পারস্যের সাফাবি বংশের অবদান আলোচনা কর
পারস্যের সাফাবি বংশের অবদান আলোচনা কর
পারস্যের জাতীয় ইতিহাসের সাফাবি বংশের অবদান অনন্য ৷ এই বংশের প্রতিষ্ঠাতা শাহ সৌমলি ও তার পুত্র নহশসপ শাহ আব্বাস প্রমুখদের নেতৃত্বে রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক শিল্প স্থাপত্য জ্ঞান বিজ্ঞান প্রকৃতির ক্ষেত্রে চরম বিকাশ ঘটেছিল ।
প্রথমতঃ - সাফাবি বংশের শাসকরা কেবল পারস্য নয় মধ্য এশিয়ার এক বিরাট অংশের উপর নিরঙ্কুশ অধিক তথ্য স্থাপন করে ৷
দ্বিতীয়তঃ- প্রশাসনিক অর্থনৈতিক ও বিভিন্ন জনহিতকর কার্যাবলী দ্বারা তারা পারস্য সাম্রাজ্যকে দৃঢ়বৃত্তির ওপর প্রতিষ্ঠা করেন ৷
তৃতীয়তঃ- সাফাবি সুলতানদের প্রচেষ্টায় রাজধানী নগরী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয় ৷
চতুর্থতঃ- চীন দেশের প্রভাবে পারস্যে বিভিন্ন ধরনের ও বর্ণের মৃৎপাত্র তৈরি হয়েছিল ৷
পঞ্চমতঃ- সাফাবি আমলে কার্পেট ও বয়ন শিল্পের চরম উন্নতি লক্ষ্য করা যায় ৷
ষষ্ঠতঃ- কবি,সাহিত্যিক,দার্শনিকরা এই আমলকে সমৃদ্ধতর করে তুলেছিলেন ৷ দার্শনিকদের মধ্যে আবুল কাসেম,বাহাউদ্দিন আমিলি প্রমুখদের নাম বিশেষ উল্লেখযোগ্য ৷
পরিশেষে বলা যায় সাফাবি আমলের স্থাপত্য ও চিত্রশিল্পের চরম উৎকর্ষ সাধিত হয় ৷ শাহ আব্বাসের আমলে এই সাংস্কৃতিক উন্নতির চরম শিখরে আরোহিত হয় ৷ এই যুগের সেরা প্রতিভা হলেন কামাউদ্দিন বিহজাদ যাকে রফায়েল বলা হয়।
সংস্কৃতি:-
তোমাকে অনেক ধন্যবাদ পারস্যের সাফাবি বংশের অবদান আলোচনা কর এই নোটটি পড়ার জন্য