মহম্মদ বিন তুঘলকের প্রতীকী মুদ্রা সম্পর্কে আলোচনা কর

মহম্মদ বিন তুঘলকের প্রতীকী মুদ্রা সম্পর্কে আলোচনা কর

মহম্মদ বিন তুঘলকের প্রতীকী মুদ্রা সম্পর্কে আলোচনা কর



সুলতানি সাম্রাজ্যের অন্যতম আলোচিত ও বিতর্কিত সুলতানদের মধ্যে মহম্মদ বিন তুঘলক ৷ তার রাজত্বকালের অন্যতম বৈশিষ্ট্য মহম্মদ বিন তুঘলকের সংস্কার কর্মসূচির মধ্যে সর্বাপেক্ষা আলোচিত বিষয় হলো প্রতীকী মুদ্রার প্রচলন ৷ তার সময় রূপমুদ্রাকে ডেকা এবং তাম্র মুদ্রা কে জিতল বলা হত ৷ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতীকী মুদ্রার প্রচলন থাকলেও ভারতে প্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন মহম্মদ বিন তুঘলক ৷ স্বাভাবিকভাবে মধ্যযুগে এই ধরনের অর্থব্যবস্থার প্রচলন মহম্মদ বিন তুঘলকের উদ্ভাবনীয় প্রতিভা এবং দূরদর্শিকা কথার পরিচয় দেয় ৷


আপনি চাইলে এগুলো পড়তে পারেন


বারনি লিখেছেন যে প্রতীকী মুদ্রায় তামা ব্যবহৃত হত ৷ কিন্তু ফেরিস্তার মতে এই ধাতুটি ছিল ব্রোঞ্জের এই নতুন ধরনের মুদ্রা পরিবর্তনের পেছনে কতগুলি গুরুত্বপূর্ণ দিক ছিল ৷ যেমন বারনি বলেছেন,"রাজ কোষের শূন্যতা দূর করার জন্য প্রতিটি মুদ্রার প্রচলন করেছিলেন ৷" তার মতে সুলতান সামরিক পরিকল্পনায় প্রচুর অর্থ খরচের ফলে রাজকোষ শূন্য হয়ে পড়েছিল অথচ তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল ৷ তাই স্বল্পমূল্যে ধাতু ব্যবহার করে নতুন মুদ্রা চালু করা চেষ্টা করেছিলেন ৷ প্রত্যক্ষ মুদ্রা ব্যাপী লৌহ সংকট দেখা গিয়েছিল আর এই সংকট হতে মুক্তির লক্ষ্যে সুলতান এই নতুন ধরনের মুদ্রা প্রচলন এর উদ্যোগী হন ।


মহৎ উদ্দেশ্য এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই নতুন ধরনের মুদ্রা ব্যবস্থা প্রচলিত হলেও কয়েকটি কারণে চরম ব্যর্থতার পরিণত হয় । সহজল্যাব্য ধাতুর দ্বারা মুদ্রা তৈরির ফলে দেশে জাল মুদ্রায় ভরে যায় ৷ প্রতিটি হিন্দুর জাল-মুদ্রার কারখানা পরিণত হয় ৷ এখানে হিন্দু বলতে সম্ভবত স্বর্ণকারদের বুঝিয়েছেন ৷ যাই হোক এই অবস্থায় প্রচুর জাল মুদ্রার লেনদেন শুরু হলে রাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়বার উপক্রম হয় ৷ জাল বা নকল মুদ্রার ভয়ে বিদেশি বণিকরা ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্য করতে অনীহা প্রকাশ করেন ৷ এই অবস্থায় পরিপ্রেক্ষিতে সুলতান বাধ্য হয়ে তার প্রতীকী মুদ্রা প্রত্যহার করে নেয় ৷ ডক্টর রমেশ চন্দ্র মজুমদার মনে করেন এই ধরনের একটি অভিনব ব্যবস্থা গ্রহণের মুহূর্তে কেবল তথ্যগত দিকেই নয় প্রয়োগের দিকেও সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল ৷


তোমাকে অনেক ধন্যবাদ মহম্মদ বিন তুঘলকের প্রতীকী মুদ্রা সম্পর্কে আলোচনা কর এই নোটটি পড়ার জন্য

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment

🌟 Attention, Valued Community Members! 🌟