ফিফা ওয়ার্ল্ড কাপ এর সম্পূর্ণ তথ্য শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত কিছু তথ্য এইখানে দেয়া রইল
প্রথমেই বলা যাক FIFA শব্দের অর্থ কি -- ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ("Federation Internationale de Football Association")
♻️স্থাপনকাল হল ১৯৩০ সালের ২১ শে মে সুইজারল্যান্ড
♻️ FIFA এর সদর দপ্তর :~ সুইজারল্যান্ডের জুরিখে
♻️FIFA এর সদস্য দেশের সংখ্যা :~ প্রতিষ্ঠা সময় ফিফার সদস্য সংখ্যা ছিল মাত্র ৭ টি এবং সেটি বর্তমানে বেড়ে হয়েছে ২১০ টি দেশ ৷
♻️স্থাপিত হয় :~ ফ্রান্সের প্যারিসে
♻️FIFA সভাপতি ছিলেন -- মশিয়ে জুলের রিমে আর ,বর্তমান সভাপতি হলেন ---জিয়ান্নি ইনফান্তিনো।
♻️ফিফা ওয়ার্ল্ড কাপ সূচনা হয় :~ ১৯৩০ সালে থেকে
♻️ফিফার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ :~ ইংলিশ,ফ্রেঞ্চ,জার্মানি স্প্যানিশ
♻️ফিফার কাপটির নাম প্রথমে কাপটির নাম ছিল জুলেরিম কাপ ৷ ১৯৬৬ সালে জুলেরিম কাপটি চুরি হবার পর ১৯৭৪ সাল থেকে ফিফা কাপ দেওয়া শুরু হয় ৷
♻️বিশ্বকাপ ফুটবলের জনক হলেন :~ ফ্রান্সের জুলেরিমে ও হেনরি ডেলন ৷
♻️ফুটবলের সম্রাট বলা হয় :~ পেলে পুরো নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো (১৯৪০-২০২২)💔😵
♻️বিশ্বকাপ ফুটবলের প্লেয়ার প্লে টফি :~
১৯৭৮ থেকে এই পুরস্কার দেয়া শুরু হয় প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনাই পুরস্কারটি পায় ৷
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
♻️সর্বোচ্চ গোলদাতার পুরস্কার :~
সর্বোচ্চ গোলদাতা থেকে 'সোনার বুট' দেয়া হয় । প্রথম এই পুরস্কারটি পাই আর্জেন্টিনার 🇦🇷 গুইলারমো স্ট্যাবাইল , প্রথমবার একটি পুরস্কার দেওয়া হয়েছিল ১৯৮২ সালে,গোল্ডেন শু নামে পরিচিত ছিল। এটি ২০১০ সালে গোল্ডেন বুটের নামকরণ করা হয়েছিল ৷
♻️সেরা খেলোয়াড় :~
সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসাবে দেওয়া হয় গোল্ডেন বল বা স্বর্ণ বল ৷ যিনি এই পুরস্কারটি প্রথম পান তিনি হলেন উরুগুয়ের খেলোয়াড় (🇺🇾 ) হোসে নাসাজ্জি ৷ এই পুরস্কারটি দেওয়া শুরু করা হয় ১৯৯২ সাল থেকে ৷
♻️সেরা গোলকিপার :~
সেরা গোলরক্ষককে পুরস্কার হিসেবে দেওয়া হয় লিভ ইয়াসিন নামাঙ্কিত গোল্ডেন গ্লাভস ৷ গোল্ডেন গ্লাভ পুরস্কার দেওয়া হয় টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে। ১৯৯৪ সাল থেকেই পুরস্কারটি প্রথম দেয়া শুরু করা হয় ৷ এটি ২০১০ সালে "গোল্ডেন গ্লাভ" নামকরণ করা হয়েছিল।
♻️ইয়াসিন নামাঙ্কিত গ্লাভস পেয়েছেন মাত্র পাঁচ জন তারা হলেন :~
(১)১৯৯৪ সালের বেলজিয়ামের 🇧🇪
'মিশেল প্রিউড'হোমে' ( ২টি শীট পরিষ্কার করে)
(২)১৯৯৮ সালের 🇳🇱 ফ্রান্সের 'ফাবিয়ঁ বার্থেজ'
( ৫টি শীট পরিষ্কার করে)
(৩)২০০২ সালের জার্মানির 🇩🇪 'অলিভার কান' ( ৫টি শীট পরিষ্কার করে)
(৪)২০০৬ সালের ইতালির 🇮🇹 'জিয়ানলুইজি বুফন' ( ৫টি শীট পরিষ্কার করে)
♻️আর যারা যারা গোল্ডেন গ্লাভ পেয়েছেন তারা হলেন :~
২০১০ সালের স্পেন 🇪🇸 'ইকার ক্যাসিয়াস' ( ৫টি শীট পরিষ্কার করে)
এবং পরবর্তীকালে সমস্ত কেই (মানুয়েল নয়ার 🇩🇪, তিবো কুর্তোয়া🇧🇪, এমিলিয়ানো মার্তিনেস🇦🇷) এই পুরস্কারই দেওয়া হচ্ছে ৷
♻️এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 🇦🇷 । তৃতীয়বার জয়ী– ১৯৭৮ , ১৯৮৬ ও ২০২২ । ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল 🇧🇷 হচ্ছে বিশ্বকাপের সফলতম দল, ৫ বার বিশ্বকাপ জিতেছে। জার্মানি 🇩🇪 ও ইতালি🇮🇹 ৪টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে🇺🇾 ও ফ্রান্স🇳🇱 দু’বার করে এবং ইংল্যান্ড 🇬🇧 ও স্পেন🇪🇸 একবার করে শিরোপা জিতেছে।
সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা 🇦🇷, ফ্রান্সকে 🇳🇱 টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।