুষের বিপন্নতা : একই ধরনেরও নয়। যেমন, জাপানে ভূমিকম্প ও সুনামির কারণে মানুষ বেশি বিপন্ন হয়। কিন্তু অস্ট্রেলিয়াতে বিপন্নতার  অন্যতম কারণ হল দাবানল।

🛑ওয়েস্টল্যান্ড কাকে বলে? 

🔹যে জমি চাষের অনুপযুক্ত তাকে অনুর্বরভূমি বা ওয়েস্টল্যান্ড বলে। মরুভূমির ঊষর জমি, বরফে ঢাকা . তুষারাবৃত অঞ্চল, এমন কি, অতিরিক্ত ভূমিক্ষয়ের জন্য যে জমিতে চাষ-আবাদ করা যায় না, সেই সব পতিত জমিকে অনুর্বর ভূমি বা ওয়েস্টল্যান্ড 
 বলা হয়।

🛑এল নিনো কাকে বলে?

🔹 এল নিনো (El Nino) হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিালর উপকূলে মাঝে মাঝে দেখা দেওয়া, অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোত। এই সমুদ্রস্রোত কখন শুরু হবে বা কখন থেমে  যাবে তার কোন  নিশ্চয়তা নেই। বিগত কয়েকটি ঘটনায়, যেমন- ১৯৮২-৮৩, ১৯৮৬-৮৭, ১৯৯৬-৯৭ সালে দেখা গেছে যে, ডিসেম্বরের শেষে  বড়দিনের কাছাকাছি সময়ে এল নিনো দেখা দিয়েছে।

🛑ইকোফেনিজিম (ecofeminism) বলতে কি বোঝায়? 

🔹পরিবেশ নারীবাদ বা ইকোফেনিজিম হল মূলতঃ নারীর অধিকার ও পুরুষের সাথে সমান অধিকার স্থাপনের মাধ্যমে সামাজিক পরিবেশের  ভারসাম্য বজায় রাখার মতবাদ। পরিবেশ রক্ষা করার জন্য, জাতি গঠন করার . জন্য, নারী জাতির অধিকার সুপ্রতিষ্ঠিত করা দরকার। নারীরা সমাজের এবং পরিবেশের অঙ্গ, তা সম্মানের সাথে স্বীকার করার প্রয়োজন আছে। এই শিক্ষা সমাজের সর্বস্তরে ধনী-নির্ধন, নারী-পুরুষ নির্বিশেষে ছড়িয়ে দিতে হবে। তবেই  পরিবেশ শিক্ষা আরও সার্বিক হবে। 

🛑সুনামি কাকে বলে?

🔹 জাপানি ভাষায় সু (Tsu) মানে হল বন্দর, নামি (nami) মানে ঢেউ। এক কথায় সুনামির অর্থ হল মহাশক্তিশালী : সামুদ্রিক ঢেউ। সুনামির ঢেউ-এর শক্তি এত বেশি যে এর ধাক্কায় লক্ষ লক্ষ মানুষের জীবন, কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয় এক নিমেষে, চোখের পলকে ৷

🛑ধস কাকে বলে?

🔹 পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণের টানে পাথরের চাঁই, শিলাচূর্ণ, মাটি এবং অন্যান্য আলগা পদার্থের হঠাৎ নেমে আসা বা খসে পড়ার ঘটনাকে ধস বলে। সাধারণত বর্ষাকালে পাহাড়ে ধস নামে। তবে ভূমিকম্প হলে বা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময়েও ধস নামতে পারে।

🛑ম্যালথাসের জনবৃদ্ধি তত্ত্বের মূলকথা কি?

🔹 রবার্ট ম্যালথাসের মতে জনসংখ্যা ও খাদ্যের যোগান বিপরীতধর্মী। তিনি বলেছেন যে, খাদ্যের যোগান বৃদ্ধি পায় পাটিগাণিতিক হারে বা সমান্তর প্রগতিতে, যেমন, ১, ২, ৩, ৪, ৫.....হিসেবে। কিন্তু জনসংখ্যা বাড়ে গুণোত্তর প্রগতিতে, যেমন, ১, ২, ৪, ৮, ১৬..... হিসেবে। ফলে প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। তাই জনসংখ্যা বৃদ্ধি হারের সাথে খাদ্যের যোগান তাল রাখতে পারে না। এর ফলে দুর্ভিক্ষ, মহামারী দেখা দেয়।

🛑কাম্য জনসংখ্যা কি?

🔹 কোন দেশের জনসংখ্যা যদি সেই দেশের মোট সম্পদের· যোগানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেই জনসংখ্যাকে কাম্য  জনসংখ্যা বা অপ্টিমাম্ পপুলেশন (Optimum Population) বলে। কাম্য জনসংখ্যায় পৌঁছালে দেশে মোট উৎপাদন সর্বাধিক হয়।

🛑অরণ্য সংরক্ষণ আইন কেন দরকার? 

🔹 অরণ্য হল পার্থিব পরিবেশের উপাদান। অরণ্য পরিবেশের অবিভাজ্য অংশ। উদ্ভিদ মানুষ ও প্রাণীকে খাদ্যের জোগান দেয়। বাস্তুতন্ত্রকে রক্ষা করে। খাদ্যজালকে· অবিঘ্নিত রাখে। শিল্পে কাঁচামালের জোগান দেয়। দরিদ্র পরিবারকে জ্বালানি দেয়। ভেষজ গুণের গাছপালা ওষুধ শিল্পে কাজে লাগে। অরণ্য বা গাছপালাই পারে পরিবেশে অক্সিজেনের জোগান দিতে এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হ্রাস করতে। এই সার্বিক গুরুত্বের কারণে অরণ্যকে রক্ষা করা দরকার।

🛑ঝুঁকি বা রিস্ক কাকে বলে?

🔹 ঝুঁকি বা ইংরেজিতে রিস্ক (risk) বলতে ভবিষ্যতে বা খারাপ কিছু ঘটার আশঙ্কাকে বোঝায়। সুতরাং বিপদে সম্ভাবনা আছে, এমন যে-কোনো পরিস্থিতিই ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিবহুল। দুর্যোগের ধরন অনুসারে ঝুঁকির মাত্রা বদলে যায়, d যেমন- ভূমিকম্প বা ঝড় হল উচ্চস্তরের ঝুঁকি, ধস ও হিমানী সম্প্রপাত হল মধ্যম স্তরের ঝুঁকি ইত্যাদি। 

🛑চের্নোবিল দুর্ঘটনা কী কারণে ঘটেছিল?

🔹 ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চের্নোবিল শহরে স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি ও কর্মীদের অসাবধানতার ফলে যে বিস্ফোরণ ও পরিবেশের বিপর্যয় ঘটে, আধুনিক মানুষের ইতিহাসে তা চের্নোবিল দুর্ঘটনা নামে স্মরণীয় হয়ে আছে। চের্নোবিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেজস্ক্রিয় ইউরেনিয়াম মৌল ব্যবহার করা হত। এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুর্ঘটনার দিন ওই বন্দোবস্তগুলি চালু ছিল না। ফলে পারমাণবিক চুল্লির ভেতরে ইউরেনিয়াম জ্বালানি প্রচণ্ড গরম হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে।



🛑বিশ্ব উন্নায়ন (Global Warming) কাকে বলে? 

🔹 কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন, পারফ্লুরো মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প স্বাভাবিক ঘনত্বের তুলনায় বায়ুমণ্ডলে বৃদ্ধি পেলে, গ্যাসগুলির ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে পৃথিবীর উন্নতার বৃদ্ধি ঘটে। এই পরিস্থিতিকে বিশ্ব উন্নায়ন বলে।

🛑স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? 

🔹কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হওয়ার কারণে যদি জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হয়ে যায় তখন  তাকে স্থিতিশীল জনসংখ্যা বলা হয়।


🛑ঘূর্ণিঝড় বা Cyclone কাকে বলে?

🔹 পৃথিবীপৃষ্ঠের উপর তাপের বৈষম্যের জন্য বায়ুর চাপের বৈষম্য দেখা যায়। এই বৈষম্য দূর করার জন্য
বা চাপের সমতা রক্ষার জন্য চারপাশের উচ্চচাপ যুক্ত শীতল বায়ু একটি কেন্দ্রের দিকে ধাবিত হয় এবং  কেন্দ্রে প্রবেশ করে উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়। এইরূপ
কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণবাত বা সাইক্লোন বলে।

🛑পরিবেশ সুরক্ষা আন্দোলন কাকে বলে

🔹পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণ, জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ দূষণ হ্রাস বা বন্ধের জন্য মানব জাতির স্বার্থে যে আঞ্চলিক বা জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে আন্দোলন সংগঠিত হয় তাকেই পরিবেশ সুরক্ষা আন্দোলন বলা হয়।

🛑সহনশীল উন্নয়ন কাকে বলে?

🔹সহনশীল উন্নয়ন কথাটির অর্থ হল পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদি, সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে মানুষের আর্থ সামাজিক  উন্নতি হয়। আর্থ-সামাজিক অভিশাপ থেকে মানুষকে মুক্ত করাই  এই পরিকল্পনার উদ্দেশ্য।


🛑সামাজিক বনসৃজন কাকে বলে?

🔹 সামাজিক বৃক্ষরোপণ পরিকল্পনা অনুসারে নানা ধরনের অব্যবহৃত ও পতিত জমিতে অরণ্য সৃষ্টির
উদ্যোগকে সামাজিক বনসৃজন বলে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ, অর্থনীতি ও মানুষ উপকৃত হয়।


🛑সিগময়েড বক্ররেখা কি?

🔹 সিগময়েড বক্ররেখা হল সময় ও জনসংখ্যা বৃদ্ধিরপারস্পরিক সম্পর্ক অনুসারে ধারণ ক্ষমতা বা ক্যারিয়িং ক্যাপাসিটি বোধক বক্ররেখা।
তোমাকে অনেক ধন্যবাদ CU 2nd Semester ENVS marks2 question ans Suggestion 2024 || 2nd semester ENVS Suggestion 2024 এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟