ফিফা ওয়ার্ল্ড কাপ এর সম্পূর্ণ তথ্য শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত কিছু তথ্য এইখানে দেয়া রইল

ফিফা ওয়ার্ল্ড কাপ এর সম্পূর্ণ তথ্য শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত কিছু তথ্য এইখানে দেয়া রইল

 ফিফা ওয়ার্ল্ড কাপ এর সম্পূর্ণ তথ্য শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত কিছু তথ্য এইখানে দেয়া রইল 

ফিফা ওয়ার্ল্ড কাপ এর সম্পূর্ণ তথ্য শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত কিছু তথ্য এইখানে দেয়া রইল



প্রথমেই বলা যাক FIFA শব্দের অর্থ কি -- ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ("Federation Internationale de Football Association")


♻️স্থাপনকাল হল ১৯৩০ সালের ২১ শে মে সুইজারল্যান্ড


♻️ FIFA এর সদর দপ্তর :~  সুইজারল্যান্ডের জুরিখে


♻️FIFA এর সদস্য দেশের সংখ্যা :~  প্রতিষ্ঠা সময় ফিফার সদস্য সংখ্যা ছিল মাত্র টি এবং সেটি বর্তমানে বেড়ে হয়েছে ২১০ টি দেশ ৷


♻️স্থাপিত হয়  :~ ফ্রান্সের প্যারিসে


♻️FIFA সভাপতি ছিলেন -- মশিয়ে জুলের রিমে আর ,বর্তমান সভাপতি হলেন ---জিয়ান্নি ইনফান্তিনো


♻️ফিফা ওয়ার্ল্ড কাপ সূচনা হয় :~ ১৯৩০ সালে থেকে


♻️ফিফার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ :~ ইংলিশ,ফ্রেঞ্চ,জার্মানি স্প্যানিশ


♻️ফিফার কাপটির নাম প্রথমে কাপটির নাম ছিল জুলেরিম কাপ ৷ ১৯৬৬ সালে জুলেরিম কাপটি চুরি হবার পর ১৯৭৪ সাল থেকে ফিফা কাপ দেওয়া শুরু হয় ৷


♻️বিশ্বকাপ ফুটবলের জনক হলেন :~ ফ্রান্সের জুলেরিমেহেনরি ডেলন


♻️ফুটবলের সম্রাট বলা হয় :~ পেলে পুরো নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো (১৯৪০-২০২২)💔😵


♻️বিশ্বকাপ ফুটবলের প্লেয়ার প্লে টফি :~

 ১৯৭৮ থেকে এই পুরস্কার দেয়া শুরু হয় প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনাই পুরস্কারটি পায় ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন

♻️সর্বোচ্চ গোলদাতার পুরস্কার :~  


                                          সর্বোচ্চ গোলদাতা থেকে 'সোনার বুট' দেয়া হয় । প্রথম এই পুরস্কারটি পাই আর্জেন্টিনার 🇦🇷 গুইলারমো স্ট্যাবাইল , প্রথমবার একটি পুরস্কার দেওয়া হয়েছিল ১৯৮২ সালে,গোল্ডেন শু নামে পরিচিত ছিল। এটি ২০১০ সালে গোল্ডেন বুটের নামকরণ করা হয়েছিল ৷


♻️সেরা খেলোয়াড় :~ 

                             সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসাবে দেওয়া হয় গোল্ডেন বল বা স্বর্ণ বল ৷ যিনি এই পুরস্কারটি প্রথম পান তিনি হলেন উরুগুয়ের  খেলোয়াড় (🇺🇾 ) হোসে নাসাজ্জি ৷ এই পুরস্কারটি দেওয়া শুরু করা হয় ১৯৯২ সাল থেকে ৷



♻️সেরা গোলকিপার :~   


                                  সেরা গোলরক্ষককে পুরস্কার হিসেবে দেওয়া হয় লিভ ইয়াসিন নামাঙ্কিত গোল্ডেন গ্লাভস ৷ গোল্ডেন গ্লাভ পুরস্কার দেওয়া হয় টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে। ১৯৯৪ সাল থেকেই পুরস্কারটি প্রথম দেয়া শুরু করা হয় ৷ এটি ২০১০ সালে "গোল্ডেন গ্লাভ" নামকরণ করা হয়েছিল। 


♻️ইয়াসিন নামাঙ্কিত গ্লাভস পেয়েছেন মাত্র পাঁচ জন তারা হলেন :~

(১)১৯৯৪ সালের বেলজিয়ামের  🇧🇪

 'মিশেল প্রিউড'হোমে' ( ২টি শীট পরিষ্কার করে)


(২)১৯৯৮ সালের 🇳🇱 ফ্রান্সের 'ফাবিয়ঁ বার্থেজ'

( ৫টি শীট পরিষ্কার করে)


(৩)২০০২ সালের জার্মানির 🇩🇪 'অলিভার কান' ( ৫টি শীট পরিষ্কার করে)


(৪)২০০৬ সালের ইতালির 🇮🇹 'জিয়ানলুইজি বুফন' ( ৫টি শীট পরিষ্কার করে)



♻️আর যারা যারা গোল্ডেন গ্লাভ পেয়েছেন তারা হলেন :~

২০১০ সালের স্পেন 🇪🇸 'ইকার ক্যাসিয়াস' ( ৫টি শীট পরিষ্কার করে)


এবং পরবর্তীকালে সমস্ত কেই  (মানুয়েল নয়ার 🇩🇪, তিবো কুর্তোয়া🇧🇪, এমিলিয়ানো মার্তিনেস🇦🇷) এই পুরস্কারই দেওয়া হচ্ছে ৷




♻️এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 🇦🇷 । তৃতীয়বার জয়ী– ১৯৭৮ , ১৯৮৬ ও ২০২২ । ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল 🇧🇷 হচ্ছে বিশ্বকাপের সফলতম দল, ৫ বার বিশ্বকাপ জিতেছে। জার্মানি 🇩🇪 ও ইতালি🇮🇹 ৪টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে🇺🇾 ও ফ্রান্স🇳🇱 দু’বার করে এবং ইংল্যান্ড 🇬🇧 ও স্পেন🇪🇸 একবার করে শিরোপা জিতেছে।


সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা 🇦🇷, ফ্রান্সকে 🇳🇱 টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟