ভ্যাসাল বলতে কি বোঝো

ভ্যাসাল বলতে কি বোঝো

 ভ্যাসাল  বলতে কি বোঝো

ভ্যাসাল  বলতে কি বোঝো


ভ্যাসাল শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ "vass" থেকে যার অর্থ হলো পোষ্য ৷ সামন্ত যুগের প্রধান বৈশিষ্ট্য হল উর্ধ্বতন স্বামী এবং নিম্নতর কৃষকদের মধ্যে বিভিন্ন স্তরের চুক্তির মাধ্যমে প্রকৃত সম্পদ স্থাপন । সামন্ত প্রভুরা তার পোষ্য ব্যক্তি বা ভ্যাসালের কাছ থেকে কর বাবদ অর্থ আদায় করা ছাড়াও কয়েকটি দায়িত্ব পালনের অঙ্গিকার দাবি করতো ৷ সামন্ত প্রভুরা vessel কে নিরাপত্তা দিত ৷ ভ্যাসালরা একটি শপথ বাক্য পাঠ করত যার মধ্যে দিয়ে প্রভুর প্রতি অনুগত থাকার অঙ্গীকার থাকত ৷


Related Posts


এই ব্যবস্থা সুস্পষ্ট রূপ ধারণ করেছিল ফ্রান্স,জার্মান, ইংল্যান্ড সহ একাধিক রাষ্ট্রে ৷ ভ্যাসালকে নিজ রাজ্যসভার অথবা পরিবারের বিভিন্ন কর্মে নিযুক্ত রাখা অথবা তাকে ফিফ দান করা এই দ্বিবিধ উপায়ে ম্যানেজমেন্ট বা ভরণপোষণের দায়িত্ব পালন করত ৷ উর্ধ্বতন প্রভুরা কখনো কখনো ভ্যাসালদের অ্যালড বা ফিফ দান করত ৷ এই ফিফ লাভের জন্য ভ্যাসালদের মধ্যে সর্বোচ্চ বিপুল উৎসাহ থাকতো ভ্যাসাল ব্যবস্থার সঙ্গে সাব-ভ্যাসাল ব্যবস্থাও গড়ে ওঠে, সাব-ভ্যাসালদের সঙ্গে সামন্তপ্রভুর সরাসরি সম্পর্ক তৈরি হতো না । এই প্রসঙ্গে জাঁ দা বলেছেন,"The vassal of my vassal is not vassal."

তোমাকে অনেক ধন্যবাদ ভ্যাসাল বলতে কি বোঝো এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟