কৃষ্ণমৃত্যুর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ

কৃষ্ণমৃত্যুর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ

 কৃষ্ণমৃত্যুর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ

কৃষ্ণমৃত্যুর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ


খ্রিষ্ঠীয় চতুর্দশ শতকে সমগ্র ইউরোপ জুড়ে যে প্লেগজনিত ভয়াবহ মহামারীর প্রকোপ দেখা গিয়েছিল যা ইউরোপের ইতিহাসে ব্লেক ডেথ বা কৃষ্ণ মোড়ক নামে পরিচিত ৷ ব্ল্যাক ডেথ কেই চতুর্দশ শতকে অর্থনৈতিক মামলা ও সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় ৷ বস্তুত প্লেগ জনিত মহামারীর ভয়াবহতা ছিল ব্যাপক ৷ ইউরোপের শহরগুলির জনসংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল ৷ ১৩৪৭ থেকে ৪৮ ইংল্যান্ডের প্রায় জনসংখ্যার এক তৃতীয়াংশ অংশ হ্রাস পেয়েছিল ৷ এই প্লেগ ইউরোপের প্রায় ¼ মানুষকে আঘাত করেছিল ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন


চতুর্দশ শতকের সংকটের জন্য তৎকালীন আর্থসামাজিক অবস্থাকে উল্লেখ করা একান্ত ভাবে প্রয়োজন বলে আর এইচ হেল্টন মনে করেন ৷ তার মতে," চতুর্দশ শতাব্দীর অর্থনৈতিক মন্দা প্লেগ এর আগে থেকেই শুরু হয়েছিল ৷" আধুনিক বিশেষজ্ঞদের মতে একাদশ শতক থেকে ব্যবসা-বাণিজ্য ক্রম সমৃদ্ধির তরুন ইউরোপের শহর গুলিতে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল এই জনসংখ্যা বৃদ্ধির জমি ও জনসংখ্যার অনুপাতিক হারের মধ্যে একটা বড় রকমের পার্থক্য এনে দেয় ৷ যার ফলে পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হতে থাকে ৷


তবে এই ব্ল্যাক ডেথ বা মহামারীকে আধুনিক গবেষকরা চতুর্দশ শতাব্দীর অর্থনৈতিক মন্দার মূল কারণ হিসেবে চিহ্নিত করেননি ৷ অনেকের মতোই চতুর্দশ শতকের মন্দার জন্য এই সময়ের আবহাওয়ার অবনতি ঘটে ৷ তেমনি শহরগুলিও শ্রীহীন হয়ে পড়ে এই মহামারী এবং চতুর্থ শতকের সংকটজনিত কারণে ইউরোপের বড় বড় শহরগুলি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ৷ ল্যাম্বাডি, মধ্য ইতালি,স্পেন,ফ্রান্স সম্পূর্ণ বিধ্বস্ত হয় তাই বলা হয় ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মোরগ ইউরোপের আর্থ ও রাষ্ট্রনৈতিক সামাজিক নৈতিক সর্বক্ষেত্রে বিপুল আঘাত আনে ৷ ইউরোপের জনতাকে করে তোলে নৈরাজ্যের নেই রাজ্যের বাসিন্দা ৷



বুঝতে চাইলে ভিডিও টি দেখতে পারেনঃ

তোমাকে অনেক ধন্যবাদ কৃষ্ণমৃত্যুর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟