কাকে কেন মরুভূমির দেশ বলা হয়

কাকে কেন মরুভূমির দেশ বলা হয়

কাকে কেন মরুভূমির দেশ বলা হয়

উওর:

আরবকে

রব দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি উপদ্বীপ ৷ বিশ্বের বৃহত্তম এবং প্রাচীন আরব উপদ্বীপের অন্তর্গত অধিকাংশ স্থানই মরুভূমি,আবার না হয় মরুপ্রায় অঞ্চল ৷ এর মূল কারণ দেশটি উষ্ণ মরুপ্রায় অঞ্চলের অন্তর্গত ৷ উষ্ণ অঞ্চলের চরিত্র অনুযায়ী এখানে দিন এবং রাত্রির মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় । আবার শীত এবং গ্রীষ্মেমের মধ্যে উষ্ণতার অভাবনীয় পার্থক্য থাকে ৷ আবার মৌসুমী বায়ুর দ্বারা প্রবাহিত তো নয়ই ৷ এমনকি মৌসুমী বায়ুর ছিটেফোটাও স্পর্শ পর্যন্ত পায়না ৷ তাই গ্রীষ্মে মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত আরো একান্ত ভাবে বঞ্চিত হয় ৷ শীতকালে আরবের উপর দিয়ে পশ্চিমী বায়ু প্রবাহিত হয়, কিন্তু পশ্চিমী বায়ু শুষ্ক ৷ তাতে জলীয় বাষ্প থাকে না ৷ ফলে সেখানে শীতকালেও বৃষ্টিপাত হয় না ৷ তাই আরবের জলবায়ু একান্তভাবে উষ্ণ তাই সেখানে মরুভূমি সৃষ্টি হয়েছে ৷

আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ কাকে কেন মরুভূমির দেশ বলা হয় এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟