জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয় অথবা, জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন
জাপান এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত ৷ আর পূর্ব গোলার্ধের একেবারে পূর্ব সীমান্তে অবস্থিত ৷ কোন দেশ যত পূর্বে অবস্থিত হয় সেখানে অন্যান্য স্থানের তুলনায় সূর্যোদয় আগে হয় । স্বাভাবিক কারণেই সেখানে সূর্যাস্ত অন্যান্য দেশের তুলনায় আগেই হয় । বিপরীতক্রমে পশ্চিম গোলার্ধে যে সকল দেশ অবস্থিত সেসব দেশের সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই পূর্ব গোলার্ধের দেশের তুলনায় পরে হয় । পূর্ব গোলার্ধে পূর্ব সীমান্তে জাপান অবস্থান করার জন্য সেখানকার আকাশে সবার আগে সূর্যোদয় হতে দেখা দেয় । তাই সেই দেশকে 'নিপ্পন' অর্থাৎ উদিত সূর্যের দেশ বলা হয় ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয় অথবা, জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন এই নোটটি পড়ার জন্য