মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য আলোচনা কর

মিউজিয়াম বা সংগ্রহশালার বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য আলোচনা কর

মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য আলোচনা কর

মিউজিয়াম বা সংগ্রহশালার বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য আলোচনা কর


ইতিহাস হল হাজারটা মিথ্যা থেকে প্রকৃত সত্যটিকে খুঁজে বার করা ৷ তাই অতীতের সেই ঘটনাটিকে ইতিহাসের মর্যাদা দেওয়া যা প্রমাণিত ৷ ঐতিহাসিক ঘটনার প্রমাণের জন্য প্রয়োজন ইতিহাসের উপাদান। সেই উপাদান নানাবিধ হয়ে থাকে ৷ ইতিহাসকে যুগে যুগে মুর্ত গড়ে তুলে রাখার জন্য একাধিক বিষয়ে সাহায্য নেয়া হয়ে থাকে যার মধ্যে একটি হলো মিউজিয়াম বা সংগ্রহশালা ৷ একে জাদুঘর হিসাব বর্ণনা করা হয়ে থাকে ৷ সংগ্রহশালা হলো মানবজাতির ঐতিহ্যের ধন ভান্ডার মানুষের স্মৃতি সংস্কৃতি ও আশা সংগ্রহশালায় সংরক্ষিত থাকে ৷ প্রাচীন ভারত তথা এশিয়ার তৎকালীন সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ মন্দিরে সংরক্ষিত করে রাখা হতো। প্রাচীন ইউরোপীয় চার্চ গুলি শুধুমাত্র ধন-সম্পদ সংরক্ষণ করত তাই নয় ৷ সেগুলি তৎকালীন সমাজের দুষ্প্রাপ্য শিল্পবস্তু সংরক্ষণ করত ৷ অর্থাৎ সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যেটি পৃথিবী জুড়ে মানব সভ্যতার ইতিহাসের কথা বলে ৷


আধুনিক অর্থে মিউজিয়াম কথাটি শপ্তদশ শতকে ইউরোপে প্রচলিত হয়েছিল ৷ ইংরেজি মিউজিয়াম কথাটি ল্যাটিন শব্দ থেকে এলেও এর মূল উৎস হল গ্রিক শব্দ "মিউয়ন" এর অর্থ হলো মিউজ দেবীর মন্দির ৷ গ্রিক পুরাণ অনুযায়ী নিউজ হচ্ছে সংগীত, সাহিত্য ও কলার নয়জন দেবী ৷ অক্সফোর্ড লিভিং ডিকশনারি অনুযায়ী ,"মিউজিয়াম হল এমন একটি গৃহ যেখানে ঐতিহাসিক,বৈজ্ঞানিক,শৌলিক( শিল্পজাত বস্তু), সাংস্কৃতিক গুরুত্ব পূর্ণ বস্তুর সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। তবে ব্রিটিশ যুক্তরাজ্যে মিউজিয়াম প্রসঙ্গে দেওয়া সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ মিউজিয়াম হল এমন একটি প্রতিষ্ঠান যেটি সাধারণ লোকের জন্য পার্থিব নিদর্শন ও সেই সম্পর্কিত তথ্যের সংগ্রহ,লিপি বদ্ধ করন,সংরক্ষণ প্রদর্শন ও বিশ্লেষণ করা হয় ৷


উক্ত সংখ্যাটি বিশ্লেষণ করে মিউজিয়ামের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলির নিচে চিহিত করা যায় ৷ যথা -



(১). প্রতিষ্ঠান :

                   মিউজিয়াম হল এমন একটি সাধারণ সংস্থা বা প্রতিষ্ঠান যার দীর্ঘমেয়াদি উদ্দেশ্য রয়েছে ৷ এবং এটি একটি গতিশীল প্রতিষ্ঠান যা সংগ্রহ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ও সমৃদ্ধি লাভ করতে থাকে ৷


(২). সংগ্রহ :

              মিউজিয়ামের একটি অন্যতম প্রধান কাজ হলো বস্তু সংগ্রহ করা এবং সেই বস্তু যত পুরানো হয় ততই গুরুত্বপূর্ণ তা হতে পারে মৃত্তিকা মধ্যস্থ বা মৃত্তিকা উপরস্ত ৷


 (৩). লিপিবদ্ধকরণ :-

                  মিউজিয়াম পরিচালকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল সংগৃহীত বস্তুর লিপিবদ্ধকরণ ৷ অর্থাৎ সেই বস্তু সম্পর্কে যতটা জানা যায় তার লিপিবদ্ধ করা একান্তই গুরুত্বপূর্ণ ৷


 (৪). সংরক্ষণ 

                   সংগৃহীত বস্তু যেহেতু অত্যন্ত মূল্যবান ইতিহাসের নিরিখে এবং জ্ঞানের আলোকে ৷ তাই সেই বস্তু গুলিকে যত যত সংরক্ষণ করা অত্যন্ত আবশ্যক। বস্তুগুলি যাতে কালের নিয়মে নষ্ট না হয়ে যায় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা মিউজিয়ামের অন্যতম কার্যকলাপের মধ্যে পড়ে ৷

 (৫). প্রদর্শন :-

              মিউজিয়ামে যা সংরক্ষিত থাকে তা শুধুমাত্র সংরক্ষণের জন্য নয় জনসমক্ষে প্রদর্শনের জন্য ৷ কারণ সংগৃহীত বস্তু প্রদর্শনের মধ্যে দিয়েই সেই বস্তু সম্পর্কে সাধারণ মানুষের উৎসাহ বৃদ্ধি পায় এবং গবেষকদের গবেষণার কাজে সহায়ক হয়।

 (৬). বিশ্লেষণ :

               সম্পর্কে সার্বিক ধারণা লাভের জন্য তাকে যুক্তিযুক্ত ভাবে এবং বিজ্ঞান মনোস্কমানসিকতার সহযোগে বিশ্লেষণ করা একান্তই আবশ্য ৷ কারণ এটি বিশ্লেষণের মধ্যে দিয়েই সংগৃহীত বস্তু সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায় ৷


মিউজিয়াম বা সংগ্রহশালা হলো ইতিহাস গবেষণার এক অন্যতম গুরুত্বপূর্ণ অবলম্বন কারণ একটি ক্ষুদ্র পর্যবেক্ষণের মধ্যে দিয়েই দেশবিদেশের নানান বস্তু গত নিদর্শন সংরক্ষিত থাকে বলে অত্যন্ত সহজে ও স্বল্প সময়ে একাধিক বস্তুকে প্রত্যক্ষ করা সম্ভব হয় যার মধ্যে দিয়ে রাষ্ট্রতত্ত্ব অর্থনীতির সাংস্কৃতিক স্থাপত্য ভাস্কর্য সাংস্কৃতিক মেলবন্ধন ইতিহাস সম্পর্কে একাধিক সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয় ৷


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟