পঞ্চ সমুদ্রের দেশ কাকে বলা হয় এবং কেন
এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত যেসব দেশ অবস্থান করছে তাদের কোনোটি মরুপ্রায় আবার কোনোটি বা পুরোপুরি মরুভূমি ৷ শুষ্ক জলবায়ুর সেসব দেশে লক্ষিত হয়,কোথাও সামান্য বৃষ্টিপাত হয় বটে ৷ আবার কোথাও বা বৃষ্টিও হয় না বললেই চলে ৷ সেসব দেশে দক্ষিণে অবস্থান করছে পারস্য উপসাগর, উত্তরে কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগর,আর পশ্চিম দিকে লোহিত সাগর আর ভূমধ্যসাগর ৷ উক্ত পাঁচটি সাগর ও উপসাগর দ্বারা এশিয়ার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত দেশগুলি বিস্তৃত বলে তারা পঞ্চ সমুদ্র সমুদ্রের দেশ বলে অভিহিত ।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
তোমাকে অনেক ধন্যবাদ পঞ্চ সমুদ্রের দেশ কাকে বলা হয় এবং কেন এই নোটটি পড়ার জন্য