ভ্যাসাল বলতে কি বোঝো
ভ্যাসাল শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ "vass" থেকে যার অর্থ হলো পোষ্য ৷ সামন্ত যুগের প্রধান বৈশিষ্ট্য হল উর্ধ্বতন স্বামী এবং নিম্নতর কৃষকদের মধ্যে বিভিন্ন স্তরের চুক্তির মাধ্যমে প্রকৃত সম্পদ স্থাপন । সামন্ত প্রভুরা তার পোষ্য ব্যক্তি বা ভ্যাসালের কাছ থেকে কর বাবদ অর্থ আদায় করা ছাড়াও কয়েকটি দায়িত্ব পালনের অঙ্গিকার দাবি করতো ৷ সামন্ত প্রভুরা vessel কে নিরাপত্তা দিত ৷ ভ্যাসালরা একটি শপথ বাক্য পাঠ করত যার মধ্যে দিয়ে প্রভুর প্রতি অনুগত থাকার অঙ্গীকার থাকত ৷
Related Posts
এই ব্যবস্থা সুস্পষ্ট রূপ ধারণ করেছিল ফ্রান্স,জার্মান, ইংল্যান্ড সহ একাধিক রাষ্ট্রে ৷ ভ্যাসালকে নিজ রাজ্যসভার অথবা পরিবারের বিভিন্ন কর্মে নিযুক্ত রাখা অথবা তাকে ফিফ দান করা এই দ্বিবিধ উপায়ে ম্যানেজমেন্ট বা ভরণপোষণের দায়িত্ব পালন করত ৷ উর্ধ্বতন প্রভুরা কখনো কখনো ভ্যাসালদের অ্যালড বা ফিফ দান করত ৷ এই ফিফ লাভের জন্য ভ্যাসালদের মধ্যে সর্বোচ্চ বিপুল উৎসাহ থাকতো ভ্যাসাল ব্যবস্থার সঙ্গে সাব-ভ্যাসাল ব্যবস্থাও গড়ে ওঠে, সাব-ভ্যাসালদের সঙ্গে সামন্তপ্রভুর সরাসরি সম্পর্ক তৈরি হতো না । এই প্রসঙ্গে জাঁ দা বলেছেন,"The vassal of my vassal is not vassal."