দ্রব্যমূল্য বিপ্লব বলতে কী বোঝো ? বা, দ্রব্যমূল্য বিপ্লব আসলে কি ?

দ্রব্যমূল্য বিপ্লব বলতে কী বোঝো ? বা, দ্রব্যমূল্য বিপ্লব আসলে কি ?

 দ্রব্যমূল্য বিপ্লব বলতে কী বোঝো ?

 বা, দ্রব্যমূল্য বিপ্লব আসলে কি ?


দ্রব্যমূল্য বিপ্লব বলতে কী বোঝো? বা দ্রব্যমূল্য বিপ্লব আসলে কি ?


দ্রব্যমূল্য বিপ্লব

 দ্রব্যমূল্য বিপ্লব বলতে কী বোঝায়? এটা কি কি কোন প্রকার বিপ্লব বলা যায়? ইউরোপের ইতিহাস পর্যালোচনা করলে এইরকম একাধিক বিপ্লবের সন্ধান পাওয়া যায় ৷ এই বিপ্লব গুলছিল ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রীপি যেমন, বৈজ্ঞানিক বিপ্লব,সামরিক বিপ্লব, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব ইত্যাদি ৷ তবে দ্রব্যমূল্য বিপ্লব বা Price Revolution ছিল স্বতন্ত্র ধারার বিপ্লব ৷ যা ষোড়শ শতকের ইউরোপের অর্থনীতিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল ৷ রাজনীতিবিদ ঐতিহাসিক জাঁ বোদা প্রথম Price Revolution শব্দটি ব্যবহার করেন ৷ তার মতে ১৫০০ থেকে ১৬২০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের পণ্য সামগ্রী ধারাবাহিক মূল্যবৃদ্ধির ঘটনায় ছিল অভূতপূর্ণ ৷ এই সময় শুধুমাত্র জিনিস পড়তে দামি বাড়ি নেই সেই সঙ্গে জমির পণ্যমান দ্রুত বৃদ্ধি পেয়েছিল ৷



মূল্য বিপ্লবের কারণগুলিকে বিশেষভাবে চিহ্নিত করা যায় তার মধ্যে অন্যতম হলো- জলস্তৃতি,সরবরাহের তুলনায় চাহিদা বৃদ্ধির, ভৌগোলিক আবিষ্কারের হাত ধরে উপনিবেশিক প্রতিষ্ঠান, নতুন বাজারের সন্ধান , বাণিজ্য বিস্তার ,বাণিজ্যিক পুঁজি শিল্পেতে রূপান্তর , আমেরিকা আফ্রিকা প্রভৃতি মহাদেশ থেকে প্রচুর পরিমাণ সম্পদ ইউরোপে গমন ইত্যাদি জনিত কারণে ইউরোপের দ্রব্যমূল্য বিপ্লব সংঘটিত হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন ৷ এই প্রসঙ্গে জাঁ বোদা বলেন অর্থনীতিতে টাকার যোগান বেড়েছে অথচ উৎপাদন সেভাবে বাড়েনি আর তার ফলে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছিল ৷ আর এই দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধিকে সংক্ষেপে Price Revolution বা বলে আখ্যায়িত করা হয় ৷ এই প্রসঙ্গে ভোদা আরো বলেন ষোড়শ শতকে দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হলো মুদ্রাস্ফীতি আর এই মুদ্রাস্ফীতি ঘটেছিল স্পেনে আমেরিকা হইতে সংগৃহীত প্রচুর খনিজ সম্পদ ৷ দ্রব্যমূল্য বিপ্লবের পাশ্চাত্যের এই তথ্যই বুলিয়ান তত্ত্ব নামে পরিচিত ৷



দ্রব্যমূল্যের ফলে মুদ্রাস্ফীতি জনিত কারণে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পায়,খাজনা ধার বাড়ে ,খাজনার বাণিজ্যিকরণ বা কমার্শিয়াল অফ ফ্রেন্ড বিশাল আকারে বেড়ে যায়, জমির চরিত্রের পরিবর্তন ঘটে ৷ ঐতিহাসিক খাইনস,জি.আর.এলটন প্রমুখ ও ভোদার তত্বকে সমর্থন করে ৷ তবে কার্ল সিকালো মূল্য বিপ্লব কথাটির মধ্যে অতিরঞ্জুষকতা রয়েছে বলে মনে করেন ৷ তার মতে এই সময়কালে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি ঘটেছিল ১.৪% যা আধুনিক কালের বিচারে অত্যন্ত নগণ্য ৷ তবে পরিসংখ্যান থেকে দেখা যায় ১৫৩১ থেকে ১৫৬০ খ্রিস্টাব্দের মধ্যে ৭৫০.৫ টন স্বর্ণ-রৌপ ইউরোপের বাজারে প্রবেশ করেন ও ১৩৯৩.৯ সোনা রুপা ইউরোপের প্রচলিত বাজারে যা হঠাৎ করে পরিবর্তন সংঘটিত করে ৷



 তবে মধ্যযুগের ইউরোপের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে অনেকে জাস্ট প্রাইস তত্ত্বের উপস্থাপন করেছেন ৷ এই তথ্য অনুযায়ী দুর্নীতি পরাধীন কিছু ব্যক্তিবর্গ ন্যায় মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্যবৃদ্ধি জনিত সমস্যা সৃষ্টি হয় । তবে বেশিরভাগ গবেষক এই তথ্যটি খুব বেশি গুরুত্ব দিতে রাজি নয় বরং তারা জনসংখ্যা বৃদ্ধির দাবি করে তোলেন ৷ ১৫৬০ থেকে ১৫২০ ইউরোপের খ্রিস্টাব্দে জনসংখ্যা বিধি পেয়েছিল দিগুন যা ছিল দব্য মূল্য বৃদ্ধির একটি কারণ ৷ এই প্রসঙ্গে গ্রেগরি কিং মনে করেন টিউটর যুগ থেকে উন্নত জীবনযাপনের হাত ধরে আর্থিক স্বাচ্ছন্দতা হাত এসেছিল তার দরুন জনসাধারণের মধ্যে অল্প বয়সের বিবাহ করার প্রবণতা বেড়েছিল যার মৃত্যুর হার কমে,এর পাশাপাশি জে.ইউ.নেপ প্রযুক্তিগতভাবে উদ্ভাবন হয় এবং বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পেতে গুরুত্ব দিয়েছিল ৷ ব্রোটেল এবং স্পাইনর এই দ্রব্যমূল্যের পশ্চাতে জনসংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তির উন্নয়নকে দায়ী করেছেন ৷ তাছাড়া সুদের হার বিভিন্ন দেশে মুদ্রার মান হ্রাস পাওয়াকে দাবি করাই থাকে ৷ গবেষক ভাদুরী আবার মূল্যবৃদ্ধির সাথে ষোড়শ শতকের বুর্জোয়া শ্রেণীর আবির্ভাবের দিকে অঙ্গনে নির্দেশ করেছেন ৷



মূল্য বিপ্লবের ফলাফল অর্থনীতি ও সামাজিক দিক থেকে যথেষ্ট সুদূরপ্রসারী হয়েছিল ৷ এই ফলাফল কে কৃষি অর্থনীতি ও অকৃষি অর্থনীতি দুই দিকেই বৈপ্লবিক প্রভাব এনেছিল । কৃষি অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব সম্পর্কে বলা যেতে পারে মুদ্রা স্ফৃতির দরুণ খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি ফলস্বরূপ কৃষি বাণিজ্যিক করন বৃদ্ধি হয় ৷ মূল্য বৃদ্ধির কারণে জমিতে বিনিয়োগের একটা বিশেষ প্রবণতা প্রয়োগ করা যায় যার ৷ পরিণতি স্বরূপ বেষ্টনী আন্দোলনের সূত্রপাত হয় । ফলে কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয় ৷ অকৃষি অর্থনীতির ক্ষেত্রে মূল্য বিপ্লবের ফলাফল ছিল গুরুত্বপূর্ণ ৷ বিশেষজ্ঞদের মধ্যে হ্যামিলটন কিংস মনে করেন ল্যাটিন আমেরিকা থেকে সোনা রুপা ইউরোপে আসার দরুন বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছিল ৷ ফলে শিল্পের জন্য প্রয়োজনীয় পুঁজি সংস্থানের ফলে সহজসাধ্য হয়ে উঠেছিল ৷ মূল্য বিপ্লবের একটি কারণ ছিল পুজির সহজলতা ৷ মূল্য বিপ্লবের ফলে ভূমি কেন্দ্রিক একটি সমৃদ্ধ শ্রেণীর উদ্ভব হয়, এছাড়াও লাদুরি বলেন গ্রামীন বুর্জোয়া শ্রেণীর উদ্ভব হয় ফলে সামন্ত ব্যবস্থা দুর্বল হয় মঠ ব্যবস্থা ধ্বংস হয়, তারই ফলে জেন্ট্রি শ্রেণীর জমি কে লাভ জনক মনে করা হয় ৷


মূল্য বিপ্লবকে কতটা বিপ্লব বলা যায় তা নিয়ে কিছু বিতর্ক আছে ৷ অধ্যাপক এনের মতে পুরাতন অভিজাত শ্রেণীর অবক্ষয় এবং জেন্টিদের নব শক্তির প্রতিষ্ঠা ইংল্যান্ডের গৃহযুদ্ধের পথ প্রস্তুত করে ৷ তবে দ্রব্যমূল্য বিপ্লব সমর্থ ভাবে মানুষের পাশাপাশি বৃহত্তর ভূমিহীন সর্বহারা মানুষদের জন্ম দিয়েছিল ৷ এরা জীবিকা অন্বেষণে গ্রাম থেকে শহরে গমন করে ফলে নবজীবনের খাদ্যাভাস বেকারত্ব,দারিদ্রতা, শোষণ স্বাভাবিক পরিণতি স্বরূপ হয়ে ওঠে, সমাজের চোরবৃদ্ধি সহ সামগ্রিক নৈতিকতা পতন ঘটতে থাকে ৷ মানুষজন ফুড রাইট, খাদ্যের জন্য দাঙ্গায় জড়িয়ে পড়ে এবং সমস্যা মোকাবেলা করতে "পুয়োরল" পাস করা হয় ৷ তাই এই মূল্য বৃদ্ধির একাধিক ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিকগুলিকে উপেক্ষা করা যায় না ।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟