ঔরঙ্গজেব কর্তৃত জিজিয়া কর পুনর প্রবর্তন সাম্রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকারক ছিল

ঔরঙ্গজেব কর্তৃত জিজিয়া কর পুনর প্রবর্তন সাম্রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকারক ছিল অথবা,জিজিয়া কি? ঔরঙ্গজেব কেন তা প্রবর্তন করেন?

ঔরঙ্গজেব কর্তৃত জিজিয়া কর পুনর প্রবর্তন সাম্রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকারক ছিল অথবা,জিজিয়া কি? ঔরঙ্গজেব কেন তা প্রবর্তন করেন?

ঔরঙ্গজেব কর্তৃত জিজিয়া কর পুনর প্রবর্তন সাম্রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকারক ছিল

ঔরঙ্গজেব কর্তৃত জিজিয়া কর পুনর প্রবর্তন সাম্রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকারক ছিল

মধ্যযুগে ভারতের ইতিহাসে মুঘল সম্রাট অরঙ্গজেব ছিলেন এক ব্যতিক্রম চরিত্র ৷ সম্রাট ব্যক্তিগত জীবনে ছিলেন একজন নিষ্ঠাবান মুসলমান ৷ তার লক্ষ্য ছিল দার-উল-হারমকে দার-উল-ইসলামে পরিণত করা । ডঃ সতীশ চন্দ্র মনে করেন যে ঔরঙ্গজেব চাইতেন শরীয়ত মেনে রাজ্য চালাতে ৷ " ঔরঙ্গজেবের হিন্দুদের প্রতি চরম মনোভাব প্রকাশ পেয়েছিলেন মন্দির ধ্বংস ও জিজিয়া কর পুনরায় চালু করার মাধ্যমে ৷ 


ঔরঙ্গজেব ১৬৭৯ খ্রিস্টাব্দে জিজিও কর পুনর প্রবর্তন করেন ৷ গোড়া ও মৌলবাদী মুসলিমরা দীর্ঘদিন ধরেই এই কর চাপানোর দাবি জানিয়ে আসছিলেন ৷ ডক্টর সতীশ চন্দ্র মনে করেন যে,"কেবলমাত্র রাজনৈতিক কারণে ২২ বছর পর অরঙ্গজেব জিজিয়া কর পুনর প্রবর্তন করেন ৷ " অপরদিকে ইউরোপীয় পর্যটক মানুচি এবং ইংরেজ রাষ্ট্রদূত টমাস রো  ১৬৭৯ খ্রিস্টাব্দে লিখেছেন যে,"শূন্য কোথাকার পূর্ণ করা এবং দরিদ্র হিন্দুদের ধর্মান্তরিত করার উদ্দেশ্যেই জিজিয়া কর চালু করা হয় ৷"



জিজিয়া প্রকৃতপক্ষে ছিল সামরিক কাজের বিনিময়ে কর ৷ এই ঘরের বিনিময়ে সামরিক কাজ থেকে অব্যাহত পেত এবং সরকারের আশ্রয় পেত ৷ এই কর পুনর প্রবর্তনের ফলে বহু ক্ষেত্রেও হিন্দুদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে ৷ গ্রামে আমীনদের পৃথকভাবে জিজিয়া আদায় দায়িত্ব দেওয়া হলে তারা ভূমি রাজস্বের সাথে এই জিজিয়া আদায় করত ৷ এর ফলে বিদ্রোহ দেখা দিত ৷ বণিকরা জিজিয়ার প্রতিবাদে ব্যবসা বন্ধ করে দেয় ৷ ওরঙ্গজেবের শাসনকালে জিজিয়া প্রবর্তন নীতি মূলত হিন্দুদের বলপূর্বক মুসলমান ধর্মে দীক্ষিত করা নীতি হিসেবে পরিস্ফুটিত হয়েছিল ৷ সম্রাটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমগ্র সাম্রাজ্যে যে অসন্তোষ ছড়িয়ে পড়ে ৷ দিল্লিতে সবথেকে বেশি প্রতিবাদ ঘটে ৷ আধুনিক ঐতিহাসিকরা অবশ্য মনে করেন এই বিদ্রোহ গুলি নিছক ওরঙ্গজেবের হিন্দু বিরোধী নীতির বহিঃপ্রকাশ ছিল না, তারা এগুলিকে শুধুমাত্র কৃষক বিদ্রোহ হিসাবে উল্লেখ করেছেন ৷ তথাপি এই বিদ্রোহ গুলির ফলে মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে  ৷



কিন্তু হিন্দুরা এর বিরোধী ছিল ৷ যেভাবে কর আদায় হতো তাতে অনেক হিন্দুই অপমানিত ও অপদস্ত হত ৷ এই আচরণের ফলে হিন্দুদের মনে হয়েছিল তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে ৷ সম্ভবত রাজনৈতিকভাবে হিন্দুদের একটি প্রভাবশালী অংশে অসন্তুষ্ট দেখা দিয়েছিল ।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟